• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে একইদিনে তিনটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পূর্ব গোড়ান এলাকাতেই মৃত্যু হয়েছে দুই শিশুর। এছাড়া বনশ্রী এলাকাতে এক প্রকৌশলী ও চিকিৎসক দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে জবা আক্তার যুথি (১৩) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ।  সবশেষ ঘটনায় বাসার গৃহকর্তা প্রকৌশলী শাকিল উল আলম ও গৃহকর্ত্রী ইন্টার্ন চিকিৎসক নূর-ই-জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে জাতীয় জরুরি নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অচেতন অবস্থায় গৃহকর্মী জবাকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে খিলগাঁও থানার বনশ্রীর ডি-ব্লকে ৯ নম্বর রোডের ৫ নাম্বার বাড়ির তৃতীয় তলায় যাই। সেখানে গিয়ে জবা আক্তার যুথি নামে এক গৃহকর্মীকে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই গৃহকর্মীকে বকাঝকা দেওয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখছি।  এর আগে রাত ৮টার দিকে পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে উদ্ধার হয় সাবিহা জাহান (১২) নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ। মেয়েটির চাচাতো ভাই ফারুক খান বলেন, সাবিহার বাবা শাহজাহান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। রাত ৮টার দিকে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় সে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় তাকে। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।  তবে কী কারণে পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েটি আত্মহত্যা করলো, সে ব্যাপারে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন চাচাতো ভাইটি। এদিকে একইদিন বিকেলে একই এলাকার একটি পাঁচতলার বাড়ির ছাদে খেলার সময় নিচে পড়ে মৃত্যু হয়েছে খাদিজা আক্তার (৫) নামে আরও এক শিশুর। এ ঘটনায় শিশুটির ফুফা ইসহাক মিয়া (২০) গুরুতর আহত হয়েছেন। খোঁজ নিতে গেলে শিশুটির মা রীনা জানান, ফারিয়াকে কোলে নিয়ে তার ফুফা ইসহাক খেলা করছিলেন ছাদে। এসময় ফারিয়াকে ছাদের পাশে থাকা একটি গাছ থেকে আম পেড়ে দিতে যান তিনি। কিন্তু আম ছিঁড়তে গেলে ছাদে জমে থাকা পানিতে পা পিছলে কোলে থাকা ফারিয়াসহ নিচে পড়ে যান তিনি। এ ঘটনায় শিশুটির ফুফা ইসহাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২৭ এপ্রিল ২০২৪, ১২:৩১

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
রাজধানীতে ছাদ থেকে পড়ে ফারিয়ার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ গোঁড়ান এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিতে গেলে শিশুটির মা রীনা জানান, ফারিয়াকে কোলে নিয়ে তার ফুফা ইসহাক খেলা করছিলেন ছাদে। এসময় ফারিয়াকে ছাদের পাশে থাকা একটি গাছ থেকে আম পেড়ে দিতে যান তিনি। কিন্তু আম ছিঁড়তে গেলে ছাদে জমে থাকা পানিতে পা পিছলে কোলে থাকা ফারিয়াসহ নিচে পড়ে যান তিনি। এ ঘটনায় শিশুটির ফুফা ইসহাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন।
২৭ এপ্রিল ২০২৪, ০১:১৭

চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলায় চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আলমি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দুজনে সম্পর্কে ফুপু-ভাতিজি।   স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের চাওয়াই নদীতে গোসল করতে যায় আলমি ও সিফাত। নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি। পরে দুজনেই পানিতে ডুবে যায়। এ সময় নদীর পাড়ে থাকা জান্নাতুন নামের এক শিশু বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে স্বজনরা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুর মরদেহের সুরতহাল করে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানতো আরেকজন জানতো না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুজনই একসঙ্গে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছেন। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ এপ্রিল ২০২৪, ১৯:০১

গরমে শিশুর যত্নে যা করবেন
গরমের এই সময়ে সবচেয়ে বেশি কষ্ট পায় পরিবারের ছোট্ট সোনামণিরা। গরমে ঘেমে শিশুদের ঠাণ্ডা লেগে যায়। শরীরে অনেক সময় র‌্যাশ ওঠে, ঘামাচি হয়। কিছু অসুস্থতার সঙ্গে মেজাজও খিটটিটে হয়ে যায় তাদের। গরমে সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। জেনে নেওয়া যাক সোনামণিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু বিষয়- * গরমে শিশুর খাবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। শিশুকে পুষ্টিকর এবং শরীরকে ঠাণ্ডা রাখে এমন খাবার দিতে হবে * গরমে শিশুকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস খাওয়াতে হবে। * দুর্বলতা কাটাতে মাঝে মাঝে খাওয়ার স্যালাইন খেতে দিতে হবে। * শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। * নিয়মিত সাবান দিয়ে গোসল করাতে হবে। * গোসলের পর শিশুর শরীর ভালো করে মুছে পাউডার দিতে হবে, যাতে শিশু ঘামাচির উপদ্রব থেকে মুক্তি পায়। * সুতি পাতলা কাপড়ের নরম পোশাক পরাতে হবে। যাতে কমফোর্ট ফিল করে। তার কষ্ট না হয়। * বাইরের গরমে শিশুকে কম বের করতে হবে। রোদে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজন হলে ছাতা ব্যবহার করতে হবে। * ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। * ঘেমে গেলে ঘাম মুছে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খাম শুকিয়ে না যায়। * শরীরে ঘাম শুকিয়ে গেলে শিশুর জ্বর হতে পারে, অনেক সময় এমন জ্বর অল্প দিনে এমনিতেই সেরে যায়, কিন্তু বেশি দিন গড়ালে বিশেষজ্ঞের পরামর্শ মতো ব্যবস্থা নিতে হবে।    * গরমের সময় শিশুর চুল ছোট করে ছেঁটে রাখুন, বড় চুল শুকাতে সময় লাগে, আর ঘামও বেশি হয়। তাই এক্ষেত্রে মাকে সচেতন হতে হবে।    * শিশুর যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। * ঘরে ফ্যান বা এসির তাপমাত্রা শিশু যতটায় স্বস্তিবোধ করে অতটুকুই রাখতে হবে। খেয়াল রাখতে হবে, যেন বেশি ঠান্ডা লেগে শিশু আবার ঠান্ডাজনিত রোগে আক্রান্ত না হয়।
২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৮

ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশু মো. জুনায়েদ মিয়ার (১০) মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে চাঁদপুর নৌ ফয়ার সার্ভিস ডুবুরি দল।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁদপুর নতুন বাজার-পুরান বাজার সেতুর নিচে জুনায়েদের মরদেহ ভেসে উঠলে নৌ ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে জুনায়েদ নদীর পাড়ে বেধে রাখা নৌকা থেকে লাফ দিয়ে গোসল করতে নামলে ডুবে নিখোঁজ হয়।  পুরান বাজার ডিগ্রি কলেজ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে জুনায়েদ। সে স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করতো।  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মো. মুসলিম মিয়াজী বলেন, সংবাদ পেয়ে ঘটনার দিন দুপুর পৌনে ৩টায় নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং কার্যক্রম শুরু করে। ওই সময় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দলও। দুটি ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। বুধবার সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম চালানো হয়। দুপুর দেড়টার দিকে ব্রিজের নিচে জুনায়েদের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবাবের কাছে হস্তান্তর করে।
২৪ এপ্রিল ২০২৪, ২২:১০

নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মরিয়ম আক্তার আফরিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা বাজারে এ ঘটনা ঘটে।   নিহত আফরিন চরজব্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরজব্বর গ্রামের নাসির আহমদের মেয়ে।   স্থানীয় সূত্রে জানা যায়, আফরিন স্থানীয় নুরুল হক নূরানী তালিমুল কোরআন মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিলেন। সকালে বাড়ি থেকে দক্ষিণ ওয়াপদা বাজার সংলগ্ন নিজের মাদরাসায় যান রেজাল্ট শিট আনতে। ওই সময় দক্ষিণ ওয়াপদা বাজারে রাস্তা পারাপারের সময় মাইজদীমুখী বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, একটি অজ্ঞাত পিকআপ ভ্যান আফরিনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়।  
২৩ এপ্রিল ২০২৪, ১৫:৩০

নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।   সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত ফেরদাউস একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চৌকিদার বাড়ির হেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ফেরদাউস তাদের বাড়ির সামনে ধান খেতে শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় অসাবধানতাবশত ধান কাটার রোলার মেশিন পেছনের দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে কানে, চোখে, মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত শিশুর পরিবার লিখিত কোনো অভিযোগ না দিলে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  
২৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৬

এক পরিবারের ১৩ শিশুর প্রাণ কেড়ে নিলো ইসরায়েল
দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়ে এক পরিবারের ১৩ শিশুসহ ১৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজা হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলি বাহিনী রাফাহ অঞ্চলে পরপর দুবার বিমান হামলা চালায়। এতে এক পরিবারের ১৩ জন শিশুসহ দুইজন নারী নিহত হয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদারদের এমন হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। ২২৯টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।  
২১ এপ্রিল ২০২৪, ১৯:৩৪

অষ্টগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির সামনে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে বায়েজিদ (৮) ও জাহিদ (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল পশ্চিম পাড়ার মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭) ও সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ এপ্রিল) বেলা ২টার সময় বায়েজিদ ও জাহিদ দু’জন মিলে বাড়ির সামনে খেলতে গিয়ে হঠাৎ সবার অগোচরে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেকক্ষণ শিশুদের না দেখতে পেয়ে স্বজনরা খোঁজ করতে গিয়ে দেখেন খালের পানিতে ডুবে রয়েছে দুই শিশু।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কদমচাল বাজারের এক চিকিৎসকের নিকট নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন এসডো।
২০ এপ্রিল ২০২৪, ২১:১৯

পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পারশী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কুকুরে টানাটানি করছিল। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে হত্যার পর শিশুটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।   ঘাটাইল থানার ওসি তদন্ত সজল খান জানান, দুপুরে উপজেলার পারশী এলাকার একটি পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।
১৮ এপ্রিল ২০২৪, ১৭:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়