• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
ডেঙ্গুতে আর কেউ যেন স্বজন না হারায়: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুতে তার মতো আর কেউ যেন স্বজন না হারায়, সেজন্য সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  তিনি বলেছেন, ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি। তাই এটা নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করব যাতে আর কারও মা এতে মারা না যায়। মঙ্গলবার (৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ডা. সামন্ত লাল সেন বলেন, সব রোগের ক্ষেত্রেই প্রতিরোধ সবচেয়ে বড় বিষয়। যেন মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং নাগরিক, সবাইকেই সচেতন থাকতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা করেছি ইতোমধ্যে। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু বৃদ্ধির সময়ে কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে। পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছি। যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায় এমন যারা আছে, তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়। মন্ত্রী এরপর বলেন, আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করবো। সিটি কর্পোরেশনের সঙ্গেও খোলাখুলি আলোচনা করবো। 
০৭ মে ২০২৪, ১৩:৩৪

বাক প্রতিবন্ধী নারীর স্বজন খুঁজছে পুলিশ
রাজধানীতে সোনালী নামে (২৫) হারানো একজন বাকপ্রতিবন্ধী নারী পাওয়া গেছে। কিন্তু তার পরিবারের কারও সন্ধান পাওয়া না যাওয়ায় জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে এ তথ্য। গত ৪ জানুয়ারি বিকেলে তেজগাঁওয়ের তেজকুনিপাড়া রাজা মিয়ার গলিতে ওই নারীকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন তাকে তেজগাঁও থানায় নিয়ে যায়  সেখানে তিনি কাগজে নিজের নাম লেখেন সোনালী।  পরে তেজগাঁও থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে।  এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।  বর্তমানে ওই নারী ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বাকপ্রতিবন্ধী এই নারীর কোনো স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের মোবাইল ০১৩২০০৪২০৮৫ অথবা ০১৩২০০৪২০৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।
১১ জানুয়ারি ২০২৪, ২০:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়