• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo
নারী ফুটবল লিগের সূচি বদলে দিলেন সালাউদ্দিন
আর্থিক সংকটের কারণে তীব্র গরম ও রোদের মধ্যেই নারী ফুটবল লিগের ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে মেয়েদের ম্যাচের সূচি বদলে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।  শনিবার (২৭ এপ্রিল) বিকেলে কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে রোদের তীব্রতা টের পান জাতীয় দলের সাবেক অধিনায়ক। তাই তাৎক্ষণিকভাবেই সাবিনাদের লিগের সূচি বদলানোর সিদ্ধান্ত নেন। লিগের পরবর্তী ম্যাচগুলো পড়ন্ত বিকেলে ও ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,‌ এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব না। তাই সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদককে বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল এতে এনএসসিবিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন। আমি বলেছি এনএসসিকে জানাতে এবং বাজেটের ব্যবস্থা হবে।   কাজী সালাউদ্দিন বড় বাজেটের কথা বললেও মূলত তিন লাখের বেশি অর্থ লাগার কথা নয়। কারণ, গতকাল সাধারণ সম্পাদক তুষার জানিয়েছিলেন এক দিনে ১৩ হাজার টাকা করে খরচ হবে। অন্যদিকে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল ফ্লাডলাইটের পরিবর্তে রোদে খেলা চালানোর জন্য ফেডারেশনের আর্থিক সামর্থ্য নেই বলে মন্তব্য করেছিলেন।  আর্থিক শঙ্কটের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, গত পাঁচ-দশ বছর কোনো কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে, যেখান থেকেই হোক ম্যানেজড হবে। নারী ফুটবল লিগে স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। আকস্মিকভাবে লিগ শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠানটি স্পন্সরশিপ প্রত্যাহার করে। এ নিয়ে সালাউদ্দিন বলেন, কোনো বিতর্কে যেতে চাই না।  
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৮

ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার জয় উদযাপন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াকুব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।  শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত ইয়াকুব ওই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।  এরমধ্যে গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি বলেন, বিকেলে নরসিংসার গ্রামের দক্ষিণ-পশ্চিমপাড়া ও উত্তরপাড়ার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিণ-পশ্চিমপাড়া জয়লাভ করে। জয়লাভের পর তারা মাঠে আতশবাজি ফুটিয়ে জয় উদযাপন করছিল। এতে উত্তরপাড়ার কয়েকজন ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে থাকা দক্ষিণ-পশ্চিমপাড়ার খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হলে তাদেরকে জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে ইয়াকুব নামে এক যুবক নিহত হন এবং একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
২৬ এপ্রিল ২০২৪, ২১:৪৪

ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে জুভেন্টাসের আধিপত্যে ভাগ বসাতে পারে এমন ক্লাব কই! আপনি ফুটবল ফলোয়ার হলে, আরও সহজ করে বললে ইউরোপীয় ফুটবলের নিয়মিত দর্শক হলে নিশ্চিতভাবে মাথায় খেলবে দুটি নাম। এক এসি মিলান, আরেকটি ইন্টার মিলান। প্রসঙ্গে ফেরা যাক। জুভেন্টাস এবার সিরি-এ জিততে পারবে না, এটা নিশ্চিত। কারণ, ৫ ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমের শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। ৩৩তম রাউন্ডে অ্যাওয়ে ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে তারা হারায় ২-১ গোলে। এতেই ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয় জায়ান্টদের।  এসি মিলানের নামের পাশে সমান ম্যাচ খেলে পয়েন্ট ৬৯। এতে শীর্ষস্থানে থাকা ইন্টারের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৭। ইন্টার যদি পরের সবগুলো ম্যাচ হেরে যায়, আর এসি মিলান যদি সব ম্যাচ জিতেও যায়, তবুও তারা ইন্টারের পয়েন্ট স্পর্শ করতে পারবে না।  নিজেদের ২০তম লিগ শিরোপা জয়ের পাশাপাশি আরও এক জায়গায় এসি মিলানকে পেছনে ফেলেছে ইন্টার। এর আগে, দুদলেরই ছিল সমান ১৯টি করে সিরি-এ শিরোপা। চলতি মৌসুমের শিরোপা জয়ের সঙ্গে দ্বিতীয় সফল ক্লাব হিসেবে নাম লেখালো ইন্টার মিলান। ৩৬টি শিরোপা জিতে শীর্ষে জুভেন্টাস। আর ২০টি শিরোপা জিতে এর পরেই আছে নিরাজ্জুরিরা। চলুন একনজরে দেখে নেওয়া যাক, ইন্টার মিলানের সাফল্যগুলো। ক্লাবের ১১৬ বছরের ইতিহাসে প্রথম শিরোপার দেখা মেলে ১৯০৯-১০ মৌসুমে। ক্লাব তৈরির এক বছর পরই শিরোপা জিতে ইতালিতে হৈ-চৈ ফেলে দেয় তারা। এরপরের দুটি শিরোপার স্বাদ পায় ১০ বছর পরপর। শিরোপা জেতাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা ইন্টার এরপর হয়ে ওঠে ইতালিয়ান জায়ান্ট। ২০০৫ থেকে ২০০৯-১০ মৌসুমে টানা পাঁচ বার শিরোপা জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইন্টার মিলান। এরপর ২০২০-২১ মৌসুমেও শিরোপা জেতে তারা।  ইতালির ঘরোয়া ফুটবলের আরও দুই বড় আসর কোপা ইতালিয়া ৯ ও সুপার কোপা ৮ বার জিতেছে ইন্টার মিলান। আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও আছে সাফল্য। তিনবার করে ক্লাবটি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের শিরোপা। রেকর্ড আর ট্রফি জয়ের সাফল্যের সাথে ঐতিহ্য আর অহংবোধে মিলানের মানুষের আবেগের নাম ইন্টার মিলান। তবে, আরেক জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে টেক্কা দিতে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ।  
২৩ এপ্রিল ২০২৪, ১৮:১৯

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
আগামী শনিবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে আর্মি স্টেডিয়ামের হল রুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। তিনি বলেন, দল ও খেলোয়াড় সংখ্যা বিবেচনায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’ বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে।  প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর সহধর্মিণীর নামে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চালু করেছে।  ২০২৩ সালে ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্র ও ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্রী এ টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে। এ সময় সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।
১৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৯

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, অংশগ্রহণকারীর সংখ্যা বিবেচনায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামন্ট’ বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে। দেশের এ অনন্য কৃতিত্ব ও গৌরবকে ‘গিনেস বুকে’ স্থান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এ ব্যাপারে গণমাধ্যমের  সহযোগিতা প্রত্যাশা করেন।   বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের হল রুমে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর প্রেরণাধাত্রী সহধর্মিণীর নামে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চালু করেছে। ২০২৩ সালে ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্র ও ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্রী এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে। রুমানা আলী জানান, আগামী ২০ এপ্রিল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট দুটির ২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।
১৭ এপ্রিল ২০২৪, ২১:৫৩

শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
বেশ কয়েকবছর ধরেই তারকাদের নিয়ে জাঁকজমকভাবে আয়োজিত হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। গেল বছরও আয়োজিত হয়েছিল সিসিএল। তবে তারকাদের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ঝামেলা তৈরি হওয়ায় বন্ধ হয়ে যায়। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ আয়োজন করেছিল উইংস কমিউনিকেশনস। এবার এই আয়োজকরাই তারকাদের নিয়ে শুরু করতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবলস ম্যানিয়া!  বৃহস্পতিবার ( ৮  এপ্রিল) রাতে মিরপুর স্কাই লাউঞ্জে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ সম্মেলন এবং লোগো উন্মোচিত হয় তারকাদের এই ফুটবল টুর্নামেন্টের। সেখানে উপস্থিত ছিলেন সাঞ্জু জন, রাহা তানহা খান, রাফসান শাবাব, মুসাফির সাঈদ, শিবলী নোমানসহ অনেকেই। জানা গেছে, আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ফুটবল লিগের এই টুর্নামেন্ট।  সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজকরা জানায়— ছয়টি দলে ভাগ হয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির তারকারা ফুটবল খেলবে। এখানে চারটি দল ছেলে তারকাদের ও দুটি দল নারী তারকাদের।  এ প্রসঙ্গে উইংস কমিউনিকেশনসের কর্ণধার সৈয়দ জিহাদ হোসাইন বলেন, সিসিএলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ভুলভ্রান্তি শুধরে আমরা এবার তারকাদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।  তিনি আরও বলেন, এবার অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, এফডিসি এবং আমাদের সিনিয়র শিল্পীদের সহযোগিতা নিয়েছি আমরা। তারা আমাদের ব্যাপকভাবে সাপোর্ট করছেন। আশা করছি, এবারের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং সুশৃঙ্খল হবে।   
১০ এপ্রিল ২০২৪, ১৮:৫৯

বিশ্বসেরা ফুটবল লিগের র‍্যাঙ্কিং প্রকাশ
মেসি ও রোনালদো লা লিগা ছাড়ার পর কিছুটা হলেও রং হারিয়েছে টুর্নামেন্টটি। তা ছাড়াও ফুটবল বিশ্বের সেরা লিগ কোনটা, এই বিষয়ে দর্শকদের মধ্যে তর্ক-বিতর্কের শেষ নেই। পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন সময় অনেক প্রতিষ্ঠান সেরা লিগের বৈশ্বিক র‌্যাঙ্কিং করে থাকে। এমনই এক প্রতিষ্ঠান অপ্টা। সম্প্রতি ২০২৪ সালের সেরা দশ ফুটবল লিগের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফুটবল র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান অপ্টা । এই র‍্যাঙ্কিং অনুযায়ী সবার শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অবিশ্বাস্য ভাবে সেরা দশে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। অপ্টা এই র‌্যাঙ্কিং আপডেট করেছে ২৭ মার্চ।    অপ্টার র‌্যাঙ্কিং অনুযায়ী, প্রিমিয়ার লিগের পরে আছে স্প্যানিশ লা লিগা। তিনে আছে ইতালির সিরি আ। জার্মানির বুন্দেসলিগা আছে র‍্যাঙ্কিংয়ের চারে এবং পাঁচে ফ্রান্সের লিগ ওয়ান। শীর্ষ পাঁচের বাইরে ছয় নম্বরে আছে বেলজিয়ামের প্রো লিগ।      যদিও সেখানকার শীর্ষ ক্লাব আন্ডারলেখট, গেঙ্ক, ক্লাব ব্রুজও তত পরিচিত নয়। পর্তুগালের প্রিমেইরা লিগকে রাখা হয়েছে সাতে। সেরা দশ থেকে বাদ পড়েছে নেদারল্যান্ডসের লিগ ইরিডিভাইস।   অপ্টার র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে আছে ডেনিশ সুপারলিগান। নয়ে ব্রাজিলিয়ান সিরি আ। এবং দশে মেজর লিগ সকারকে রাখা হয়েছে।  অন্যদিকে গ্লোবাল ফুটবল র‌্যাঙ্কিংয়ের হিসাবে প্রিমিয়ার লিগ শীর্ষে থাকলেও দুইয়ে আছে জার্মান বুন্দেসলিগা। ইতালির সিরি আ চারে। ডাচ লিগ আছে ছয়ে। আটে আছে ব্রাজিলের সিরি আ এবং পর্তুগালের লিগ আছে নয়ে। যুক্তরাষ্ট্রের মেজর লিগকে রাখা হয়েছে ১৬ নম্বরে। সেরা ৩০ এ নেই রোনালদোদের সৌদি প্রো লিগ।   
০৩ এপ্রিল ২০২৪, ২১:০২

নারী দিবস উপলক্ষে পিএসটিসির ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) গোল প্রকল্পের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো কিশোরীদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী এবং আলোচনাসভা। বুধবার (৬ মার্চ) সকালে ঢাকার ধলপুরের সিটি করপোরেশন আদর্শ হাই স্কুলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব মো. শাখাওয়াত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ বাদল সরদার, সিটি করপোরেশন আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। এ সময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মো. শাখাওয়াত হোসেন সরকার বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। আমাদের প্রধানমন্ত্রী নারী, বিশেষ বিশেষ জায়গায় নারীরাই কাজ করে যাচ্ছে। তাই তোমাদেরকে ও এগিয়ে যেতে হবে।  ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদার বলেন, এই এলাকায় এত বড় আয়োজন, এলাকার মেয়েদের অগ্ররাধিকার দেওয়া আমি দেখিনি। পিএসটিসির গোল প্রকল্পের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমি এই এলাকায় পিএসটিসিকে অনেক কাজ করতে দেখেছি, তাদের কার্যক্রম আমার ভালো লেগেছে।  যেকোনো রকম সহযোগিতায় আমাকে পাশে পাবেন।  পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, আমি আজকের মেয়েদের ফুটবল টুর্নামেন্ট দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম, তাদের খেলার ইচ্ছাশক্তি ছিল প্রবল। সবশেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) গোল প্রকল্প দেশের দুটি এলাকায় বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে একটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীনে ৩টি স্কুল ও ২টি ক্লাব এবং অপরটি গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে ৫টি স্কুল ও ১টি ক্লাব। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিদ্যালয়ের মেয়েদের গোল পাঠ্যক্রমের সাথে অর্ন্তভুক্ত করা এবং তাদের নিয়মিত গোল সেশনের পাশাপাশি খেলাধুলাসহ উন্নয়নমূলক কার্যক্রম এবং গোল ইভেন্টগুলিতে অংশ নিতে উৎসাহিত করা।
০৬ মার্চ ২০২৪, ১৮:১৭

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আগামী মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হচ্ছে।  প্রতি বছরই বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সাংবাদিকরা। পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের এই মিলনমেলা ফের আয়োজন করতে পেরে দেশের একমাত্র পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন-বিএসজেএ গর্বিত বিগত বছরগুলোর ন্যায় এবারও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আয়োজিত হচ্ছে।  এবারও ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নক-আউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আগামী ৫ মার্চ টুর্নামেন্ট শুরু হবে এবং ৯ মার্চ টুর্নামেন্টের পর্দা নামবে। এর আগে, রোববার (৩ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপণন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। তেহসিনা খানম বলেন, বিএসজেএ’র সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তিন দশকের। আশা করি, সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রেখে সমানতালে চলতে পারবে বিএসজেএ ও কুল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা থাকবে। আয়োজন সফল ও সুন্দর হোক। জাহিদ হাসান এমিলি বলেন, সাংবাদিকরা সারা বছর সব ধরনের খেলাধুলা কাভার করেন। তাদের নিজেদের টুর্নামেন্ট নিশ্চিতভাবেই খুব আকর্ষণীয় একটি বিষয়। অতীতেও আমি মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখেছি। আশা করছি, এবারও মাঠে বসে সবার খেলা উপভোগ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, টুর্নামেন্টের চেয়ারম্যান রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বাবু।
০৪ মার্চ ২০২৪, ০৯:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়