• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৮ মার্চ) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। অভিনন্দন বার্তায় ফখরুল বলেন, শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। রিশাদের অপরাজিত ৪৮ রানের ইনিংসে বাংলাদেশের দামাল ছেলেরা দারুণ খেলে বিজয় অর্জন করেছে। আমি তাদের সাফল্য কামনা করি। তাদের এমন জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এ প্রত্যাশা করি। এর আগে, বাংলাদেশ দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শান্ত-মিরাজরা।
১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর ‘কোকা কোলা’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর হয়েছে কোকা কোলা। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তি করেছে কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানিটি। সোমবার (১৮ মার্চ) মিরপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পক্ষের চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। কোকা কোলার সঙ্গে সাড়ে তিন বছরের জন্য কিট স্পনসরের চুক্তি করেছে বিসিবি। এ ছাড়াও আগামী ২ বছর পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতেই বেভারেজ পার্টনার হিসেবে থাকবে তারা। কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু উন নাহার বলেন, খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সঙ্গে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার চমৎকার সুযোগ করে দেয়।  তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পনসর হয়ে, সব স্তরের ক্রিকেট সমর্থন করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।  প্রতিষ্ঠানটি কিট স্পনসর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে।  আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।   বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, কোকা কোলা বাংলাদেশকে আমাদের কিট স্পনসর ও অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত। নারী ক্রিকেটকে উন্নত করা এবং সব স্তরে প্রতিভার লালন করাই আমাদের লক্ষ্য। এই পার্টনারশিপ সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।  এর আগে গত মাসে মূল স্পনসর হিসেবে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তি করেছিল বিসিবি। চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত। চুক্তি অনুসারে, এ সময়ে বিসিবিকে ৫০ কোটি টাকা প্রদান করবে রবি।
১৭ ঘণ্টা আগে

‘ওকে বলে দিন ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে’ 
অস্ট্রেলিয়া সিরিজে চারটি ক্যাচ মিস করেছিলেন আব্দুল্লাহ শফিক। তবে চলমান পিএসএলে ইমাদ ওয়াসিমের সাধারণ এক ক্যাচ নিয়ে বেশ উদযাপন করতে দেখা তাকে। গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলেছিলেন তিনি। কিন্তু শফিকের এমন উদযাপনে চটেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের কাছে শফিকের এমন উদযাপন মোটেও ভালো লাগেনি। তা আকরামের কাছে অভিনয় মনে হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই পেসার তাই শফিককে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখাতে বলেছেন।  তা ছাড়া কড়া সমালোচনা করে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে শফিকের বাজে ফিল্ডিংয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম।পাকিস্তানের এ স্পোর্টস এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেন, সন্দেহ নেই ক্যাচটা দারুণ।  ‘কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (আসলে ৪টি) ফেলল, সেগুলোর ব্যাপারে কী বলবে। এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’ গত ডিসেম্বর-জানুয়ারিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। বিব্রতকর সেই হারের অনেকটা দায় দেওয়া হয় শফিককে। সিরিজে চার-চারটি ক্যাচ ফেলেছিলেন তিনি। এর মধ্যে স্লিপে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের যে দুটি ক্যাচ ছাড়েন, সেগুলো ছিল তুলনামূলক সহজ।
০৯ মার্চ ২০২৪, ০৯:৪৯

বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শান্ত
গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছিল নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপ ছাড়া প্রতিটি সিরিজেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। তাই এবার তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। দায়িত্ব পেয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি শান্ত। সেখানে অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে বলেন, আমার মনে হয় সবার আগে দলের কথা চিন্তা করা উচিৎ। আগেও যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় চিন্তা ছিল কীভাবে দলে ইনপুট দিতে পারি।  ‘আমার মনে হয় এটা এখন আরও ভালোভাবে সহায়তা করবে। ক্যাপ্টেন হওয়ায় অনেক কিছু একা করতে হবে এমন করে ভাবছি না। যার যার দায়িত্ব সবাই পালন করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’ অধিনায়কের দায়িত্ব পাওয়ায় গর্বিত শান্ত। যে কারণে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে শান্ত বলেন, এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত। ওয়ানডেতে ভালো করলেও কোনো টুর্নামেন্ট জিততে পারেনি বাংলাদেশ। এ নিয়ে নতুন অধিনায়ক শান্ত বলেন, ওয়ানডেতে মাশাআল্লাহ আমরা ভালো করছি। দল হিসেবে এখনও বড় কোনো টুর্নামেন্ট জিততে পারিনি। কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে ট্রফি নিয়ে আসতে পারি ওই প্ল্যান নিয়ে আগাবো। এছাড়া টি-টোয়েন্টি নিয়ে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে পারলে যেকোনো কন্ডিশনে যেকোনো দলের বিপক্ষে ভালো করতে পারব। দিনকে দিন প্ল্যান আরও পরিষ্কার হবে। ৩ ফরম্যাটে আমরা যারা খেলব, যে ৩০-৩৫ প্লেয়ার আছে জাতীয় দলের আশপাশে, প্রত্যেকের দায়িত্ব যার যার জায়গা থেকে দলের জন্য অবদান রাখা।’
০৩ মার্চ ২০২৪, ১৭:১০

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে সংবর্ধনা জানিয়েছে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরস্থ ক্লাব হাউজে আয়োজিত এক উৎসবমূখর অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা লিপুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে। লিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯৭৮-৭৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্লাবের সভাপতি খন্দকার আতাউর রহমান তার বক্তব্যে লিপুর নেতৃত্ব গুণের প্রশংসা করে বলেন, তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।" তিনি আরও বলেন, "বাংলাদেশের তরুণ সমাজের কাছে অন্যতম প্রিয় নাম লিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও আদর্শ ব্যক্তিত্ব হিসেবে অনুকরণীয় ও অনুসরণীয়। অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক সেলিম ভুইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন  অধ্যাপক মোহাম্মদ আবদুল মইন, সোনালি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানসহ ক্লাবের সম্মানিত সদস্যরা লিপুর অবদান স্মৃতিচারণ করেন। লিপু তার বক্তব্যে ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আমাকে আমার কর্মজীবনে অনেক সাহায্য করেছে। উল্লেখ্য, লিপু খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন দেশের ক্রিকেট উন্নয়নে বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সময়ে তিনি বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পনসর হয়েছে দেশের শীর্ষ ৪ দশমিক ৫-জি টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এর মাধ্যমে টাইগারদের সঙ্গে গৌরবময় পথচলার দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্পনসর হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রবি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি'র প্রধান কার্যালয়ে এই বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে বিসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পনসর হিসেবে রবি'র নাম ঘোষণা করেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি'র স্পনসর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় সাফল্য অর্জন করে। ২০১৬ সালে দলটি এশিয়া কাপে রানার্স-আপ হয় এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির একটি বড় ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়। রবি'র ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন থেকে বাংলাদেশ এই সময়ের ঝড় তোলা পেসার এবাদত হোসেনকে পেয়েছে। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক অবিরাম ভালোবাসার নাম। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যেকোনো অর্জন দেশের মানুষ ও পুরো দেশকে দারুণভাবে ঐক্যবদ্ধ করে সামনে এগোনোর অনুপ্রেরণা দেয়। ব্র্যান্ড স্লোগান 'পারবে তুমিও' -এর চেতনাকে ধারণ করে ক্রিকেটের মাধ্যমে অদম্য বাংলাদেশকে এগিয়ে নিতে চায় রবি। রবি'র এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, এ দেশের ক্রিকেটের অনেক 'প্রথম'- সাফল্যের সঙ্গে রবি'র নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবি'র পারবে তুমিও চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নতুন এ যাত্রায় রবি'কে স্বাগত জানিয়ে বিসিবি'র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, জাতীয় দলের স্পনসর হিসেবে রবি'র মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৯

অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘মিডিয়া মোঘল’ হিসেবে পরিচিত মহসিন নাকভি। আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন পাঞ্জাব রাজ্যের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নাকভি। পিসিবির দেওয়া বিবৃতিতে নাকভির মন্তব্য, আমি সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ায় গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞবোধ করছি। তিনি যোগ করেন, আমি খেলার মান বাড়াতে এবং পাকিস্তান ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব আনতে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা সরে যাওয়ার পর নির্বাচিত প্রথম চেয়ারম্যান ৪৫ বছর বয়সী নাকভি। রমিজের পরবর্তী সময়ে বোর্ডের অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজাম শেঠি ও জাকা আশরাফ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ এবং নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে দ্য গ্রিন ম্যানরা। তাই নাকভির প্রথম কাজই হবে ঘরোয়া ক্রিকেট কাঠামো এবং জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি করা। নাকভির জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৮ জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হবে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮

যে কারণে সাকিব ক্রিকেট খেলবে না, জানালেন সালাউদ্দিন
গেল কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে ঠিকঠাক ব্যাটিং করতে পারছেন না তিনি। চলতি বিপিএলে বেশ ভালোভাবে এর প্রভাব পড়েছে। ব্যাট হাতে ২২ গজের সাকিবকে যেন চেনারই উপায় নেই। এদিকে কদিন আগে সাকিবের ব্যাটিং অনুশীলনে সহায়তা করেছেন সালাউদ্দিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তার মন্তব্য, আগের মতো ফিট হতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন সাকিব। সাকিব প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, সে যদি না-ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি। টাইগার দলপতির সঙ্গে ব্যাটিং নিয়ে কি কথা হয়েছে প্রশ্নের জবাবে তিনি জানালেন, আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না। অন্যদিকে কয়েকদিন আগে সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের মন্তব্য, উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২

হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নোয়াখালী হাতিয়ায় মাসব্যাপি শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আলী।  উপজেলা ছাত্রলীগ ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই খেলার আয়োজন করেন। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১৬ টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী ম্যাচে পৌরসভা ক্রিকেট একাদশ ও ইয়াছিন আরাফাত স্পোর্টস একাডেমি খেলায় অংশগ্রহণ করেন। ১২ ওভার খেলায় পৌরসভা ক্রিকেট একাদশ ৯ উইকেটে জয় লাভ করে। প্রতিদিন সকালে ও বিকালে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ আয়েশা ফেরদাউস, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রায় ৫ শতাধিক দর্শক। উদ্বোধন উপলক্ষে দ্বীপ কলেজ মাঠকে বর্ণিল ভাবে সাজানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ব্যানার লাগিয়ে সুন্দর ভাবে তৈরি করা হয় গ্যালারী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ আলী বলেন, তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নাই। ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানায়। আমরা হাতিয়াতে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানে আন্তরিক ভাবে সহযোগিতা করব।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল শ্রীলঙ্কা
২০২৩ সালের ১০ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় পড়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এবার দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। রোববার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি। শ্রীলংকা ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত বছর তাদের সদস্য পদ কেড়ে নিয়ে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। এর পর থেকে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর নজর রাখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এ সময়ে এসএলসির কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলো সংস্থাটি।  প্রসঙ্গত, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থ হয় লঙ্কান ক্রিকেট দল। এ কারণ দেখিয়ে এসএলসির সকল সদস্যকে বরখাস্ত করেছিলেন দেশটির তৎকালীন ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ক্রিকেটে সরকারের এমন হস্তক্ষেপের পর শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে নিষেধাজ্ঞা আওতায় আনে আইসিসি।  পরে গত বছরের ২৭ নভেম্বর হারিন ফার্নান্ডো দেশটির নতুন ক্রীড়া মন্ত্রী হয়ে ক্রিকেট বোর্ডের সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নেন। একই সঙ্গে আইসিসির সকল নিয়ম মেনে পুনরায় ক্রিকেট চালিয়ে যেতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।  
২৮ জানুয়ারি ২০২৪, ২২:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়