• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
পাকিস্তানের বোলিং লাইনের দুর্বলতা নিয়ে যা বললেন কাইফ
ভারত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছিল পাকিস্তান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের বোলিং লাইনের দুর্বলতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ভারতের একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের বোলিং লাইন, পেস বোলিংয়ে শক্তির গভীরতা এবং স্পিন বিভাগের দূর্বলতা নিয়ে কথা বলেছেন কাইফ। পাকিস্তানের পেসার বোলিং ইউনিটের প্রশংসা করে কাইফ বলেন, তাদের (পাকিস্তান) শক্তি কেবল পেস বোলিংয়ে। হারিস রাউফ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ আছেন। ওয়ানডে বিশ্বকাপে নাসিম না থাকায় তার অভাব টের পেয়েছে পাকিস্তান। ‘সে একজন ভালো বলার। তাদের একটা ভালো মানের পেস ইউনিট রয়েছে। যা যুক্তরাষ্ট্রের বাউন্সি পিচের কার্যকর হবে।’ পেসারদের নিয়ে প্রশংসা করলেও পাকিস্তানের স্পিন বোলিংয়ের দুর্বলতার বিষয়টি সামনে নিয়ে এসেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তিনি বলেন, পাকিস্তানের স্পিন বিভাগে দুর্বলতা রয়েছে। শাদাব খান বল লাইনে রাখতে পারছেন না। নাওয়াাজের বলও টার্ন করছে না। ফলে স্পিনে তারা বেশ দুর্বল। তাই দলে মূল বলারদের সতর্ক করেছেন কাইফ, কারণ, তারা উইকেট না নিলে বা ভালো বল না করলে দলকে বড় লক্ষ্য তাড়া করতে হতে পারে। কাইফ বলেন, তাদের স্পিন বোলিং দুর্বল এবং চাপের মুখে তারা ব্যাটিংয়েও খারাপ করে। যদি তাদের বোলিং খারাপ হয়, যেমন নাসিম বা শাহিন উইকেট না পান তাহলে তারা ১৮০ প্লাস লক্ষ্য পায়। তিনি আরও বলেন, আমি আগে উল্লেখ করেছি, তাদের লক্ষ্যই থাকে প্রথম ছয় ওভারে ২-৩ তিন উইকেট তুলে নেওয়া। এরপর সেখান থেকে ম্যাচ জেতা। ফলে যখন মূল বোলাররা অফ ফর্মে থাকে, তখন বিপদে পড়ে তারা।   
৪৮ মিনিট আগে

চমক রেখে ১৮ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সমানে রেখে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বড় দলগুলো যখন দল ঘোষণা করতে ব্যস্ত, তখন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (২ মে) বাবর আজমকে অধিনায়ক করে ১৮ সদস্যে দল ঘোষণা করেছে রাজ্জাক-রিয়াজদের নির্বাচক প্যানেল। এখন থেকেই বিশ্বকাপের জন্য ১৫জনকে চূড়ান্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৪ মে পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। ১৮ সদস্যে দলে ফিরেছেন হারিস রাউফ, হাসান আলী ও সালমান আঘা। বাদ পড়েছেন উসামা মীর ও জামান খান। চোটের কারণে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকা আজম খানও রয়েছেন দলে।  নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খানকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই দুই ক্রিকেটার। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স এবং অভিজ্ঞতার কারণে দলে ফেরানো হয়েছে হাসান আলীকে।  আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০ মে মাঠে নামবে বাবর-রিজওয়ানরা। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মে ও ১৪ মে।  আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দ্য গ্রিন ম্যানরা। ২২ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে।  আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আয়ুব, ফখর জামান, ইরফান খান নিয়াজী, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান (উইকেটরক্ষক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রাউফ, হাসান আলী, সালমান আলি আঘা, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ। 
০২ মে ২০২৪, ১৫:১৪

ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাতে পাকিস্তানের নতুন প্রস্তাব
এশিয়া কাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা নিয়ে দোটানায় পড়েছে পাকিস্তান। যার মূল কারণ, দেশটিতে গিয়ে ভারতের খেলতে না চাওয়া। তবে কোহলিদের পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স খেলা নিশ্চিত করতে ভারতকে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সব ম্যাচ লাহোরের এক ভেন্যুতেই আয়োজন করতে চায় পিসিবি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। কয়েক দিন আগেই বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছিল এশিয়া কাপের মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত। আর এটি কিছুতেই হতে দিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েকদিন আগে তারা আইসিসিকে তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা জানিয়েছিল পাকিস্তান। নিরাপত্তার স্বার্থে এবার তারা ভারতের সব ম্যাচ কেবল লাহোরেই আয়োজন করতে চায়। একই শহরে হবে টুর্নামেন্টটির ফাইনালও। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক শহরে ভারতের ম্যাচ আয়োজন করলে, লজিস্টিকস এবং ভ্রমণকেন্দ্রিক নিরাপত্তাজনিত মাথাব্যথা কমে যায় পিসিবির।  এ ছাড়াও লাহোর শহরের অবস্থান ভারত-পাকিস্তানে ওয়াগাহ সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি জায়গায়। আর এর মাধ্যমে সহজেই ভারতীয় দর্শকরা দেশটিতে প্রবেশের সুযোগ থাকছে।    পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি খসড়া পাঠিয়েছিলেন। যেখানে তিনি  জানান, টুর্নামেন্টটি আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে আয়োজন করা হতে পারে। তবে সিদ্ধান্ত হবে প্রতিযোগী আটটি দেশের আলোচনার ভিত্তিতে।  এর মাঝে আবার ভারত সেখানে খেলবে কি খেলবে না তারও নিশ্চয়তা চেয়েছে পিসিবি। ২০০৮ এশিয়া কাপের পর থেকে আর কোনো ভারতীয় দল পাকিস্তানে সফর করেনি। ওই বছরই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে ক্রমাগত।  গত মঙ্গলবার করাচিতে আশাবাদী হয়ে পিসিবি সভাপতি নাকভি জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আট দলের সবাই পাকিস্তানে সফর করবে। যেখানে তিনি ভারতের খেলতে না চাওয়ার কোনো নেই বলেও উল্লেখ করেন।  পাকিস্তান এই টুর্নামেন্টটি আয়োজনে খুব মরিয়া, কারণ ১৯৯৬ বিশ্বকাপের পর আর কোনো আইসিসির ইভেন্ট আয়োজন হয়নি দেশটিতে।  এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কান দলের ওপর আরেক সন্ত্রাসী হামলার ঘটনায় ২০১১ ওয়ানডে বিশ্বকাপও সরিয়ে নেওয়া হয় পাকিস্তান থেকে। এরপর দেশটিতে ৬ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি।পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাবর আজমদের দেশে। যেখানে এরই মাঝে ভারত বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রায় দেশই আলাদাভাবে সিরিজ খেলতে গিয়েছে। এর আগে সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল ২০১৭ সালে। যেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। 
০২ মে ২০২৪, ১০:৩৫

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি— এই ৩ ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য আইসিসির কাছে প্রাথমিকভাবে সময়সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসর বসবে পাকিস্তানে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ বছরের মধ্যে প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট পাকিস্তানে আয়োজন করা হবে। এবার হাইব্রিড মডেলে না হেঁটে ভারতের সব ম্যাচ পাকিস্তানের মাটিতে রেখেই সূচি বানিয়েছে পিসিবি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেননা, পাকিস্তানে দল পাঠাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে বিসিসিআইয়ের। এর আগে, গত বছর ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে আয়োজক পাকিস্তানের বাইরে বেশ কিছু ম্যাচ আয়োজন করা হয়। এর মধ্যে ভারতের সবকটি ম্যাচই পাকিস্তানের বাইরে ছিল। এবার পিসিবির আয়োজনে ভারত অনীহা জানালে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও নানান জল্পনা-কল্পনা থাকছে।  এদিকে পিসিবি আশাবাদী, পাকিস্তানের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ। এভাবে পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছিল আইসিসি নিরাপত্তা দল। ভেন্যুগুলোর সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করে তারা। এক সংবাদ সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির ভাষ্য, আমরা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি চাই। ইতিমধ্যে আইসিসির কাছে সূচি জমা দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসেছিল এবং তারা ব্যবস্থাপনা নিয়ে খুব খুশি ছিল।
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪২

পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘জ্বীন টু’
দেশের গণ্ডি পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মোনা: জ্বীন টু’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  প্রতিষ্ঠানটি জানায়, পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে সিনেমাটির।   এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ বলেন, এমআর-নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। গত ২৬ এপ্রিল থেকে ইংরেজি সাবটাইটেলে সেখানে স্ক্রিনিং হচ্ছে সিনেমাটি।     তিনি বলেন, গেল ঈদের আগে সেন্সরের জন্য পাকিস্তানে সিনেমাটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি সিনেমাটি সেখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরা ভীষণ পছন্দ করেছেন ‘মোনা: জ্বীন টু’। মূলত এ কারণেই মনে হচ্ছে পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে সিনেমাটি।   শুধু তাই নয়, ‘মোনা: জ্বীন টু’র বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে বলে মনে করছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ।     তিনি বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। প্রসঙ্গত, ‘মোনা: জ্বীন টু’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যান্য ভূমিকায় রয়েছেন— তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।     
২৭ এপ্রিল ২০২৪, ১৩:৪৪

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বিসমাহ। ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে দলটির টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব নেন তিনি। পরের বছরই তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৬ রানের পাশাপাশি ৮০টি উইকেট শিকার করেছেন ৩২ বছর বয়সী সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে কোনো শতক না পেলেও ৩৩টি ফিফটি করেছেন তিনি।  অবসর নিয়ে বিসমাহর ভাষ্য, ‘যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়—এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অবসর বার্তায় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মন্তব্য, ‘ক্যারিয়ারজুড়ে যেকোনো জায়গায়, যেকোনোভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার ভক্তদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো। মাঠ ও মাঠের বাইরে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেটা সবসময়ই মনে থাকবে।’
২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩১

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে, বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৪ এপ্রিল) পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্থান টাইমসের। শেহবাজ শরীফ বলেন, ১৯৭১ সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে। দেশটির উন্নতির দিকে তাকালে আমি লজ্জিত হয়। কারণ, বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনও অনেক পিছিয়ে আছে। এদিন নতুন প্রধানমন্ত্রীকে দেশটির বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসাবিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।  গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরীফ। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, ফলে শেহবাজ শরীফের ওপর বেশ চাপ রয়েছে।
২৫ এপ্রিল ২০২৪, ১৯:২২

পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
পাকিস্তানের সংসদ ভবন থেকে ২০ জোড়া জুতা চুরির ঘটনা ঘটেছে। এতে খালি পায়ে বাড়ি ফিরতে হয়েছে এমপিদের। সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন থেকে জানা গেছে, গত শুক্রবার (১৯ এপ্রিল) পাকিস্তানের সংসদ চত্বরে থাকা একটি মসজিদে এই জুতা চুরির ঘটনা ঘটেছে। ওই দিন জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। নামাজ শেষে দেখলেন তাদের জুতা গায়েব। অনেক খোঁজাখুজির পরেও নিজেদের জুতা না পেয়ে খালি পায়েই ঘরে ফিরতে হয়েছে তাদের।  কড়া নিরাপত্তায় ঘেরা সংসদ চত্বরের মসজিদ থেকে অন্তত ২০ জোড়া জুতা চুরির ঘটনা নিয়ে পাকিস্তানে চলছে বিতর্কের ঝড়। জুতা চুরির সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা স্পষ্টতই অনুপস্থিত থাকায় পরিস্থিতিকে আরও জটিল হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংসদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানে সূক্ষ্ম তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
২৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৮

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। রোববার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠ‌ক ক‌রেন তারা। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হ‌য়ে‌ছে। পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি। এ সময় পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার ব‌লেন, আমরা দুই দে‌শের দ্বিপা‌ক্ষিক সম্প‌র্কের বিষয় নি‌য়ে কথা ব‌লে‌ছি। অন্যদি‌কে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির স‌ঙ্গে হওয়া বৈঠ‌কে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।
২১ এপ্রিল ২০২৪, ২২:৪৬

বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপজয়ী মুশতাক আহমেদ। জানা গেছে, তিনি এই মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন এবং ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন। মুশতাক আহমেদ বলেন, স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারাটা আমার জন্য অনেক গর্বের। আমি এই ভূমিকার জন্য উন্মুখ এবং আমার অভিজ্ঞতা খেলোয়ারদের দিতে চাই, কারণ তারা খুব কোচযোগ্য এবং আমি সবসময় বিশ্বাস করি যে তারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির মধ্যে একটি। তারা যে কাউকে হারাতে পারে কারণ তাদের সামর্থ্য, সম্পদ এবং প্রতিভা রয়েছে। আমি চেষ্টা করব তাদের মধ্যে সেই বিশ্বাস জাগিয়ে তুলতে। দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।  প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের এবং ২০১৮ ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী এই ক্রিকেটার।  
১৬ এপ্রিল ২০২৪, ২০:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়