• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
মুম্বাইয়ে সম্মাননা পেলেন কামরুজ্জামান মিল্লাত
থিয়েটারে বিশেষ অবদান রাখায় ভারতের মুম্বাইয়ে সম্মাননা পেলেন কামরুজ্জামান মিল্লাত। ডাব্লিউবিআর ক্রপের আয়োজনে ‌‘বেস্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া পার্সোনালিটি অব দ্যা ইয়ার বাংলাদেশ’ ক্যাটগরিতে তাকে ইন্টারন্যাশানাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ের সাহারা স্টার হোটেল আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কামরুজ্জামান মিল্লাতের হাতে এ সম্মাননা তুলে দেন বলিউডের নায়িকা কিয়ারা আদভানি। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে  কামরুজ্জামান মিল্লাত  বলেন, এতদিন শুধু কাজ করে গেছি, পুরস্কারের মাধ্যমে কাজের স্বীকৃতি পাচ্ছি। এই পুরস্কার আমাকে আরো ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। এক্ষেত্রে সবার আগে  আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দল থিয়েটার আর্ট  ইউনিটকে। কারণ এই দলের মাধ্যমেই আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং কাজ করে যাচ্ছি। তিন দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় সম্পৃক্ত রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। থিয়েটার আর্ট ইউনিটের হয়ে অভিনয় করেছেন লক্ষীর পালা, কোর্ট মার্শাল, গোলাপজান, আমিনা সুন্দরী, স্বপ্ন দেখো মানুষ, ছায়া চক্রসহ আরও বেশ কিছু নাটকে। দলের হয়ে দেশ-বিদেশে পাঁচ শতাধিক নাটকের প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি। কামরুজ্জামান মিল্লাত বর্তমানে থিয়েটারের আর্ট ইউনিটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।  
২৯ এপ্রিল ২০২৪, ১৫:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়