• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোশান
১১ মাসের মাথায় দ্বিতীয় সন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। মঙ্গলবার (৩০ এপ্রিল) অভিনেতার স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে দুজনেই সুস্থ্য রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন রোশান।      বুধবার (১ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে নবজাতকের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন রোশান। ক্যাপশনে তিনি লিখেছেন— কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।  সকলের কাছে ছেলের জন্য দোয়া চেয়ে চিত্রনায়ক লেখেন, এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন দিতে পারি। জানা গেছে, ২০২০ সালের ১১ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন এশা-রোশান। এদিন অভিনেতার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গেল বছরের শুরুতে গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনেন রোশান। পরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ২৪ মে কন্যা সন্তানের বাবা হন রোশান।     জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় রোশানের। এই সিনেমায় পরীমণির সঙ্গে জুটি বাঁধেন তিনি। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।   
০১ মে ২০২৪, ১৩:২২

১৪ মাস পর চোখ মেলছেন নিবিড়, বাবা ডাক শোনার অপেক্ষায় কুমার বিশ্বজিৎ
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের পরিবারে হঠাৎ একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই সব হিসাব-নিকাশ পাল্টে দেয়। কানাডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ছেলে কুমার নিবিড় এতটাই মারাত্মকভাবে আহত হন যে, স্বাভাবিক জীবনে ফিরে আসা শুধুই ভাগ্য ও স্বপ্নের মতো ছিলো। ১৪ মাস পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড় চোখ মেলে তাকিয়েছে, দেখেছে বাবা–মায়ের মুখ। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে জানান কুমার বিশ্বজিৎ। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। তার পর থেকেই বাবা-মা দুজনেরই ঠিকানা কানাডার সেই সেন্ট মাইকেল হাসপাতাল। দীর্ঘ ১৪ মাস কুমার বিশ্বজিৎ ছিলেন সংগীতমঞ্চের বাইরে। এর মধ্যে দু’বার তিনি দেশে এসেছেন। ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ বললেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে রিহ্যাবে নেওয়া হবে। কুমার বিশ্বজিৎ জানান, নিবিড়ের মা অনেক কষ্ট করছে। সকালে হাসপাতালে আসা, এরপর রাতে আবার বাসায় যাওয়া, সব মিলিয়ে কঠিন সময় কাটছে। যদিও আমাদের আত্মীয়স্বজনও আছেন। তারাও হাসপাতালে বিভিন্ন সময় আসেন, নিবিড়ের দেখাশোনায় সময় দেন। ছেলের মুখ থেকে বাবা-মা ডাক শোনার জন্য তার দিকে তাকিয়ে থাকেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা। কবে নিবিড়ের কণ্ঠ থেকে শব্দ বেরুবে, তা এখই বলতে পারছেন না চিকিৎসকরা। তারা চিকিৎসাবিদ্যার সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। যার ফলে এখন কিছুটা উন্নতির দিকে শারীরিক অবস্থা। কুমার বিশ্বজিৎ বলেন, নিবিড়ের এক্সপ্রেশন দেখে মনে হয়, বাবা-মাকে চিনছে। আমাদের চেনে। অনেক সময় তাকানো, ৩৬০ ডিগ্রিতে ঘোরা। এরপর যখন বলা হয়, বাবা আসছে, মা আসছে’, তখন বোঝা যায়, আমাদের চেনে। মা যখন বলে, আমাদের চিনতে পারো? তখন তার এক্সপ্রেশনে বুঝতে পারি, হয়তো চিনছে। অপেক্ষায় আছি কখন বাবা বলে ডাকবে।
৩০ এপ্রিল ২০২৪, ২১:১৯

পরকীয়া করে বিয়ে, সৎ মেয়েকে পিটিয়ে মারলেন বাবা
শরীয়তপুরে সৎ বাবার মারপিটে রাবেয়া আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর সৎ বাবা মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাবেয়ার মৃত্যু হয়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছয় বছর আগে কুমিল্লা জেলার রুনা আক্তারের সঙ্গে বিয়ে হয় গাইবান্ধা জেলার রিকশাচালক রাশেদের। তাদের সংসারে দুটি মেয়ে সন্তানের জন্ম হয়। তবে কয়েকমাস আগে রুনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চট্টগ্রামের টিউবওয়েল শ্রমিক মঞ্জুরুল আলমের। ১৭ দিন আগে তারা দুজনে পালিয়ে বিয়ে করেন। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকার স্থানীয় বাসিন্দা এসকেন্দারের বাসায় ভাড়া থাকা শুরু করেন তারা। কিন্তু আগের পক্ষের শিশুসন্তান রাবেয়াকে সঙ্গে নিয়ে আসেন রুনা আক্তার। গত সপ্তাহে রাবেয়া প্রস্রাব-পায়খানা করলে সৎ বাবা মঞ্জুরুল আলম শিশুটির হাত-পা বেঁধে নির্যাতন চালান বলে অভিযোগ করেন তার মা রুনা আক্তার।  কান্নাজড়িত কণ্ঠে মা রুনা বলেন, সেদিন রাবেয়ার শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়। একই কারণে রোববার রাতেও আমার মেয়েকে মারধর করেন মঞ্জুরুল। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১০০ টাকা ধার করে সোমবার বেলা ১১টার দিকে রাবেয়াকে সদর হাসপাতালে নিয়ে আসি। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ের মৃত্যু হয়। তাকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার বলেন, শিশুটির শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন ছিল। এ ছাড়া শিশুটির শ্বাসকষ্ট ও জ্বর ছিল। আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ডও করি। কিন্তু তাকে নেওয়ার আগেই হাসপাতালে মারা যায়। যেহেতু শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়, তার জন্য ময়নাতদন্ত করতে হবে বলে জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সৎ বাবা নির্যাতন করে মেয়েকে খুন করেন বলে অভিযোগ করেছেন এক মা। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাবেয়া মারা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রাবেয়ার মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।’
৩০ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দোকানে বাকি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে মো. ইকবাল (২৩) নিহত হয়েছেন। বাবা মো. সাদেক মুন্সিকে (৪৮) সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবালের বাবা সাদেক মুন্সি স্থানীয় মাজিয়াল এলাকার দিঘারকান্দা গ্রামের মৃত শাবান আলীর ছেলে। সাদেক স্থানীয় মাজিয়াল বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে।   তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনেছি দোকানে বাকি নিয়ে দুই পক্ষের বিরোধের এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে মারা গেছে এবং বাবাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 
২৩ এপ্রিল ২০২৪, ২৩:৫৬

স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক
দিনাজপুরের নবাবগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূ ও তার ৫ বছরের কন্যা শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শহিদুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী শহিদুল স্ত্রী ও সন্তানদের অস্ত্র দিয়ে আঘাত করে।  রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়ে আফরিন আক্তার মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২ বছর বয়সী ছেলে আলামিন। নিহত গৃহবধূ হলেন মর্জিনা বেগম (৩০)। এর আগে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর চিনিরচড়া গ্রামে বাসায় এই ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামী স্থানীয় বাজারে যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে গৃহবধূ ও তার দুই শিশু সন্তানকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে স্বামী শহিদুল ইসলামকে পুলিশ আটক করে।  দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাজ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে স্বামী শহিদুল ইসলাম নিজের স্ত্রী ও সন্তানদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
২১ এপ্রিল ২০২৪, ১৫:০০

বাবা হচ্ছেন ‘সুপারম্যান’
বাবা হচ্ছেন সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল। সম্প্রতি নিজেই দিয়েছেন এই সুখবর। জানিয়েছেন, জীবনের এই মুহূর্ত তারা খুব উপভোগ করছেন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট ডেইলির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। হেনরি ক্যাভিল এবং তার বান্ধবী নাটালি ভিসকুসো প্রায় তিন বছর ধরে একত্রে রয়েছেন। ভক্তরা প্রথম এই ব্যাপারে জানতে পারেন, যখন নাটালি একটি কালো ড্রেস পরে হেনরির সঙ্গে ডেটে যান। সেখানে তার বেবিবাম্প স্পষ্ট নজরে পড়ে। তখন থেকেই জল্পনা শুরু হয়। এরপর হেনরি নিজেই খোলাশা করেছেন। সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টালম্যানলি ওয়্যারফেয়ার’ এর সেই প্রিমিয়ারি প্রথম সন্তান নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই হলিউড অভিনেতা। অভিনেতা বলেন, তিনি এবং নাটালি দু’জনেই বেশ উত্তেজিত।
১৬ এপ্রিল ২০২৪, ১৯:২১

অত্যাচার সইতে না পেরে ছেলেকে পুলিশে দিলেন বাবা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা-মা। আদালতে দ্বারস্থ হওয়ার পর পুলিশ তাকে আটক করে।  রোববার (১৪ এপ্রিল) দুপুরে নাদিম নামের ওই ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এর আগে শনিবার রাতের দিকে আসামির অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাদিম মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। বৃদ্ধ বাবা রেনু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে পুরো রমজান মাস স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতে পারি নাই। এ সময় অন্যের বাড়ি বাড়ি গিয়ে রাত্রিযাপন করতে হয়েছে। এমনকি কয়েকবার আমাকে আমার ছেলে হত্যার চেষ্টাও করছে। এলাকায় কয়েকদিন পরপর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে। মাদকাসক্ত এই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছি। পরে পুলিশ তাকে আটক করেছে।’ এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, নাদিম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে আমরা তাকে আটক করি। 
১৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৮

আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক শিপলু জামানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  চিকিৎসকরা জানিয়েছেন, হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ডায়বেটিসসহ বিভিন্ন রোগে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।  বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিন মিয়া ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি ও কালিগঞ্জ মোটর মালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি ঝিনাইদহ বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সড়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন সদর উদ্দিন মিয়া।  বাদ জুম্মা শহীদ নূর আলী কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আর রাত আটটায় কালিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ছয়লা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে। স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ছোট ছেলে সুমন জামান লন্ডন প্রবাসী। তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।  আরটিভি পরিবারসহ বিভিন্ন সংগঠন ব্যবসায়ী সদর উদ্দিন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। 
১২ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

গুরুতর আহত হয়ে হাসপাতালে ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। ভারতের এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গেছে, বাড়িতে খাট থেকে পড়ে কোমরের হাড় ভেঙে গেছে তার। বর্তমানে উৎপলেন্দু চক্রবর্তীর বয়স ৭৬।  একটি সূত্র জানায়, বুকে এবং ফুসফুসে সংক্রমণও রয়েছে উৎপলেন্দু চক্রবর্তীর। দীর্ঘদিন ধরে এই নির্মাতাকে দেখাশোনা করছেন অর্ঘ্য মুখোপাধ্য়ায়। তিনিই হাসপাতালে ভর্তি করেছেন উৎপলেন্দু চক্রবর্তীকে।   ডিজিটাল এক্সরে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, খাট থেকে পড়ে যাওয়ায় উৎপলেন্দু চক্রবর্তীর ফিমার বোনে চিড় ধরেছে।  দীর্ঘদিন ধরেই দুই মেয়ে— ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা শতরূপা এবং স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই উৎপলেন্দু চক্রবর্তীর। বর্তমানে অসুস্থতা আর অর্থাভাবে নানানমুখী কষ্টে ভুগছেন এই নির্মাতা।   বর্তমানে ঠিকভাবে হাঁটাচলার শারীরিক ক্ষমতাও নেই উৎপলেন্দু চক্রবর্তীর। তিনি ‘চোখ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। অথচ, সেই নির্মাতার থেকে এখন বিচ্ছিন্ন তার সিনেমার জগতের মানুষেরাও।   গত দেড় বছর ধরে ভারতের রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটে একাই থাকেন নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। দুই-তিন আগে রিজেন্ট পার্কের সেই বাড়িতেই খাট থেকে পড়ে যান বর্ষীয়ান এই নির্মাতা। এরপরেই তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। এখন উৎপলেন্দু চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে রাজ্য সরকারই।  সূত্র : আনন্দবাজার 
১০ এপ্রিল ২০২৪, ১৪:৪৩

কিশোর গ্যাং / ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে হামলার শিকার চিকিৎসক বাবা
কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ৬০ বছর বয়সী কোরবান আলী নামে এক দন্তচিকিৎসক বাবা। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কোরবান আলীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৫ এপ্রিল) চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে ৯৯৯-এ কল করার অপরাধে ডা. কোরবান আলীর ছেলে আলী রেজা রানাকে মারধর করার সময় এ ঘটনা ঘটে।  অভিযুক্ত ওই কিশোর গ্যাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী ও ছাত্রলীগকর্মী বলে জানিয়েছে পুলিশ। হামলার পর প্রথমে ডা. কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ‘মেডিকেল সেন্টার’ নামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্ট আছেন তিনি।  ভুক্তভোগীর স্বজন জসিম উদ্দিন বলেন, ‘ডা. কোরবান আলীর অবস্থা বর্তমানে সংকটাপন্ন। চিকিৎসকরা রোববার রাতেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছেন। তবে তার লাইফ সাপোর্ট এখনো খোলা হয়নি। যেকোনো সময় কৃত্রিম লাইফ সাপোর্ট অটো শাটডাউন হয়ে যেতে পারে।’ জসিম উদ্দিন আরও বলেন, ‘কয়েক দিন আগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভুক্তভোগী ডাক্তারের ছেলে আলী রেজা রানা। এমন সময় একদল কিশোর একজন পথচারীকে পেটাচ্ছিল। তাদের মার সহ্য করতে না পেরে লোকটি বাঁচাও বলে চিৎকার করছিল। লোকটিকে কিশোর দলের মার থেকে বাঁচাতে জরুরি সেবা ৯৯৯ ফোন দেন রানা। পরে পুলিশ এসে তাদের মধ্যে কয়েকজনকে ধরে নিয়ে যায়।’ জসিম উদ্দিন জানান, এই ঘটনার জেরে শুক্রবার রাতে রানার বাসার সামনে এসে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় কিশোর গ্যাং সদস্যরা। এরপর গত শুক্রবার বাসার পাশের দোকানে ইফতারি কিনতে গেলে কয়েকজন কিশোর গ্যাং সদস্য রানার ওপর হামলা চালায়। এ সময় রানাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা কোরবান আলীর ওপরও হামলা চালায় কিশোর গ্যাং। হামলায় কোরবান আলী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী। এ ঘটনায় ৮-১০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আমরা মামলাটি তদন্ত করছি। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
০৮ এপ্রিল ২০২৪, ২০:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়