• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
এক যুগ পর যেভাবে মাকে ফিরে পেলেন সন্তানেরা 
জগুনা বিবি। বয়স এখন সত্তরের কোঠায়। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের ডেঙ্গর বেপারী কান্দি এলাকায়। ২০১১ সালে নিখোঁজ হন তিনি। এরপর আর সন্ধান মিলছিল না তার। মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝেমধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেতেন তিনি। পরিবারের সদস্যরা তাকে পুনরায় খুঁজে বাড়ি ফিরিয়ে আনতেন। তবে শেষবারের ঘটনাটি একটু ভিন্ন। এর আগে তাকে নিজ জেলার মধ্যে খুঁজে পাওয়া গেলেও, শেষবার কোথাও সন্ধান মিলছিল না লাল মিয়া বেপারীর স্ত্রী জগুনা বেগমকে। পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো আর পাওয়া যাবে না। এভাবেই কেটে যায় দীর্ঘ এক যুগের বেশি সময়। অবশেষে ফেসবুকের কল্যাণে খুঁজে পাওয়া যায় জগুনা বিবিকে। এরইমধ্যে বাড়িও ফিরেছেন তিনি।  গত রমজান মাসে জাজিরা উপজেলার মাসুদ রানা নামের এক যুবকের ফেসবুক আইডিতে কমেন্ট করেন আজিজুল শেখ নামের এক ব্যক্তি। যার বাড়ি ভারতের কলকাতায়। তিনি কমেন্টের মাধ্যমে জানান তার কাছে আট বছর ধরে বাংলাদেশের জাজিরার জগুনা নামের একজন বৃদ্ধা রয়েছেন। এরপর মাসুদ রানা জাজিরার কয়েকটি ফেসবুক গ্রুপে জগুনা বিবির ছবি দিয়ে তার পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করেন। আর সেখান থেকেই খোঁজ মেলে জগুনা বিবির পরিবারের। এরপর পরিবারের সদস্যরা কলকাতার আজিজুল শেখের সাথে যোগাযোগ করে গত ৩০ এপ্রিল কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন জগুনা বিবিকে। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত পরিবারের সদস্যরা। জগুনা বিবির ছেলে জয়নাল বেপারী বলেন, আমার মা হারিয়ে যাওয়ার পর অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু পাইনি। ভেবেছিলাম মাকে আর খুঁজে পাবো না। পরে মাসুদ ভাইয়ের মাধ্যমে আমার মায়ের খোঁজ পাই। আমরা সাথে সাথে কলকাতার সেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মায়ের পরিচয়পত্রসহ সকল প্রকার ডকুমেন্টস পাঠাই। উনি আমার মাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। আমি আমার মাকে পেয়ে অনেক খুশি।  জগুনা বিবিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া যুবক মাসুদ রানা বলেন, ব্যক্তিগত আইডিতে পোস্ট দেয়ার পর সেখানে আজিজুল শেখ নামের একজন কমেন্ট করেন। পরে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কথা বলেন। তিনি জানান জাজিরা এলাকার জগুনা বিবি নামের একজন বৃদ্ধা তার কাছে আছেন। আমি তার সঙ্গে কথা বলে তথ্য নিয়ে প্রাণের জাজিরা নামের ফেসবুক গ্রুপে পোস্ট দিলে জগুনা বিবির পরিবার আমার সঙ্গে যোগাযোগ করে। পরে কলকাতার আজিজুল শেখের সঙ্গে তাদের কথা বলিয়ে দিই। জগুনা বিবি পাসপোর্টবিহীন ভারত থেকে বাংলাদেশে আসার বিষয়ে জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় বা কোনো কারণে কেউ পাসপোর্টবিহীন অন্য দেশে প্রবেশ করেন কিন্তু কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত না হয় এমন ব্যক্তিদের দুই দেশের সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আউটপাস বা ট্রাভেলপাসের মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে আনা বা নেওয়া যায়। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর জগুনা বিবিকে তার পরিবার ফিরে পেয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। যদি জগুনা বিবি অসুস্থ থাকেন প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
০৩ মে ২০২৪, ১৪:২৫

দেশে ফিরে যা বললেন মোস্তাফিজ
চলতি আইপিএলে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে আর দেখার সম্ভাবনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ছেড়ে দেশে ফিরেছেন কাটার মাস্টার। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছান দ্য ফিজ। এ সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখার পৌঁছানোর পর তার কাছে আইপিএলের অভিজ্ঞতার বিষয়ে জানতে চান সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা। জবাবে টাইগার এই পেসার দাবি, ‘সব ভালো’। এদিকে যেই উদ্দেশ্যে কাটার মাস্টারকে আইপিএলের মাঝপথে দেশে ফিরিয়ে আনা হয়েছে, সেই জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে তাকে রাখাই হয়নি। মূলত টানা খেলার ধকল কাটিয়ে উঠতেই এই সময়ে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে শেষ দুই ম্যাচে তাকে পাওয়ার আশা করছে বিসিবি। অন্যদিকে চলতি আইপিএলে বল হাতে বেশ দাপট দেখিয়েছেন কাটার মাস্টার। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার তিনি। এবারের আইপিএলে নিজের বিদায়ী ম্যাচে উইকেট না পেলেও আধিপত্য ঠিকই দেখিয়েছেন তিনি। এদিন এক মেইডেনসহ চার ওভারে মোটে ২২ রান খরচ করে দ্য ফিজ। এবার আসরে ধোনির দলের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তিনি। ফিজের ফেরার দিনে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর দাবি, মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা দেশের হয়ে কাজে লাগবে।  বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শান্তর ভাষ্য, ‘অবশ্যই, অনেক কাজে দেবে। যে পরিবেশে ও খেলল, অনেক বড় টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায়। ওখানে আরও বড় বড় ব্যাটারদের বল করেছে, সবচেয়ে ভালো কথা ভালো উইকেটে ভালো বোলিং করেছে। ওই আত্মবিশ্বাস নিয়ে আসবে। এখানেও একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে। মোস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
০২ মে ২০২৪, ২১:০৮

বিশ বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেলেন সুজন
বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাই এটিএম মাসুদ ওরফে খোকাকে (৩২) ফিরে পেয়েছেন তার ভাই সুজন। বুধবার (১ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেপারীবাজারে প্রতিবন্ধী খোকাকে তার ভাই সুজনের হাতে তুলে দেন মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠন (একটি মানবিক সংগঠন)। খোকা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে চর তারাকান্দি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মাস্টারের ছেলে। খোকার ভাই সুজন বলেন, আমার ভাই গত বিশ বছর আগে নরসিংদী থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় আমরা মাইকিং করে ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজ পাইনি। এভাবেই কেটে যায় বিশ বছর। গত মঙ্গলবার ভাইকে খুঁজে পাওয়ার একটি খবর আসে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাকিলের মাধ্যমে জানতে পারি।  তিনি জানান, আমার ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট আছেন। পরে আজ (বুধবার) আমি ও আমাদের এলাকার মেম্বারকে নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ঘাট আসি, এখানে মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের শাহাজালাল ও স্থানীয় সেলিম রেজা মেম্বারের মাধ্যমে খোকাকে আমাদের হাতে তুলে দেন। ভাইকে পেয়ে আমি ও পরিবারের সবাই দারুণ খুশি। মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহজালাল বলেন, তাকে আমরা করোনার সময় রাস্তায় দেখতে পাই তখন আমি ও আমার সংগঠনের লোকজন তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিবন্ধী খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
০১ মে ২০২৪, ২২:৪৬

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান!
চিত্রনায়ক জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। শুধু জায়েদ খান নয়, সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দিবেন তিনি।  সম্প্রতি এক প্রশ্নের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।  তিনি বলেন, সমিতি থেকে যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের একজনকেও বাদ দেওয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরও নতুন সদস্য নেওয়া হবে। তিনি আরও বলেন, ‌ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে- তা আমার জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয়-বেআইনি হয়েছে। সে আর্টিস্ট। বিষয়টি নিয়ে আমরা সভায় কথা বলবো। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি গত ২ মার্চ জায়েদ খানের সদস্যপদ বাতিল করে। 
২৬ এপ্রিল ২০২৪, ২০:৫৩

নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র থেকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে কমান্ডার খন্দকার আল মঈনকে। এর ফলে তিনি নৌবাহিনীতে যোগ দেবেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে এই তথ্য গণমাধ্যমকে জানান র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। ১৮ এপ্রিল বদলিসূত্রে নিজ বাহিনীতে যোগ দিতে চট্টগ্রামে গমন করেছেন তিনি। আ ন ম ইমরান খান আরও জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখায় দায়িত্বপালনের সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন। তাকে ২০২১ সালের মার্চে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন তিনি। 
১৮ এপ্রিল ২০২৪, ২১:৪৬

সাড়ে তিন বছর পর দলে ফিরে যা বললেন আমির
প্রায় এক বছর আগে থেকেই তারকা পেসার মোহাম্মদ আমিরের পাকিস্তান দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নানান কারণে তা আলোর মুখ দেখেনি। সব বাধা টপকে আবারও অবসর ভেঙে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পেও ডাক পড়ে তারকা এই পেসারের। আমিরকে দলে ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে বসেন। এতে তার জাতীয় দলে ফেরা অনেকটা প্রত্যাশিতই ছিল। এরপরই অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন আমির। এর আগে, একই প্রক্রিয়ায় ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পিসিবি। শেষমেশ এই দুই তারকা ক্রিকেটারকে নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে পিসিবি। আমির ও ইমাদকে ফেরানোর বিষয়ে নির্বাচক ওয়াহাব রিয়াজের ভাষ্য, ইমাদ ও আমিরকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়াটা সহজই ছিল। তারা খেলার জন্য প্রস্তুত আর হারিস রউফের চোট এবং মোহাম্মদ নেওয়াজের বর্তমান ফর্মও ছিল বিবেচনায়। আমির ও ইমাদ যে ম্যাচ জেতানো খেলোয়াড়, সেটা অস্বীকারের সুযোগ নেই। আমরা বিশ্বাস করি, দলের লক্ষ্য-উদ্দেশ্য পূরণে তারা বলিষ্ঠ পারফরম্যান্স করবেন। এর আগে, ২০২০ সালে তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। জাতীয় দলের খেলা বাদ দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন আমির। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন তিনি। দ্য গ্রিন ম্যানদের হয়ে সব মিলিয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমির। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) জাতীয় দলে জার্সি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন আমির। ছবির ক্যাপশনে তার ভাষ্য, বিসমিল্লাহির রহমানির রাহিম। এর বাংলা অর্থ-পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন শুরুর ইঙ্গিতই দিয়েছেন তারকা এই পেসার। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে জাতীয় দলে ফিরেছিলেন এই পাকিস্তানি পেসার। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারানোর অন্যতম নায়ক ছিলেন আমির।  উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে পরের দুটি ম্যাচ। এ ছাড়া ২৫ ও ২৭ এপ্রিল শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, উসমান খান, ইফতেখার আহমেদ, আজম খান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, ফখর জামান , ইরফান খান নিয়াজী, উসামা মীর ও জামান খান। রিজার্ভ : হাসিবুল্লাহ, মোহাম্মদ আলী, আগা সালমান, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
১০ এপ্রিল ২০২৪, ১০:৫৭

স্বামীকে ফিরে পেয়ে যা বললেন ব্যাংক ম্যানেজারের স্ত্রী
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন ঘরে ফিরেছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে র‌্যাব। এদিকে অপহরণ হওয়ার তিন দিন পর স্বামীকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যাংক ম্যানেজারের স্ত্রী মাইসুমা ইসলাম। তিনি বলেন, তিন দিন রুদ্ধশ্বাস সময় কেটেছে। সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শুনেছেন; নিরপরাধ মানুষটাকে ফিরিয়ে দিয়েছেন। এটি শুধু আমার স্বামীর ফিরে আসা নয়, এটি একটি জীবনের বিজয়। মাইসুমা ইসলাম জানান, বৃহস্পতিবার নিজাম উদ্দিনকে উদ্ধার করার পর র‍্যাবের কর্মকর্তারা তাকে ফোন করেছিলেন। পরে তিনি র‍্যাব কার্যালয় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করেন। রাতে তার স্বামী র‍্যাবের কাছেই ছিলেন। পরে সকালে তার স্বামীকে তাদের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে মুক্তি দিতে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বান্দরবানের রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। 
০৫ এপ্রিল ২০২৪, ১৪:২৭

পাঁচ মাস পর নেতৃত্ব ফিরে পেলেন বাবর, যা বললেন আফ্রিদি
বাবর আজমের হাতে আবারও অধিনায়কত্বের দায়িত্ব তুলে যাচ্ছে পিসিবি, এটা কয়েক দিন আগেই জানা গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেই কাজও সেরে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  রোববার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বাবরের নাম ঘোষণা করেছে পিসিবি। পোস্টে পিসিবি জানিয়েছে, নির্বাচক কমিটির পরামর্শক্রমে সভাপতি মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক করেছে।  এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ শেষে ব্যর্থতায় দায়ে তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন এই তারকা ব্যাটসম্যান, যার মাত্র পাঁচ মাসের মধ্যেই পুনরায় দায়িত্ব পেয়েছেন বাবর। বাবর আবারও দায়িত্বে ফেরায় মাত্র একটি সিরিজেই শেষ হয়ে গেল শাহিন আফ্রিদির নেতৃত্বের অধ্যায়। তার অধীনে নিউজিল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ হারে দ্য গ্রিন ম্যানরা।  যদিও সে সময় শাহিনের অধিনায়কত্ব কেড়ে নেয়ার মতো কোনো আলাপ ওঠেনি। সর্বশেষ পিএসএল আসরের মাঝপথেই আসে অধিনায়ক পরিবর্তনের বিষয়টি। পিসিবির নতুন এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তান কিংবদন্তি এবং শহিন আফ্রিদির শশুর শহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমি নির্বাচক কমিটির অভিজ্ঞ ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে আশ্চর্য হয়েছি। আমি এখনও বিশ্বাস করি যদি সত্যিই অধিনায়ক পরিবর্তনের দরকার ছিল, তাহলে রিজওয়ানই সেরা পছন্দ হতে পারত। বাবরকে সমর্থন জানিয়ে আফ্রিদি  আরও লিখেছেন, যেহেতু সিদ্ধান্ত হয়েই গেছে, পাকিস্তান দল ও বাবর আজমের জন্য আমার পুরো সমর্থন এবং শুভকামনা থাকবে। পাকিস্তানের মাটিতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে বাবর আজমের দ্বিতীয় অধ্যায়। ১৮ এপ্রিল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।  
৩১ মার্চ ২০২৪, ২৩:১১

নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি : ড্যানি সিডাক (ভিডিও)
মার্শাল আর্ট-এ পারদর্শী ড্যানি সিডাক ১৯৮৬ সালে ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ‘বনের রাজা টারজান’, ‘সুপারম্যান’, ‘গরিবের রাজা রবিনহুড’, ‘সিংহ পুরুষ’, ‘লেডী রেম্বো’, ‘বাঘা বাঘিনি’ ও ‘রুপের রানি গানের রাজা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ড্যানি সিডাক। চলচ্চিত্রে কখনই তিনি ডামি ব্যবহার করতেন না। প্রথম সিনেমা ‘লড়াকু’তে নিজ হাতে ভেঙেছেন ১২ ইঞ্চি পুরু বরফ। এরপর তিনি বাঘ, সিংহ ও অজগর সাপের সঙ্গে সরাসরি লড়াই করেছেন। এসব করতে গিয়ে একবার নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে আরটিভিকে জানান এই অভিনেতা।  ড্যানি সিডাক বলেন, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ভাই আমাকে বললেন- বাঘ, সাপের সঙ্গে লড়াই করেছো, এবার কিসের সঙ্গে লড়াই করবা। তোমার সঙ্গে এবার ২০ জন পালোয়ান দিব। আমি বলেছি- আমি একাই এবার সিংহের সঙ্গে লড়াই করবো। ঝন্টু ভাই বললেন, সত্যি সত্যি পারবা? আমি বললাম, সত্যি পারবো।  যথারীতি আমি আর সহকারী পরিচালক জাহাঙ্গীর ভারতে চলে গেলাম। ভারতের ত্রিবান্দ্রাম নামক এক জায়গায় সার্কাস দলের সঙ্গে কথা বলি। তাদেরকে বলি, আমি সিংহের লড়াই করবো। কিছুতেই ওরা রাজি হচ্ছিলো না। ওরা আমাকে বলেছিল- তুমি কি পাগল সরাসরি ফাইট করবা। সিংহ তো তোমাকে চিনে না। যে পালেন, তাকে চিনে। আমি তারপরও বলি, আমি পারবো। তোমরা পাশে থাইকো।  বন্ড পেপারে সাইন করে শুটিং শুরু করেন ড্যানি সিডাক। তিনি বলেন, বন্ড পেপারে সাইন করে ওদের রাজি করালাম। আমাকে সিংহের খাঁচার ভেতর ঢুকিয়ে তালা মেরে দেওয়া হলো। পরিচালকের কথামতো শট দিতে গিয়ে আমি সিংহটাকে পেছন থেকে ধরি। আধা মিনিটের মধ্যে আমাকে মাথা দিয়ে বাড়ি মেরে সিংহটা আমাকে নিয়ে পড়ে গেল। ঘুরে কামড় দিতে চেয়েছে আমাকে। তার আগে পা দিয়ে মারছিল। মনে হচ্ছিল, আমার শরীরটাকে লোহার রড দিয়ে পেটাচ্ছে। আমি পারছিলাম না। বার বার বলছিলাম, আমি আর পারছি না। এর পরে লোহার ক্যাচি দিয়ে আমাকে কোনোমতে উদ্ধার করে। এর পরে আমি অজ্ঞান হয়ে যাই। আমার শরীরে ১০২ ডিগ্রি জ্বর আসে। এর পরও হাল ছাড়েনি ড্যানি সিডাক। পরের দিন আবারও সিংহের সঙ্গে লড়াই করেন। ড্যানি সিডাক বলেন, পরের দিন সকালে গিয়েছি। ওরা অন্য একটি সিংহ নিয়ে আসলো। আমাকে বুদ্ধি শিখিয়ে দিলো। বললো- যখন দেখবা সিংহের ঘাড়ের লোম দাঁড়িয়ে গেছে তখন তুমি সামনে থেকো না। সেটা খেয়াল করেই আমি শুটিংটা করেছি। সিংহের খাঁচা থেকে বের হওয়ার পর দেখতে পাই, বাইরে হাজার হাজার তামিল লোক জড়ো হয়ে গেছে। তারা দেখতে এসেছে, সিংহের সঙ্গে সরাসরি লড়াই করেছে! প্রসঙ্গত, আশি ও নব্বইয়ের দশকের খল অভিনেতা ড্যানি সিডাক এখনও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে চলেছেন। অভিনয়ের বাইরে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি।
৩০ মার্চ ২০২৪, ২৩:০৬

জিম্মি বাবার ফিরে আসার অপেক্ষায় ইয়াশরা-উমাইজা
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহের চিফ অফিসার আতিকুল্লাহ খানের দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। গত মঙ্গলবার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির পর দুই বোনের চোখে ঘুম নেই। খাদিজা আরবিয়া নামে তাদের আরেকটি ছোট বোন আছে। তবে সে ছোট হওয়ায় দুঃসংবাদের বিষয়টি বোঝে না। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর নন্দনকাননের রথেরপুকুর পাড় এলাকায় আতিকুল্লাহ খানের বাড়ি যেয়ে এ দৃশ্য দেখা গেছে। দেখা গেছে, পবিবারের সবাই বিমর্ষ। কাঁদছেন আতিকুল্লাহ খানের মা। নীরবে চোখের পানি ফেলছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রীও। আশপাশের লোকজন বাসায় এসে ভিড় করেছেন। স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এ অফিসারের স্ত্রীর মোবাইলে রিং বাজলেই দুই বোন দৌড়ে যায়—এই বুঝি বাবার ফোন এলো। কিন্তু ফোন আর আসে না। বাবার সঙ্গে কথা বলাও হয় না।  তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ফাতেমা বলেন, আব্বুকে দস্যুরা ধরে নিয়ে গেছে, তার জীবন বিপন্ন। যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। সেজন্য বাবার জন্য নামাজ পড়ে দোয়া করি। ফাতেমার চাচা আবদুন নূর আসিফ বলেন, ‌‘গত চারদিন ধরে বড় দুই বোন বাবার জন্য খুব দুশ্চিন্তা করছে। ঠিকমত খাওয়া-দাওয়া করছে না। জাহাজ জিম্মি হওয়ার সংবাদ জানার পর আমাদেরও দুশ্চিন্তার শেষ নেই।’
১৫ মার্চ ২০২৪, ২১:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়