• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
সুন্দরবনে কুমিরের আক্রমণ, বেঁচে ফিরলেন মৌয়াল আবদুল কুদ্দুস
গভীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে নদীতে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন আবদুল কুদ্দুসসহ ছয় মৌয়াল।  গত শনিবার (১১ মে) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীতে কুমিরের আক্রমণের শিকার হন তারা। আবদুল কুদ্দুস জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মোকছেদ সানার ছেলে। সোমবার (১৩ মে) লোকালয়ে ফেরার পর মঙ্গলবার (১৪ মে) তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার বর্ণনা দিয়ে মৌয়ালরা জানান, গত ৭ থেকে ৮ দিন আগে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন ছয় মৌয়াল। তাদের দলে ছিলেন দুই ভাই আবদুল কুদ্দুস ও আবদুল হালিম। ঘটনার দিন অল্প সময়ের ব্যবধানে দুটি চাক পাওয়ায় সবাই খোশমেজাজে ছিলেন। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে কলাগাছিয়া নদীর চরে হাঁটুপানিতে নেমে গোসল করার সময় আবদুল কুদ্দুসের ওপর কুমির আক্রমণ করে।  তারা জানান, হঠাৎ আবদুল কুদ্দুসকে পানির মধ্যে ঘুরপাক খেতে দেখেন সবাই। ঘটনার আকস্মিকতায় তখন তারা হতবিহ্বল। আবদুল কুদ্দুস পানিতে ঘুরপাক খাচ্ছেন, আর পানিতে ভেসে উঠছে রক্ত। হঠাৎ পানির ওপরে উঠে এলো কুমিরের লেজ। বাকিদের বুঝতে আর কিছু বাকি রইল না, আবদুল কুদ্দুসকে কুমির আক্রমণ করেছে। সঙ্গে সঙ্গে হাতে থাকা মগ ও পাতিল নিয়ে সজোরে পানিতে আঘাত করতে লাগলেন বাকি পাঁচজন। তারা আবদুল কুদ্দুসের দুই পা ধরে টানাটানি শুরু করলেন। এভাবে চলতে থাকল তিন থেকে চার মিনিট। হঠাৎ শিকার ছেড়ে নদীর গভীরে চলে যায় কুমিরটি। এর আগে ২০১৫ সালে মধু কাটতে গিয়ে সুন্দরবনের তালপট্টি এলাকায় বাঘের কবলে পড়েন আবদুল কুদ্দুসসহ ৭ জনের একটি দল।  ভয়াবহ এ অভিজ্ঞতা তুলে ধরে আবদুল কুদ্দুস বলেন, ‘কুমির যখন আমার হাত কামড়ে টেনে নিয়ে যাচ্ছিল, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। কুমির ঘুরপাক খেতে থাকায় আমিও সমানতালে পানিতে ডুবে গিয়ে আবার ভেসে উঠি। নিশ্বাস নিতে না পারায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলায় আর কিছু মনে নেই।’   এ বিষয়ে তার ভাই মৌয়াল আবদুল হালিম জানান, শুরুতে তারা বিষয়টি বুঝতে পারেননি। ফলে খুবই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তবে কুমিরের লেজ আছড়ে পড়া দেখে তিনি জীবনের মায়া ভুলে ঝাঁপিয়ে পড়েন। ভাইকে বাঁচাতে চিৎকার করে দলের অন্য চার সদস্য বক্স গাজী, শহিদুল, সিরাজুল ও এলাই বক্সের সহযোগিতা চান। এক পর্যায়ে সবাই মিলে আবদুল কুদ্দুসের দুই পা ধরে টানাটানি এবং পানিতে প্রচণ্ড শব্দ তৈরি করলে কুমিরটি শিকার ছেড়ে চলে যায়। তিনি আরও জানান, ঝড়ের কারণে দেরিতে বাড়ির উদ্দেশে রওনা হন মৌয়ালরা। তাই সোমবার রাতে তারা লোকালয়ে পৌঁছান। এ দিকে আবদুল কুদ্দুসের বাঁ হাত গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, কামড়ের চিহ্ন দেখে শিকারি কুমিরটি তুলনামূলক ছোট মনে হয়েছে। এ বিষয়ে সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, গত পাঁচ বছরে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে কুমির ও বাঘের আক্রমণে আহত হন দুজন। সুন্দরবনে গিয়ে বাঘ, কুমিরসহ হিংস্র প্রাণী থেকে নিরাপদে থাকার বিষয়ে মৌয়ালদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী।  তিনি বলেন, বৈধভাবে এসব ব্যক্তি মধু সংগ্রহে সুন্দরবনে যান। চিকিৎসা নিয়ে এলাকায় ফিরে আবেদন করলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরকারি সহায়তার জন্য আহত মৌয়ালের নাম প্রস্তাব করা হবে। উল্লেখ্য, আবদুল কুদ্দুস ও আবদুল হালিম গত ৩৫-৩৬ বছর ধরে মাছ, কাঁকড়া শিকারসহ মধু সংগ্রহে সুন্দরবনে যাতায়াত করেন। এর আগে ২০১৫ সালে মধু কাটতে গিয়ে সুন্দরবনের তালপট্টি এলাকায় বাঘের কবলে পড়েন তারা। তখন দলে ছিলেন সাতজন। 
১৫ মে ২০২৪, ১৫:৪৪

স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দীর্ঘ এক মাস পর ঝড়-ঝঞ্ঝা সামলিয়ে অবশেষে দেশে পৌঁছেছে। আজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক স্বজনদের কাছে ফিরলেন। এর আগে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে।    মঙ্গলবার (১৪ মে) একটি লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে আনা হয়। এখান থেকে তারা নিজ নিজ বাড়ি ফিরবেন। নাবিকদের বরণ করে নিতে বন্দর জেটিতে বিকেলে অনুষ্ঠানের আয়োজন করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। এ সময় নাবিকদের স্বজন ও কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এ হিসেবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছাল। কেএসআরএম গ্রুপ জানায়, এমভি আবদুল্লাহ জাহাজে ৫৬ হাজার টন পণ্য চুনাপাথর রয়েছে। এতে প্রায় ১৯০ মিটার লম্বা জাহাজটির ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের গভীরতার পরিমাপ) বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার। জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে বন্দর জলসীমায় আনা হয়। সেখানে বাকি পণ্য খালাস করা হবে। এ জন্য দেশে পৌঁছার পরও নাবিকদের ঘরে ফিরতে একটু সময় লাগেছে। ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।  
১৪ মে ২০২৪, ১৮:৫০

ইন্দোনেশিয়ার নারীকে বিয়ে করে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন যুবক
সিরাজগঞ্জের কামারখন্দে হেলিকপ্টারে করে ইন্দোনেশিয়ার নাগরিক স্ত্রীসহ বাড়ি ফিরেছেন এক প্রবাসী যুবক। প্রবাসীর নাম রেজাউল করিম। তার স্ত্রীর নাম জেরিন জানু। শনিবার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে নামেন নবদম্পতি। নবদম্পতিকে এক নজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। হেলিকপ্টার থেকে নামলে তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করেন স্থানীয়রা।  জানা গেছে, রেজাউল করিম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মুকুল প্রামানিকের ছেলে। তিনি ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিচয়ের সূত্র ধরে গত বছরের ২১ নভেম্বর ইন্দোনেশিয়ান নারী জেরিন জানুর সঙ্গে তার প্রেম হয়। এরপর তিনি তাকে বিয়ে করেন। জেরিন জানু ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন। রেজাউল করিমের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, বিদেশে রেজাউল করিমের বিয়ের অনুষ্ঠান হলেও আমরা আমাদের দেশীয় সংস্কৃতি মেনে আবারও আগামীকাল রোববার তাদের বিয়ের আয়োজন করছি। এ জন্য আত্মীয়স্বজন ও গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িঘর সাজানো হয়েছে। এই বাড়িতে বর্তমানে বলতে গেলে বিয়ের উৎসব চলছে। রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। এবার অনেক দিন পর বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়িতে আসায় এলাকার অনেক লোকজন আমাদের দেখতে এসেছেন এবং আমাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ জন্য আমি আনন্দবোধ করছি।
১২ মে ২০২৪, ০০:০১

ওমরাহ শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল
পবিত্র ওমরাহ হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বুধবার (৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন। এর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ সবাই ভালো থাকুন। এর আগে, গত ২ মে ওমরার উদ্দেশ্যে স্ত্রী রাহাত আরাকে নিয়ে সৌদি আরব যান মির্জা ফখরুল। পরে মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন।  শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
০৮ মে ২০২৪, ১৫:৪৩

ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানকে দলে ফেরানো হয়েছে।  বুধবার (৮ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানায়। এ ছাড়া শেষ দুই ম্যাচে দল থেকে শরিফুল ইসলাম, পারভেজ ইমন এবং আফিফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে।  সিরিজের প্রথম তিন ম্যাচে আফিফ ও ইমন স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই তাদের একাদশে রাখা হয়নি। এবার শেষ দুই ম্যাচের স্কোয়াড থেকেও তাদের বাদ দেওয়া হয়েছে। আর পেসার শরুফুল ইসলামকে শেষ দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।  বাংলাদেশ স্কোয়াড  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফ উদ্দিন। সিরিজের শেষ দুইটি ম্যাচ যথাক্রমে  ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায় এবং পঞ্চমটি সকাল ১০টায় শুরু হবে। উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
০৮ মে ২০২৪, ১৬:৫১

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে থাকা ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন।  মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে এসব বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পশ্চিমবঙ্গের  নারী ও শিশু পাচার রোধবিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় এসব বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।  প্রত্যাবাসনকালে বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতায় কর্মরত মিনিস্টার কাউন্সিলর সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক বিদোষ চন্দ্র বর্মনসহ স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা ও বিজিবি কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানবপাচার ও প্রতারণার শিকার হয়ে ভারতে প্রবেশকালে ও অবস্থানকালে আটক এসব বাংলাদেশি নারী ও শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়েছিল। পরবর্তীতে, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের যৌথ উদ্যোগে তাদের নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদেরকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
৩০ এপ্রিল ২০২৪, ২১:২৬

বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের, ফিরলেন আর্চার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ঘোষিত এই দলে ফিরেছেন পেসার জফরা আর্চার। এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা টম হার্টলিও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ১৪ মার্চ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার। এ ছাড়া গেল বছরের ৬ মে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট তথা আইপিএলে খেলেছিলেন। এরপর থেকেই ২২ গজে অনিয়মিত আর্চার।  তবে ডান হাতের কনুইয়ের চোট সেরে উঠায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন আর্চার। যদিও তাকে ফিরে পেতে সবসময়ই সতর্ক ছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এদিকে পাঁচটি টেস্ট ও দুটি ওয়ানডে খেললেও এখনও টি-টোয়েন্টি দলের জার্সিতে মাঠ মাতানো হয়নি টম হার্টলির। তবে ৮২টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়েই সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। অন্যদিকে এখনও কোনো আইসিসির ইভেন্টে খেলা হয়নি উইল জ্যাকসেরও। তবে ইংলিশদের হয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। চলতি আইপিএলে বেশ ছন্দে আছেন তিনি। জস বাটলারের নেতৃত্বাধীন এই দলে মঈন আলীকে ডেপুটি হিসেবে রাখা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও লড়বে ইংল্যান্ডের এই বিশ্বকাপ স্কোয়াড। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।
৩০ এপ্রিল ২০২৪, ১৭:০৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে সোমবার (২৯ এপ্রিল) ব্যাংকক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে ২৪ এপ্রিল বিকেলে ব্যাংকক পৌঁছান শেখ হাসিনা। তখন তাকে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। শেখ হাসিনা এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন। কারণ, এটি দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। থাই প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় শেখ হাসিনা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনার বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় অনুপ্রেরণা যোগাবে।
২৯ এপ্রিল ২০২৪, ১৩:৩২

পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
পাকিস্তানের সংসদ ভবন থেকে ২০ জোড়া জুতা চুরির ঘটনা ঘটেছে। এতে খালি পায়ে বাড়ি ফিরতে হয়েছে এমপিদের। সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন থেকে জানা গেছে, গত শুক্রবার (১৯ এপ্রিল) পাকিস্তানের সংসদ চত্বরে থাকা একটি মসজিদে এই জুতা চুরির ঘটনা ঘটেছে। ওই দিন জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। নামাজ শেষে দেখলেন তাদের জুতা গায়েব। অনেক খোঁজাখুজির পরেও নিজেদের জুতা না পেয়ে খালি পায়েই ঘরে ফিরতে হয়েছে তাদের।  কড়া নিরাপত্তায় ঘেরা সংসদ চত্বরের মসজিদ থেকে অন্তত ২০ জোড়া জুতা চুরির ঘটনা নিয়ে পাকিস্তানে চলছে বিতর্কের ঝড়। জুতা চুরির সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা স্পষ্টতই অনুপস্থিত থাকায় পরিস্থিতিকে আরও জটিল হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংসদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানে সূক্ষ্ম তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
২৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়