• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো রাশিয়া

আরটিভি নিউজ

  ০২ মে ২০২৪, ২২:১১
ফাইল ছবি

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসেডর আলেকজ্যান্ডার ম্যানটিসকি সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহের কথা জানান।

এই সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি অলেগ কজিন।

বৈঠকে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার অ্যাম্বাসেডর।

সূত্র : বাসস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুখবর দিলো আবহাওয়া অফিস
রাশিয়া-চীন থেকে জার্মানিতে সাইবার হামলা বেড়েছে
ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারও সাপ্তাহিক ছুটি
মাদরাসায় পাস ৭৯.৬৬ শতাংশ, জিপিএ-ফাইভ ১৪২০৬
X
Fresh