• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি?

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ০৩:১০
ফাইল ছবি

আত্মহত্যা করা ইসলামে হারাম। এটি একটি কবিরা গুনাহ বা বড় পাপ। পৃথিবীর যত কষ্ট-যাতনার মধ্য দিয়েই যান, আত্মহত্যা করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই দেননি।

বর্ণিত রয়েছে, ইবরাহিম নাখঈকে (রহ.) প্রশ্ন করা হয়েছিল, আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি না। তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, তার জানাজা পড়াটাই সুন্নাহ অর্থাৎ নবিজি (সা.) ও তার সাহাবীদের সময় থেকে চলে আসা রীতি। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১১৯৯০)

কোনো মুসলিম ব্যক্তি যদি আত্মহত্যা করেন, তা হলে তার জানাজা পড়া হবে। তবে তার জানাজায় সমাজের অনুসৃত ও মান্যবার ব্যক্তিরা শরিক হওয়া থেকে বিরত থাকতে হবে। যাতে করে ‘আত্মহত্যা কবিরা গুনাহ’ হওয়ার অপরাধবোধ মানুষের অনুভূতিতে জাগ্রত থাকে।

জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি ধারালো বস্তু দিয়ে আত্মহত্যা করলে তার ব্যাপারে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছিলেন,
আমি তার জানাজা পড়ব না। (আস-সুনানুল কুবরা লিন-নাসাঈ: ২১০২)

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী
সহপাঠীর উত্ত্যক্তে স্কুলছাত্রীর আত্মহত্যা
মায়ের সঙ্গে অভিমান করে যাত্রাবাড়ীতে যুবকের আত্মহত্যা
প্রেমঘটিত কারণে হতাশায় দুই বন্ধুর আত্মহত্যা
X
Fresh