• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকায় ভবনধসে নিহত ৬, নিখোঁজ ৪৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ০৮:৩৭

দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে একটি বহুতল ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৮ জন। মঙ্গলবার (৭ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জর্জ মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভবনটি ধসে পড়ে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে ২৬ জনকে।

বিবৃতিতে বলা হয়, তিনটি দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।

তবে এই উদ্ধার অভিযান শেষ হতে চার থেকে পাঁচদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের সরকার।

মঙ্গলবারও উদ্ধারকর্মীদের ব্যস্ত হাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরাতে দেখা গেছে। চাপা পড়ে থাকাদের জীবিত উদ্ধারে তারা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন।

কখনও কখনও সব কাজ বন্ধ করে পুরো এলাকায় নীরবতা নামিয়ে তারা কান পেতে ধ্বংসস্তূপের নিচ থেকে কোনো শব্দ আসে কিনা তা শোনার চেষ্টা করছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর না ঘটে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সংসদ ভবনের সামনে সংঘর্ষ, ছাত্রলীগ কর্মী নিহত
X
Fresh