• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
মুম্বাইকে হারিয়ে দিল্লির পঞ্চম জয়
চলতি আইপিএলে ভারতীয় দলের অধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার কাঁধে নেতৃত্ব তুলে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। নয় ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয়ের দেখা পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের নবম ম্যাচে দিল্লির কাছে ১০ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার (২৭ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে মুম্বাইকে পাহাড় সমান ২৫৮ রানের লক্ষ্য দেয় দিল্লি। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ২৪৭ রান তুলতে পারে মুম্বাই। এতে ১০ রানের জয় পায় দিল্লি। এতে পঞ্চম জয়ের দেখা পেয়েছে ঋষভ পান্থের দল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় মুম্বাই। ৮ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন দলের প্রাণভোমরা রোহিত শর্মরা। ১৪ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার ঈশান কিষান। ইনিংস বড় করতে পারেননি সূর্যকুমারও। ১৩ বলে ২৬ রান করে ক্যাচ আউট হন এই মারকুটে ব্যাটার। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তিলাক ভার্মা। ২৪ বলে ৪৬ রান করে পান্ডিয়া আউট হলেও ২৫ বলে ফিফটি তুলে নেন তিলাক। ২ বলে ৪ রান করে নেহাল আউট হলে পিচে এসে ব্যাট চালাতে থাকেন টিম ডেভিডও। ১৭ বলে ৩৭ বলে টিম ডেভিড আউট হলে ছন্দ হারায় মুম্বাই। শেষ ৬ বলে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫ রান। তবে প্রথম বলে ডাবল নিতে গিয়ে তিলাক ভার্মা রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। ৩২ বলে ৬৩ রান করেন তিলাক। শেষ পর্যন্ত লুক উডের ৩ বলে ৯ এবং পিযুস চাওলার ৪ বলে ১০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ২৪৭ রান তুলতে পারে মুম্বাই। এতে ১০ রানের জয় পায় দিল্লি। দিল্লির হয়ে মুকেশ কুমার এবং রাসিখ সালাম তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও দুই উইকেট নেন খালিল আহমেদ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনেদেন ওপেনার জ্যাক ফ্রেজার এবং অভিষেক পোরেল। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে দিল্লি। ১৭ বলে ফিফটি তুলে নেন অজি ব্যাটার ফ্রেজার। মাত্র ২৭ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। ২৭ বলে ৩৬ রান করে তার দেখানো পথে হাঁটেন অভিষেক। তৃতীয় উইকেটে ১৭ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন ক্যারিবিয়ান তারকা শাই হোপ। এরপর ক্রিস্টিয়ান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ঋষভ পান্থ। ১৯ বলে ২৯ রান করে পান্থ আউট হলেও স্টাবসের ২৫ বলের অপরাজিত ৪৮ রানে ভর করে ২৫৭ রানে বড় পুঁজি পায় দিল্লি।
১৭ ঘণ্টা আগে

হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
দেড় মাস আগে হারিয়ে যাওয়া ৬০ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের কচাকাটা থানায় দেড় মাস পর সন্তানকে কাছে পান ওই বৃদ্ধা। সন্তানকে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। বাড়ি ফিরে যেতে বারবার তাগাদা দেন সন্তানকে। বৃদ্ধা মায়ের নাম মনোয়ারা বেগম। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তার বড় ছেলের নাম মনিরুল ইসলাম। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়দের সংবাদে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকার টাপুর গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ। পরে ওই বৃদ্ধার দেওয়া আংশিক তথ্যে খোঁজ করা হয় তার পরিবারের। সাহায্য নেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের। পরে রাতে মেলে তার পরিবারের সন্ধান।  থানায় মাকে নিতে আসা সন্তান মনিরুল ইসলাম জানান, শবেবরাতের তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন তার মা। এরপর বহু খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে কচাকাটা থানা পুলিশের ফোন আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে মায়ের সন্ধান পাওয়ার বিষয়ে নিশ্চিত হন তিনি। থানায় এসে মাকে পেয়ে ভীষণ খুশি তিনি। তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে চার বছর আগে কিছুটা মানসিক ভারসাম্য হারান তার মা। তখন থেকে তাকে চোখে চোখে রাখতে হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এই মাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে তার ঠিকানা এবং পরিজনের খোঁজে মাঠে নামে পুলিশ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট দেওয়া হয়। পরে রাতেই তার পরিবারের খোঁজ মেলে। আজ তার সন্তানের হাতে তাকে তুলে দেওয়া হয়। তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সবার ভালো লাগছে।
২৫ এপ্রিল ২০২৪, ২২:১২

বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
এল ক্লাসিকোয় বার্সেলোনাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।  রোববার (২১ এপ্রিল) স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে ভিনিসিয়াস-বেলিংহামরা।  ম্যাচের ষষ্ঠ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের দারুণ হেডে এগিয়ে যায় বার্সেলোনা। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে আনচেলত্তির বাহিনীকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।  দারুণ আক্রমণে বক্সে ঢুকে পড়েন ভাসকেস। তাকে ফাউল করে বসেন কুবারসি। এতে বার্সার বিপদ ডেকে এনে রিয়ালকে পেনাল্টি উপহার দেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুইদল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৯তম মিনিটে ফেরমিন লোপেসের নৈপুণ্যে আবারও এগিয়ে যায় সফরকারী।  তবে চার মিনিটের ব্যবধানে রিয়ালকে সমতায় আনেন ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা লুকাস ভাসকেস। এতে দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতায় ফেরে আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের অতিরিক্ত সময়েও রিয়াল মাদ্রিদের আধিপত্য ছিল। তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। ম্যাচের ৯১তম মিনিটে বার্সা ডিফেন্ডারদের বোকা বানিয়ে জুড বেলিংহ্যামের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে আনচেলত্তির দল। অনেকটা চলতি মৌসুমের প্রথম লেগের এল ক্লাসিকোর পুনরাবৃত্তি করেন ইংলিশ এই মিডফিল্ডার। রুদ্ধশ্বাস এল ক্লাসিকোয় জয়ের পর ৩২ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮১। অন্যদিকে সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
২২ এপ্রিল ২০২৪, ০৯:৫৬

পাঞ্জাবকে হারিয়ে গুজরাটের চতুর্থ জয়
আইপিএলের গত দুই আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছিল গুজরাট টাইটান্স। তবে চলতি আসরে সেই ভালো ছড়াতে পারেননি শাহা-গিলরা। এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে মাত্র চারটিতে জয় পেয়েছে গুজরাট। নিজের অষ্টম ম্যাচে পাঞ্জাবকে উইকেটে হারিয়েছে শুভমান গিলের দল। রোববার (২১ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে গুজরাটকে ১৪৩ রানের সহজ দেয় পাঞ্জাবকে। জবাব দিতে নেমে ৫ বল এবং তিন উইকেট হাতে থাকতেই হেসে খেলে জয় তুলে নেই গুজরাট। এতে টানা চার ম্যাচ হারের স্বাদ পেলো পাঞ্জাব। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ১১ বলে ১৩ করে সাজঘরে ফেরেন ‍ঋদ্ধিমান শাহা। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার শুভমান গিল।  ২৯ বলে ৩৫ রান করে ক্যাচ আউট হন গুজরাট অধিনায়ক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ডেভিড মিলারও। ৬ বলে ৪ রান করেন এই প্রোটিয়া ব্যাটার। ৩৪ বলে ৩১ রান করে সুদর্শন আউট হলে বিপাকে পড়ে গুজরাট। ১০ বলে ১৩ রান করে আউট হন আজমতুল্লাহ ওমারজাই। এরপর শাহরুখ খানকে সঙ্গে নিয়ে জয়ের জন্য লড়াই করতে থাকেন রাহুল তাওয়াতিয়া। ৪ বলে ৮ রান করে শাহরুখ আউট হলেও তাওয়াতিয়ার ১৮ বলের হার না মানা ৩৬ রানের ইনিংসে ভর করে ৫ বল এবং তিন উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হার্শাল প্যাটেল। এ ছাড়াও এবং লাইম লিভিংস্টোন দুটি, আর্শদীপ সিং এবং স্যাম কারান নেন একটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাঞ্জাবের দুই ওপেনার স্যাম কারান এবং প্রাভসিমরান সিং। দুজনের ব্যাট থেকে আসে ৫১ রান। ২১ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন প্রাভসিমরান। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাইলি রুসোও। ৭ বলে ৯ রান করে নুর আহমেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই প্রোটিয়া ব্যাটার। এরপর ১৯ বলে ২০ রান আরেক আফগান স্পিনার রশিদ খানের শিকার হন স্যাম কারান। এতে ১৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ছন্দ হারায় পাঞ্জাব। সেই সঙ্গে উইকেট মিছিল শুরু করেন লাইম লিভিংস্টোন (৬), জিতেস শর্মা (৩), আশুতেশ শর্মা (৩) ও শাশাঙ্ক সিং (৮)। শেষ দিকে হারপ্রীত সিংকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন হারপ্রীত ব্রার। ১১ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন ব্রার। শেষ পর্যন্ত হারপ্রীত সিংয়ের ১৯ বলের ১৪ রানে ভর করে দশ উইকেট হারিয়ে ১৪২ রানের লড়াকু পুঁজি পায় পাঞ্জাব।  
২১ এপ্রিল ২০২৪, ২৩:৪৪

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক পুকুরে, নিহত ১
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে কুমড়ি গ্রামের পূর্বপাড়া এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে ফিরোজা বেগম (৪১) নামের একজন মহিলা যাত্রী নিহত হয়েছেন।  নিহত ফিরোজা বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের এনামুল শেখের স্ত্রী।  রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিহত ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমড়ি সড়কে ইজিবাইকে করে দিঘলিয়া বাজারে আসছিলেন।  ইজিবাইকটি কুমড়ি পূর্ব পাড়ার ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরে ডুবে অজ্ঞান হয়ে পড়েন। পুকুর থেকে ফিরোজা বেগমকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বর্তমানে মরদেহ লোহাগড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নে কর্মরত পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস। তিনি বলেন, ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যায়। এতে একজন নারী মারা গেছেন। ওই নারীর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। 
২১ এপ্রিল ২০২৪, ২২:০৯

আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই থেকে আগেই পিছিয়ে পড়েছে আর্সেনাল। এবার ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলে ড্র করলেও, দ্বিতীয় লেগে ১-০ গোলের ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা। বুধবার (১৭ এপ্রিল) রাতে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই দল। আগে রক্ষণভাগ সামলানো পরে গোলের চেষ্টা এই কৌশল নিয়েছিল তারা। তবে আক্রমণে উঠছিল একটু সময় নিয়ে। সেগুলো সহজেই সামাল দিচ্ছিল প্রতিপক্ষের রক্ষণ। ম্যাচের ২৪তম মিনিটে দূরপাল্লার আচমকা শটে গোলের চেষ্টা করেন জামাল মুসিয়ালা। সেটা ঝাঁপিয়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। লক্ষ্যে এটাই ছিল প্রথম শট।   পাঁচ মিনিট পর মার্টিন ওদেগোরের শট একজনের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট ঘেঁষে একটু বাড়তি বাউন্স করে জালে যাচ্ছিল। তবে সতর্ক মানুয়েল নয়ার ভালোভাবেই সামাল দেন পরিস্থিতি।  ৩১তম মিনিটে ওদেগোরের পাসে বিপজ্জনক জায়গায় বল পেয়ে সরাসরি নয়ার বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেয়ে যাচ্ছিল বায়ার্ন। ৪৭তম মিনিটে লেয়ন গোরেটস্কার জোরাল হেড ফেরে ক্রসবারে লেগে। ফিরতি বলে রাফায়েল গেরেইরোর শট ব্যর্থ হয় রায়ার হাত ছুঁয়ে পোস্টে লেগে। ৬৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। লেরয় সানের শট মাথার উপর থেকে হাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রায়া। ঠিক মতো পারেননি আর্সেনাল গোলরক্ষক। ছুটে গিয়ে বল ধরে একটু সময় নিয়ে দূরের পোস্টে ক্রস করেন গেরেইরো। দারুণ গতিতে গাব্রিয়েল মার্তিনেল্লিকে এড়িয়ে জোরাল হেডে জাল খুঁজে নেন কিমিখ।  ৮৭তম মিনিটে কাছ পোস্ট ঘেঁষে ওদেগোরের চমৎকার শট নয়ারের হাত ছুঁয়ে বাইরে চলে যায়। তবে কর্নার দেননি রেফারি! বাকি সময়ে গোলের তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এতে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেয়েছে বায়ার্ন মিউনিখ। তাই ফাইনালে উঠতে হলেও এবার চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরেপাধারীদের কাছে কঠিন পরীক্ষা দিতে হবে জার্মান ক্লাবটিকে।
১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩২

২৭ বছর পর বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া শাহীদা
ঢাকার উত্তরায় ৭ বছর বয়সে হারিয়ে ২৭ বছর পর নিজ বাড়ি জামালপুরের বকশীগঞ্জে ফিরলেন শাহীদা বেগম নামে পোশাককর্মী। নানা সংগ্রামের মধ্যদিয়ে জীবন পার করা শাহীদা বাড়িতে ফিরলেও দেখা পাননি বাবা-মার। ৪ বছর আগে বাবা-মা মারা গেলেও শাহীদার সঙ্গে দেখা মিলেছে তার বড় বোন খালেদা বেগমের। দুই বোনের সাক্ষাৎ হওয়ায় যেন নতুন পৃথিবীর সন্ধান পায় বাবা-মা হারা শাহীদা বেগম। ২৭ বছর পর স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন শাহীদা বেগম। খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ১৯৯৭ সালে জীবিকার তাগিদে স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেকে নিয়ে পাড়ি জমায় রাজধানী ঢাকায়। ঠাঁই হয় ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে। সেখানে তার সেজো মেয়ে শাহীদা বেগমও জীবিকার তাগিদে লাকড়ি সংগ্রহের কাজ করতেন। একদিন সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হারিয়ে যান সাত বছরের শাহীদা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি শাহীদাকে।  এরই মধ্যে ঘটে গেছে শাহীদার জীবনে নানান ঘটনা। প্রথমে কুমিল্লা পরে নারায়ণগঞ্জে এক ফায়ার কর্মীর বাসায় গৃহকর্মীর কাজ পান ছোট্ট শাহীদা। সেই থেকে নানা সংগ্রামের মধ্য দিয়ে চলছে তার জীবন। এরমধ্যেই গাজীপুরের কালীগঞ্জের রাজমিস্ত্রি সেলিম মিয়ার সঙ্গে বিয়ে হয় শাহীদার। এই অবস্থায় কেটে গেছে শাহীদার জীবনের ২৭টি বছর। শাহীদা বেগম বারবার তার নিজ ভূমিতে ফেরার চেষ্টা করলেও ঠিকানা ও কারও পরিচয় না-জানার কারণে ফেরা সম্ভব হয়নি। তবে নিজ গ্রাম দিকপাড়া ও থানার নাম বকশীগঞ্জ মুখস্থ থাকায় সেই ভরসা নিয়েই ১৪ এপ্রিল ঢাকা থেকে স্বামী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে রওনা দেন বকশীগঞ্জের উদ্দেশে।   অবশেষে বকশীগঞ্জ শহরে পৌঁছে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে খুঁজে বের করেন দিকপাড়া গ্রাম। অবশেষে বাড়ি ফিরলেও বাবা-মার সঙ্গে দেখা হয়নি তার। বাবা ইব্রাহিম খলিল ও মা ছাবেদা বেগম পরপারে চলে গেছেন আরও ৪ বছর আগে। বিষয়টি জানাজানি হলে পাশের গ্রাম বোলাকী পাড়া থেকে হারিয়ে যাওয়া বোনকে দেখতে ছুটে আসেন বড় বোন খালেদা বেগম। নিজ বাড়িতে কেউ না থাকায় খালেদার বাড়িতে অবস্থান নেন ২৭ বছর আগে হারিয়ে যাওয়া শাহীদা। এ দিকে বাড়ির সন্ধান পাওয়া ও বড় বোন, দুলাভাই ও ভাগ্নেদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ২৭ বছর পর বাড়ি ফেরায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে। তারাও শাহীদাকে এক নজর দেখার জন্য ভিড় করছেন তার বোনের বাড়ি বোলাকী পাড়ায়।   শাহীদার বড় বোন খালেদা বেগম বলেন, আমরা আমার এই বোনের আশা ছেড়েই দিয়েছিলাম। আবার তার সঙ্গে দেখা হবে, কথা হবে, তার হাত দুটো ধরতে পারব, তা ছিল কল্পনার অতীত। বাড়ি ফেরা শাহীদা বেগম বলেন, জীবনে কল্পনা করিনি আমি নতুন করে আমার বাড়ি ও আত্মীয় স্বজনদের খুঁজে পাব। ২৭ বছর পর ভাই, বোন, আত্মীয়স্বজনদের কাছে পেয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। মরার পর কবর দেওয়ার মতো মানুষ খুঁজে পেয়েছি এটাই জীবনের বড় পাওয়া। তবে আফসোস থেকে গেল বাবা-মাকে জীবিত দেখতে পারলাম না, এ জন্য।  
১৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সীমান্ত সড়কের লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।  স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। দুপুর ৩টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংগ্নী বাজার এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে পড়ে যান।  পুলিশ আরও জানায়, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১১ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের প্রথম জয়
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চলতি আইপিএলের শুরুতেই হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে মু্ম্বাই ইন্ডিয়ান্স। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে হার্দিককে। তবে নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লিকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ওয়ার্নার-পান্থদের ২৯ রানে হারিয়েছে মু্ম্বাই। রোববার (৭ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে দিল্লিকে ২৩৫ রানের লক্ষ্য দেয় মুম্বাই। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে পারে তারা। এতে ২৯ রানের জয় পায় মুম্বাই। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দিল্লি। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। তবে অভিষেক পোরেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন পৃথ্বী শা। ৩১ বলে ফিফটি তুলে নেন তিনি। ৪০ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন এই ডান হাতি ব্যাটার। ৩১ বলে ৪১ রান করেন পোরেল আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। ঋষভ পান্ত (১), অক্ষর প্যাটেল (৮), ললিট যাদব (৩), কুমার কুশাগরা (০) এবং ঝাই রিচার্ডসন আউট হন দুই রানে। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ক্রিস্টান স্টাবস। ১৯ বলে ফিফটি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটার।  ২৫ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দিল্লিকে রক্ষার করতে পারেননি স্টাবস। নির্ধারিত ওভারে আউট উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে পারে তারা। এতে ২৯ রানের জয় পায় মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জেরাল্ট কোয়েটজি। এ ছাড়াও জাসপ্রীত বুমবাহ দুটি এবং রোমারিও শেইফার্ড নেন এক উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষান। দুজনের ব্যাট থেকে আসে ৮০ রান। রোহিত ২৭ বলে ৪৯ রান করে আউট হলেও শূন্য রান করে তাকে সঙ্গ দেন আসরের প্রথম ম্যাচ খেলতে নামা সুরিয়া কুমার যাদব। ২৩ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন ঈশানও। এরপর ৫ বলে ৬ রান তিলাক ভর্মা আউট হলে মুম্বাই শিবিরে হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং টিম ডেভিড। হার্দিক দেখে শুনে খেললেও ব্যাট চালাতে থাকেম ডেভিড। ৩৩ বলে ৩৯ রান করে আউট হন হার্দিক। শেষ দিকে রীতিমতো তাণ্ডব শুরু করেন রোমারিও শেইফার্ড। ডেভিডের ২১ বলের ৪৫ রান এবং শেইফার্ডের ১০ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে ২৩৪ রানের বড় পুঁজি পায় মুম্বাই।
০৭ এপ্রিল ২০২৪, ২১:১৭

বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে : আইনমন্ত্রী
বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সামনে ভারতের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যখন অস্তিত্বের ভয়ে থাকে, তখনই তারা আবোল তাবোল বলে। বিএনপিও আবোল তাবোল বলছে, তা আমলে নেওয়ার কিছু নেই।   পরে আইনমন্ত্রী উপজেলা অডিটোরিয়ামে ৮০ জন নারী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।  জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (হার পাওয়ার) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার মুক্তারসহ অনেকে।  
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়