• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
রাজধানীর ডেমরার মীরপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান আকন্দ (৩৬) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।  রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। নিহতের মামা মোতাহার হোসেন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডেমরার মীরপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আমার ভাগ্নে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমার ভাগ্নে একটি গার্মেন্টসে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। শাহিনুর ময়মনসিংহের নান্দাইল থানার লংপুর গ্রামের মৃত আনিসুল হক আকন্দের ছেলে। বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়াবাসায় থাকতো।
২২ এপ্রিল ২০২৪, ০১:১৭

জয়পুরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
জয়পুরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  রোববার (২১ এপ্রিল) সকালে জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সৌরভ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার খাস বাড্ডা গ্রামের মোমিন হোসেনের ছেলে।  তিনি জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরিক্ষার্থী।  ওসি হুমায়ূন কবির বলেন, সৌরভ হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌরভ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
২১ এপ্রিল ২০২৪, ২৩:৫৪

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী পাপিয়া বেগম নিহত হয়েছেন। আহত হয়েছেন স্বামী আনিসুর রহমান।  শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কালিহাতী বাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাপিয়ার মৃত্যু হয়।  একই হাসপাতালে আহতাবস্থায় চিকিৎসা নিচ্ছেন আনিসুর। তিনি ঘাটাইলের উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি পাঞ্জেনা গ্রামে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  আহত সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান জানান, সকালে স্ত্রী পাপিয়াকে নিয়ে কালিহাতী বাসা থেকে গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার পাঞ্জেনা যাচ্ছিলেন। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে স্ত্রীর ওড়না চাকার সঙ্গে আটকে গেলে দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পাপিয়ার মৃত্যু হয়।  ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
২০ এপ্রিল ২০২৪, ১২:১৮

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বরিশালের বাকেরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতারপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন বাকেরগঞ্জের চরামদ্দি উপজেলার বদরুল সিকদার (৬০) ও বরিশাল নগরীর বটতলা এলাকার মনিরুজ্জামান বাচ্চু (৬১)। তারা পেশায় ঠিকাদার বলে জানা গেছে।  বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল আরোহী দুইজন পটুয়াখালী থেকে বরিশাল নগরীর উদ্দেশে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেল রুহিতার পাড় এলাকায় পৌঁছে সড়কের পাশে থামানো ট্রাকের পিছনে ঢুকে যায়। এতে উভয়ে মাথায় আঘাত পান। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
১৮ এপ্রিল ২০২৪, ১২:০৬

নওগাঁয় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলেসহ দু’জন আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামের এনামুল হক (৪৩) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (৩২)।  এনামুল হক আনসার ব্যাটেলিয়ান বাহিনীর সদস্য ছিলেন। এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ইসলাম (৫) গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনসার ব্যাটালিয়ন বাহিনীর জেলা কমান্ডার রাফিউদ্দিন জাকারিয়া জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে এনামুল হক ও তার স্ত্রীর মরদেহ দেখতে পান তারা। নিহত দম্পতির পাঁচ বছর বয়সী সন্তান আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিক অবস্থায় পুলিশ সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সকল কার্যক্রম শেষে আনসার বাহিনীর নিয়ম অনুযায়ী তাদের দাফন কাফনের ব্যবস্থা করবে নওগাঁ আনসার বাহিনী। প্রত্যক্ষদর্শী ও নওগাঁ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এনামুল হক ও তার স্ত্রী বৃষ্টি খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ও অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ইউনিটের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত দম্পতির স্বজনরা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৭ এপ্রিল ২০২৪, ১২:২৯

নড়াইলে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
নড়াইলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে একজন নিহত হয়েছেন।  শনিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় ঢাকা-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের পশ্চিম পাশের সড়কের ওপর এ ঘটনা ঘটে।  নিহত তপু ঘোষ সদরের আউড়িয়া ইউনিয়নের মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। এ দুর্ঘটনায় তিনজন আরোহী আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তপু ঘোষের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিল নিহত তপু ঘোষ। এ সময় তারা বাড়ি থেকে একটু সামনে নড়াইল-যশোর মহাসড়কে উঠলে কালনা থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তপু ঘোষ। গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, নিহতের মাথার পেছনে আঘাত ও বুকের হাড় ভেঙে রক্তক্ষরণের জন্য মারা গেছেন।  বিষয়টির সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
১৪ এপ্রিল ২০২৪, ১৩:১৫

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ তরুণের
ঠাকুরগাঁও সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও তিন আরোহী। মুমূর্ষু অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকালে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-জগন্নাথপুর  ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন  ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল  ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান(২৬)। স্বজনরা জানায়, নিহত নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলে করে খোঁচাবাড়ি বাজারে যাচ্ছিলেন। একই সময় বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ও তার তিন বন্ধু বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।  
১৩ এপ্রিল ২০২৪, ২০:৫৯

সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ যুবক নিহত হয়েছেন।  শুক্রবার (১২ এপ্রিল) রাত ১২টায় জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ।  তিনি বলেন, শাহবাগ মুহিদপুর এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আদিল, জাকারিয়া ও মিলন নামে তিন যুবককে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও বলেন, আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিলন। 
১৩ এপ্রিল ২০২৪, ১৪:৫২

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কিশোরগঞ্জ সরকের বরাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লার ছেলে সদ্য বিদেশ ফেরত নাঈম (২৮) এবং পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে শরীফ (২২)।এছাড়া লিজা (২৩) নামের একজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা ৬ টার দিকে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘঠনাস্থলে নাঈম মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে শরীফ মারা যায়, এছাড়া শরীফের বোন লীজা আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, বরাটিয়া এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।               
১২ এপ্রিল ২০২৪, ২৩:৫২

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।  শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার মো. বেলায়েত শেখের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ সকালে মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস গোপালগঞ্জের কাশিয়ানীতে যাওয়ার পথে পদ্মা সেতুর ওপর চাকা ফেটে নষ্ট হয়ে যায়। পরে মাইক্রোবাসচালক তৈয়ব আলী গাড়ি থেকে নেমে চাকা মেরামতের চেষ্টা চালান। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তৈয়ব আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  পুলিশ আরও জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোটরসাইকেল চালক আজমীর হোসেন (২৮) ও তার স্ত্রী শ্রাবণী ইসলামকে (২৭) আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এএসএম জিয়াউল হায়দার। তিনি জানান, তৈয়ব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এ দুর্ঘটনায় পদ্মা সেতুতে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। 
১২ এপ্রিল ২০২৪, ১৮:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়