• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
প্রত্নসম্পদ আইনের খসড়া সংশোধনের নির্দেশ
‘প্রত্নসম্পদ আইন, ২০২৪’-এর খসড়া অনুমোদন পায়নি মন্ত্রিসভায়। খসড়ার কয়েকটি জায়গায় সংশোধন করে পুনরায় তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই খসড়া প্রস্তাব উপস্থাপন করা হলে তা সংশোধন করে পুনরায় উপস্থাপনের অনুশাসন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, প্রত্নসম্পদ আইন, ২০২৪-এর উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনটির খসড়া উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  আলোচনা শেষে খসড়ার কয়েকটি জায়গায় পরিমার্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। খসড়াটি সংশোধন করে আগামী বৈঠকে সেটি পুনরায় উপস্থাপনের জন্য অনুশাসন দেওয়া হয়েছে।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের খসড়ায় মূলত বাংলাদেশে যে প্রত্নসম্পদ আছে সেগুলো সংরক্ষণ করার পাশাপাশি সেগুলোর হস্তান্তর ও নিয়ন্ত্রণের বিষয়গুলো ছিল। এসব বিষয় অমান্য করার প্রেক্ষিতে দোষীদের জন্য শাস্তির বিধান ছিল এতে।  
০৬ মে ২০২৪, ১৭:৫৩

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি— এই ৩ ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য আইসিসির কাছে প্রাথমিকভাবে সময়সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসর বসবে পাকিস্তানে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ বছরের মধ্যে প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট পাকিস্তানে আয়োজন করা হবে। এবার হাইব্রিড মডেলে না হেঁটে ভারতের সব ম্যাচ পাকিস্তানের মাটিতে রেখেই সূচি বানিয়েছে পিসিবি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেননা, পাকিস্তানে দল পাঠাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে বিসিসিআইয়ের। এর আগে, গত বছর ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে আয়োজক পাকিস্তানের বাইরে বেশ কিছু ম্যাচ আয়োজন করা হয়। এর মধ্যে ভারতের সবকটি ম্যাচই পাকিস্তানের বাইরে ছিল। এবার পিসিবির আয়োজনে ভারত অনীহা জানালে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও নানান জল্পনা-কল্পনা থাকছে।  এদিকে পিসিবি আশাবাদী, পাকিস্তানের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ। এভাবে পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছিল আইসিসি নিরাপত্তা দল। ভেন্যুগুলোর সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করে তারা। এক সংবাদ সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির ভাষ্য, আমরা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি চাই। ইতিমধ্যে আইসিসির কাছে সূচি জমা দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসেছিল এবং তারা ব্যবস্থাপনা নিয়ে খুব খুশি ছিল।
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪২

জাতীয় লজিস্টিক নীতির খসড়া অনুমোদন
পণ্য সরবরাহ আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে ‘জাতীয় লজিস্টিক নীতি ২০২৪’র নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।  সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রপ্তানি পণ্য উৎপাদন স্থান থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত যাত্রাটি যাতে বাধাহীন হয়, সেজন্য কী সহায়তা করা যায়, সেটির জন্য নীতিমালা করা হয়েছে।  তিনি বলেন, লজিস্টিকের ক্ষেত্রে আমরা সড়ক নির্ভর হয়ে গেছি। সামনে রেল ও নৌপথ নির্ভরতা বাড়াতে যা যা করণীয়, তা করতে বলা হয়েছে। এ ছাড়া গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ট্র্যাকিং ও কানেক্টিভিটি হাব, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় একটি কানেক্টিভিটি হাব হবে, সেখানে পণ্য সরবরাহের জন্য ওয়ারহাউস (গুদামঘর) ও পণ্য যাতে পচে না যায়, সেই ব্যবস্থা করা হবে।  মাহবুব হোসেন বলেন, রপ্তানি কিংবা স্থানীয় বাজারের জন্য পণ্যের অবাধ যাতায়াতের কথা এই আইনে বলা হয়েছে। পাশাপাশি লজিস্টিক ব্যবস্থাপনা পরিবেশবান্ধব করতে বলা হয়েছে। নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আন্তর্জাতিকমানের হতে হবে।  তিনি আরও বলেন, লজিস্টিক চ্যানেলের ক্ষেত্রে কোথাও কোনো বাধার সৃষ্টি করা যাবে না। এতে রপ্তানির ক্ষেত্রে ১৯ শতাংশ খরচ কমে যাবে। আর এটা করতে যা যা করা দরকার, সেই সহায়তা দেওয়া হবে। খরচ কমিয়ে সময়মত সেবা দেওয়ার উদ্দেশ্যেই আইনটি করা হয়েছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৮:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়