• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

প্রত্নসম্পদ আইনের খসড়া সংশোধনের নির্দেশ

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৭:৫০
প্রত্নসম্পদ আইনের খসড়া সংশোধনের নির্দেশ
ছবি: সংগৃহীত

‘প্রত্নসম্পদ আইন, ২০২৪’-এর খসড়া অনুমোদন পায়নি মন্ত্রিসভায়। খসড়ার কয়েকটি জায়গায় সংশোধন করে পুনরায় তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই খসড়া প্রস্তাব উপস্থাপন করা হলে তা সংশোধন করে পুনরায় উপস্থাপনের অনুশাসন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, প্রত্নসম্পদ আইন, ২০২৪-এর উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনটির খসড়া উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে খসড়ার কয়েকটি জায়গায় পরিমার্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। খসড়াটি সংশোধন করে আগামী বৈঠকে সেটি পুনরায় উপস্থাপনের জন্য অনুশাসন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের খসড়ায় মূলত বাংলাদেশে যে প্রত্নসম্পদ আছে সেগুলো সংরক্ষণ করার পাশাপাশি সেগুলোর হস্তান্তর ও নিয়ন্ত্রণের বিষয়গুলো ছিল। এসব বিষয় অমান্য করার প্রেক্ষিতে দোষীদের জন্য শাস্তির বিধান ছিল এতে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলকে নিষিদ্ধের ইস্যুতে আইনি পরামর্শ চায় ফিফা
সরকারের উন্নয়ন দেখে মির্জা ফখরুলদের মাথা খারাপ: আইনমন্ত্রী
জাতীয় আইন সহায়তায় কল সেন্টারের সময়সীমা বাড়ছে
বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিলেন জ্যাকি শ্রফ
X
Fresh