• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
রাতে রহস্যজনক পোস্ট, সকালে মিলল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ
শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি। অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্নতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন। তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনও জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি। অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল জাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে

মোবাইল ট্র্যাকের মাধ্যমে সন্ধান মিলল ইজিবাইক চালকের মরদেহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঞ্জুরুল হক (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ মোবাইল ট্র্যাকের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত দুদিন নিখোঁজ ছিলেন ওই ইজিবাইক চালক।  তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুশুলী ইউনিয়নের কাওয়ারগাতি জামতলা নামক স্থানের সড়কের পাশে একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ আকন্দ। তিনি বলেন, গত ২৬ এপ্রিল (শুক্রবার) বিকেলে নিজের যাত্রীবাহী ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আঞ্জুরুল হক। এরপর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ছাড়াও স্থানীয় গ্রামীণ সড়কে ভাড়ায় ইজিবাইক চালিয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় ২৭ এপ্রিল সকালে পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তার ব্যবহৃত মোবাইলের সূত্রধরে প্রযুক্তির সহায়তায় জানতে পারেন মোবাইলটি উপজেলার মুশল্লী ইউনিয়নের কোনো এক এলাকায় রয়েছে। কিন্তু অভিযান চালিয়েও আঞ্জুরুল হক বা তার মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়নি।  তিনি বলেন, এরপর রোববার সকালে স্থানীয়রা নান্দাইল থানা পুলিশকে জানায় সড়কের পাশের একটি ডোবায় একজনের মরদেহ ভাসছে। পরে পুলিশ সেখান গিয়ে আঞ্জুরুল হকের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশেই একটি স্থান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।     ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, এই চালককে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
১৭ ঘণ্টা আগে

খনন করা পুকুরের মাটিতে মিলল কালো পাথরের মূর্তি
জয়পুরহাটের আক্কেলপুরে একটি খননকৃত পুকুরের মাটি থেকে কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।  শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কাশিড়া ঘোষপাড়া গ্রামে ৫৬০ গ্রাম ওজনের ওই মূর্তিটি স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে উপজেলা প্রশাসন।  উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া ঘোষপাড়া গ্রামের মধ্য কালিতলা নামের একটি পুকুর খনন করা হয়। ওই মাটি বেলি বেগম নামের এক নারীর কাছে বিক্রি করেন স্থানীয় বাসিন্দা বিপ্লব সাখিদার। শুক্রবার সন্ধ্যায় পুকুরের কেনা মাটিগুলো থেকে বেলি বেগম একটি পাথরের মূর্তি পায়। পরে তিনি সেটা স্থানীয় মূর্তি কারিগর বিনয়কে দেখান।  বিনয় মূর্তিটি পূজা করার উদ্দেশ্যে রাতে মন্দিরে রাখেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে জানান। ইউএনও বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।  পাথরের ওই মূর্তিটির বাম পাশে কিছু অংশ ভাঙা এবং ওজন ৫৬০ গ্রাম ও উচ্চতা ৬ দশমিক ২ ইঞ্চি বলে জানিয়েছেন তিনি। তবে মূর্তিটি কোন ধরনের পাথরের তা নিশ্চিত হওয়া যায়নি।  মূর্তিটি পাওয়া ওই নারী বেলি বেগম বলেন, আমি বিপ্লব সাখিদারের কাছ থেকে পুকুরের মাটি কিনেছি। ওই মাটি থেকে পাথরের মূর্তিটি পেয়ে স্থানীয় মূর্তি কারিগর বিনয়কে দিয়ে দেই। পরে প্রশাসন এসে সেটা নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, শনিবার সকালে বিষয়টি জানার পর মূর্তিটি নিরাপদ হেফাজতে নেওয়া হয়। পরে ইউএনও মহোদয়কে হস্তান্তর করা হয়েছে। পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, এটি একটি দুর্লভ মূর্তি। আমাদের জাদুঘরে এ ধরনের কালো পাথরের মূর্তি নেই। তবে পোড়া মাটির টেরাকোটা আছে। এটি একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকৃত মূর্তি জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।  ইউএনও মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটি আপাতত জেলা ট্রেজারিতে রাখা হবে। পরবর্তীতে বিধি মোতাবেক প্রত্নতত্ত্ব বিভাগকে দিয়ে দেওয়া হবে।
২৮ এপ্রিল ২০২৪, ১০:০৭

গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
শরীয়তপুর পৌর এলাকায় গোসলে নেমে নিখোঁজের ২ ঘণ্টা পর রানা ফকির (২৪) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার চর পালং এলাকার কীর্তিনাশা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রানা ফকির নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকার জাকির ফকিরের ছেলে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রানা ফকির ছোটবেলা থেকে পৌরসভার রূপনগর এলাকায় তার ফুপু তানিয়ার কাছে থাকতেন। তিনি জন্মগতভাবে বাক প্রতিবন্ধী ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার বিকেল ৪টার দিকে চর পালং এলাকার কীর্তিনাশা নদীতে গোসলে নামলে হঠাৎ করে ডুবে যান রানা। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করার আগেই পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসের সাহায্য নেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ডুবুরির মাধ্যমে ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন। শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম খান বলেন, আমরা জরুরি সেবার মাধ্যমে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে মাদারীপুর থেকে ডুবুরি এনে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি। এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাহরিয়ার ইয়াসিন বলেন, পানিতে ডুবে নিখোঁজের ঘটনায় এক যুবককে নিয়ে আসা হয়েছিলো। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।  জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 
২৬ এপ্রিল ২০২৪, ২৩:০৮

হাতিয়ায় দেখা মিলল বিষধর ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সৈকতে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেকের’ (বিষধর সাপ) দেখা মিলেছে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখা যায়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন। উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন জানান, বুধবার (২৪ এপ্রিল) বিকেলে দিকে তানিম নামে এক যুবক ঘুরতে যান উপজেলার চরঈশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে। ওই সময় তিনি সাপটি দেখতে পান। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানিয়েছি। এরপর ওই সাপের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছি। এটি একটি বিষাক্ত সাপ। উভচর প্রাণী হিসেবে বিভিন্ন প্রজাতির সাপ জলে ও স্থলে প্রায় সময় দেখা যায়। তবে এ প্রজাতির সাপ বিরল। এগুলো এই অঞ্চলে তেমন দেখা যায় না। ‘ইয়েলো বেলিড সি স্নেক’ সাপটি সন্ধ্যার দিকে উপকূলে উঠে মানুষের আনাগোনা দেখে আবার সাগরে চলে যায়।
২৫ এপ্রিল ২০২৪, ১৭:৪২

নীলফামারীতে মাটি খুঁড়তেই মিলল রাইফেল-মাইন-মর্টারশেল
নীলফামারীর কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল সংস্কার কাজে মাটি খননের সময় দুটি মাইন, একটি মর্টারশেল ও একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার সিটরাজিব গ্রামে একটি পতিত জমি খননের সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।   পুলিশ জানায়, মুক্তিযুদ্ধের সময় উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টারশেলটি তাজা রয়েছে। এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর জানান, বর্তমানে ঘটনাস্থলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিকটস্থ ক্যান্টনমেন্টের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এসব মাইন ও মর্টারশেল নিষ্ক্রিয় করবে। 
২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৫

বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার পর পরের দিন সকালে ওই প্রতিবেশীর বাড়ির গোয়াল ঘর থেকে শরীফুল বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে বকশীগঞ্জ থানা পুলিশ বগারচর ইউনিয়নের বালুর চর গ্রামের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ শরীফুল বেগম একই গ্রামের তোমজল হকের স্ত্রী। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তোমজল হকের স্ত্রী শরীফুলের সঙ্গে প্রতিবেশী খলিল মিয়ার পরিবারের ঝগড়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঝগড়া বন্ধ হলে রাতে নিখোঁজ হন শরীফুল বেগম। সোমবার ভোরে প্রতিবেশী খলিল মিয়ার বাড়ির বাইরের খোলা গোয়াল ঘরে শরীফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর জানাজানি হলে থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  
২২ এপ্রিল ২০২৪, ২০:৩২

গাজায় এক কবরেই মিলল ১৮০ মরদেহ
ফিলিস্তিনের গাজায় খান ইউনিস শহরের নাসের হাসপাতালের পাশে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্প্রতি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ওই গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার। এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে নতুন করে হামলার ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর আগে বিমান হামলা চালানো হয়েছে গাজার আরেক শহর রাফাহতেও। রাতভর চলা এ হামলায় প্রাণ হারিয়েছে ১৮ শিশুসহ ২২ জন। এর মধ্যে এক পরিবারেরই ১৩ শিশু আছে।   প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাসের উপর প্রতিশোধস্বরূপ ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। হামাস নির্মূলের নামে টানা সাড়ে ছয় মাস ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচার হামলা ও অভিযান চালাচ্ছে দখলদার রাষ্ট্রের সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৯৭ জন সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৮০ জন। এদিকে গাজায় আগ্রাসন এবং ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলারের একটি তহবিল পাস করেছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। প্যাকেজটি অনুমোদনের জন্য এখন সিনেটে পাঠানো হবে। রিপাবলিকান কট্টরপন্থীদের তীব্র আপত্তির পরেও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে ৯৫ বিলিয়ন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাস হয়েছে। শনিবার প্রতিনিধি পরিষদে মোট ৪২৩টি ভোট পড়েছে এই বিলের জন্য। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
২২ এপ্রিল ২০২৪, ১১:৫৬

গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ৫০টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি বাহিনী এই শহরটি ছেড়ে যায়।  রোববার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ৫০টি মৃতদেহ সংবলিত একটি গণকবর উন্মোচন করেছে ফিলিস্তিনি জরুরি পরিষেবা। পরিষেবাটি বলেছে, ‘আমাদের দলগুলো আগামী দিনে অবশিষ্ট শহীদদের খোঁজে তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রাখবে। কারণ তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এখনও (গণকবরে) রয়েছে।’ আল জাজিরা বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী গত ৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে। আর এরপরই সেখানে এই গণকবর শনাক্ত হলো। মূলত কয়েক মাসের নিরলস ইসরায়েলি বোমাবর্ষণ এবং ভারী লড়াইয়ের পরে গাজার এই শহরের বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে। ইসরায়েল গাজার ওপর ব্যাপকভাবে অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে এই ভূখণ্ডের জনগোষ্ঠী বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দারা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।  
২১ এপ্রিল ২০২৪, ১৪:৪৭

চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, যা মিলল
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থী, তার ভাই ও এক আওয়ামী লীগ নেতাকে অপহরণ কাজে ব্যবহৃত কালো রঙের হাইস মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার চকপুর গ্রামে বাড়ির গ্যারেজ থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আতাউর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত রবিউল্লাহ প্রামাণিকের ছেলে। সন্ধ্যা ৭টার দিকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল নাটোর জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন পাশার মনোনয়নপত্র জমাদানে বাধা, মারধর ও অপহরণের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর তাকে বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় ফেলে যান অপহরণকারীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সুমন আহমেদ নামের একজন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আদালতে বলেন, লুৎফুল হাবিব রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেন তারা। তাদের সঙ্গে কে কে ছিলেন তাও স্বীকার করেন তিনি। তবে এ ঘটনার পর থেকে অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিকে উদ্ধার করা যাচ্ছিল না। এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সিংড়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামির দেওয়া তথ্যমতে অপহরণকাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি তার বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর তল্লাশি করে দুটি চায়না চাপাতি, একটি চায়না টিপ চাকু, একটি বার্মিজ কাটার, দুটি দেশীয় রামদা, দুটি স্টিলের পাইপ, দুটি স্টাম্প, একটি চাপাতি ও ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র জব্দ করা হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গাড়ির প্রকৃত মালিক কে তা জানার জন্য বিআরটিএকে জানানো হয়েছে। 
২১ এপ্রিল ২০২৪, ১২:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়