• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত 
ময়মনসিংহের সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজির দুজন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।  কোতোয়ালি  মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পলাশ এ তথ‍্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এই ঘটনায় আহত হওয়া আরও ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানা গেছে। এ বিষয়ে এসআই পলাশ বলেন, শেরপুরগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দু’জন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 
২৭ এপ্রিল ২০২৪, ১৩:১২

হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
দিনাজপুরের হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।  নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ছেলে ধীমান কুমার ঘোষ (৩০) ও একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।  প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশ জানায়, দুপুরের দিকে মোটরসাইকেলে করে হিলি থেকে দুই বন্ধু বিরামপুর যাওয়ার পথে হাকিমপুর উপজেলার শেষ সীমানায় গরুবাহী ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।   বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে গরুবাহী ভটভটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
পিরোজপুরের ভাণ্ডারিয়ার চরখালী ঘাটে ফেরিতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ৪টি মোটরসাইকেল নদীতে পড়ে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পায় ফেরিতে অর্ধশত যাত্রী নিয়ে থাকা একটি বাস।   বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস চরখালী প্রান্তের ফেরিতে ওঠার পর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাসচালক বাসুদেব দাসকে আটক করেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি চরখালী ঘাটে ভেড়ানো ছিল। এ সময় বরগুনার পাথরঘাটা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেট্রোপলিটন পরিবহনের একটি বাস (খুলনা মেট্রো-ব ১১-০১৪৪) ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মঠবাড়িয়া-পিরোজপুরগামী সহারা পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব-১১-৫৬৩১) ধাক্কা দেয়। এতে গাড়িটির এক তৃতীয়াংশ নদীর দিকে ঝুঁকে পড়ে। এ সময় ফেরির সামনে থাকা চারটি মোটরসাইকেল এবং অন্তত ৫০ যাত্রী নদীতে পড়ে যায়। পরে ফেরিঘাটে থাকা ট্রলার নিয়ে স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন জানান, দুর্ঘটনা পর পর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। 
২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৯

ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজধানীর ডেমরা থানা চৌরাস্তা এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. দুলাল হক (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ডেমড়া চৌরাস্তা স্টাফ কোয়ার্টার এলাকায় ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুলাল নোয়াখালী সদরের মজিবুল হকের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা।  হাসপাতালে মৃত দুলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী জানান, তাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মাহাতাবপুর গ্রামে। বর্তমানে ডেমড়া সারুলিয়া এলাকায় ভাড়া থাকেন। তার বাবা এলাকায় ভ্যানে করে মাল টানার কাজ করতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।  
২৩ এপ্রিল ২০২৪, ২০:৪৮

নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।   সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত ফেরদাউস একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চৌকিদার বাড়ির হেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ফেরদাউস তাদের বাড়ির সামনে ধান খেতে শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় অসাবধানতাবশত ধান কাটার রোলার মেশিন পেছনের দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে কানে, চোখে, মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত শিশুর পরিবার লিখিত কোনো অভিযোগ না দিলে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  
২৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৬

বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত
মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।  সোমবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা এবং ২১তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্ত সাহা নরসিংদী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে। আর তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম জাকারিয়া হিমু। তিনি ২১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। হতাহতরা সবাই মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়েটের তিন শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলটিকে শাহ আমানত নামের দ্রুতগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শিক্ষার্থীরা ছিটকে পড়েন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিকে আটক করেছে। চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ও আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
২২ এপ্রিল ২০২৪, ২১:১৮

লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
লালমনিরহাটের হাতীবান্ধায় বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে মারা যান আব্দুল কাইয়ুম (৭০) নামের এক ব্যক্তি। আর রোববার (২১ এপ্রিল) সকাল ১০টায় জুলেখা বেগম (৫০) নামের একজনের মৃত্যু হয়। নিহত জুলেখা বেগম মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী। নিহত আব্দুল কাইয়ুম ও জুলেখা বেগম সম্পর্কে শ্যালিকা-দুলাভাই। স্থানীয়রা জানান, উপজেলার ধুবনী গ্রামের নিহত আব্দুল কাইয়ুমের ভাগনে আনোয়ার হোসেন রংপুরে মারা যান। তার মরদেহ দাফন করতে রংপুরের উদ্দেশ্যে পরিবারের সবাই ভ্যানযোগে উপজেলা আসছিলেন। পথে দিঘিরহাটে অবস্থিত সড়কে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি চাপা দেয়। এতে ভ্যানে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকসহ হেলপারকে স্থানীয় লোকজন আটক করেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুল কাইয়ুম (৭০) ও রোববার সকাল ১০টায় জুলেখা বেগম (৫০) মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। এ ঘটনায় হেলপার ও ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২১ এপ্রিল ২০২৪, ১৮:১৬

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জয়পুরহাটে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাহবুব হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব হোসেন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান। তিনি জানান, মাহবুব হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার গরুর খামার থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।    ওসি আরও জানান, স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০ এপ্রিল ২০২৪, ২৩:২৪

ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় শহীদুল ইসলাম (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শহিদুল ইসলাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ির আব্দুর রহমানের ছেলে।  এ ঘটনায় আহত ভ্যানচালক আয়াত আলীসহ রতন পাহারী ও মোল্লা পাহারী নামে দুই যাত্রীকে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বাজার করা শেষে ভ্যানে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মাটিবোঝাই ট্রাক্টর মহাসড়কের ওপর আচমকা ঘোরালে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই ভ্যানের যাত্রী শহীদুল এবং চালকসহ অন্য দুইজন যাত্রী। পরে স্থানীয় গুরুতর আহত শহিদুলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

ঈদের দিন রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
ঈদের দিন রাজধানীর গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে গুলশান-২ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এরপর ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশা চালক মো. সবুজ জানান, গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।  ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
১১ এপ্রিল ২০২৪, ১৯:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়