• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকে বহিষ্কার করেছে বিএনপি।  শনিবার (৪ মে) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলফিকার আলী ভুট্টোকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কোনো নেতা কর্মী যদি এই অবৈধ সরকারের পাতানো কোনো নির্বাচনে অংশ নেই তাকে বহিষ্কার করা হবে এমন সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। সারা দেশেই বিএনপি নেতাদের কঠোরভাবে হুশিয়ারি করা হয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ নেবে না বিএনপি। জুলফিকার আলী ভুট্টো বলেন, বহিষ্কার হব এসব মাথাই নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। যদি আবারও পাতানো নির্বাচন হয় তবে দেশবাসীর কাছে পুনরায় প্রমাণ হবে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনে অংশ যখন নিয়েছি তখন শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থাকব। 
০৪ মে ২০২৪, ২২:৫৩

মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি মন্টু, সম্পাদক মানিক 
ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলুল হক মন্টু ও আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।      নির্বাচনে সহসভাপতি পদে মহসিন আলী (দৈনিক মাথাভাঙ্গা) ও ফারুক মল্লিক (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) ও জিএফ মামুন লাকি (আকাশ খবর), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান (চ্যানেল 24), দপ্তর সম্পাদক আবু সাঈদ (প্রথম আলো), নির্বাহী সদস্য উম্মে ফাতেমা রোজিনা (এটিএন নিউজ ও এটিএন বাংলা), নুহু বাঙালি, আসিফ ইকবাল (একাত্তর টিভি) ও মামুন বঙ্গবাসী (মুক্তখবর) নির্বাচিত হয়েছেন।  মেহেরপুর প্রেস ক্লাবের আহবায়ক মহসিন আলী আঙ্গুর, প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার নুরুল ইসলাম, নির্বাচন কমিশনার ডক্টর আলিবদ্দীন ও সাজাদুজ্জামান নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। গাংনী ও মুজিবনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নির্বাচিতদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।  এ নির্বাচনে ১৩টি পদের মধ্যে সহসভাপতির দুটি পদ ছাড়া বাকি পদগুলোতে একক প্রার্থী ছিলেন। সহ-সভাপতি পদে মহসিন আলী, ফারুক মল্লিক ও মেহের আমজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের মাধ্যমে মহসিন আলী ও ফারুক মল্লিক বিজয়ী হন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।    
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়