• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
আরটিভিতে আজ যা দেখবেন
সোমবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১০টা ১০মিনিট বাংলা ছায়াছবি ‘কালামানিক’। অভিনয় করেছেন- রিয়াজ, শাবনূর প্রমুখ। বিকাল ৫ টা ৩০ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা- সৈয়দা মুনিরা ইসলাম। সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায়  ‘বিশেষ নাটক’। রাত ৯ টা ২০ মিনিটে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘গোলমাল’। পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০ টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘বাহানা’। রচনা- মাসুদ হাসান উজ্জ্বল। পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১ টা ২০ মিনিটে  লাইভ- ‘গণতন্ত্র সংলাপ’। রাত ১২ টা ১৫ মিনিটে  লাইভ- ‘উন্নয়নে বাংলাদেশ’। রাত ১টায়  ‘মধ্যরাতের সংবাদ’। 
২ ঘণ্টা আগে

আরটিভিতে আজ যা দেখবেন
সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা  ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০ মিনিটে  বাংলা ছায়াছবি ‘মিস ডায়না’। অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী প্রমুখ। বিকাল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান- সিসিমপুর। সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান - ‘প্রশ্ন করুন’। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। রাত ৮টায় নির্বাচিত নাটক। রাত ৯ টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০ টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমু রোজা খন্দকার, তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১ টা ২০ মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
০৬ মে ২০২৪, ০৮:২২

আরটিভিতে আজ যা দেখবেন
রোববার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা  ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি  ‘প্রেম পিয়াসী’। অভিনয় করেছেন সালমান শাহ্, শাবনূর প্রমুখ। বিকাল ৪টা ২০মিনিটে  বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ’।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান  ‘প্রশ্ন করুন’।  প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। রাত ৮টায় নির্বাচিত নাটক। রাত ৯ টা ২০ মিনিটে শুক্র, শনি ও রবিবারের ধারাবাহিক নাটক  ‘ট্রাফিক সিগনাল’। পরিচালক: ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০ টায় শুক্র, শনি, রবি, সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমু রোজা খন্দকার, তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১ টা ২০ মিনিটে  টকশো ‘আওয়ার ডেমোক্রেসি’।  রাত ১২টা ৫ মিনিটে  টকশো ‘বিজনেস টক’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
০৫ মে ২০২৪, ০৮:২০

এসি কেনার আগে যে বিষয়গুলো খতিয়ে দেখবেন
এই গ্রীষ্মের তাপদাহে ঘরে বাহিরে কোথাও যেন স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতে অনেকেই দ্বারস্থ হচ্ছেন এসির দোকানে। কিন্তু এসি কেনার আগে এই বিষয়গুলো খতিয়ে দেখে নিন, তা নাহলে কিন্তু ঠান্ডা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ বিলটাও বাড়িয়ে দেবে বহুগুণে। জেনে নিন বিষয়গুলো- এসিতে দুই ধরনের কয়েল ব্যবহার করা হয়, তামার কয়েল বা অ্যালুমিনিয়াম কয়েল। বিশেষজ্ঞদের মতে, তামার কয়েলের এসি কেনাই বুদ্ধিমানের। তামার কয়েলে তাড়াতাড়ি ঠান্ডা হয়, এই কয়েলের সেরকম রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন হয় না। কী ধরনের এসি কিনবেন, তা নির্ভর করছে ঘর কত বড় তার ওপর। ১৪০ থেকে ১৫০ বর্গফুটের ঘরে এক টন ওজনের এসি যথেষ্ট। এসি কত টনের, সেই হিসাব সাধারণত করা হয় এক টন বরফ গলাতে ২৪ ঘণ্টায় কতটা তাপমাত্রা প্রয়োজন তার ভিত্তিতে। সাধারণত ১৮০ বর্গফুটের ঘরে অন্তত দেড় টনের এসি প্রয়োজন। এসি কেনার আগে দেখে নিন, এসিতে থার্মোস্ট্যাট এবং একাধিক ব্লোয়ার আছে কি না। এসির ফ্যানের দ্রুততা কমানো- বাড়ানো যায়। বিদ্যুতের খরচও বাঁচানো যায়। ইনভার্টার এসি অনেক বেশি সাশ্রয়ী। এতে এক দিকে যেমন বিদ্যুৎ খরচ কম হয়, তেমনই এসি ভালোও থাকে বেশিদিন। ঘরে যদি বেশি রোদ আসে বা ঘর যদি হয় বহুতলের ওপরের দিক থেকে পাঁচ তলার মধ্যে, তবে ঘরের আয়তন অনুযায়ী যত টনের এসি দরকার, তার থেকে ০.৫ টন বাড়িয়ে নিন
০৪ মে ২০২৪, ১১:২১

আরটিভিতে আজ যা দেখবেন 
শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘বাবার জন্য যুদ্ধ’। অভিনয় করেছেন- মান্না, পূর্ণিমা প্রমুখ।  রাত ৮টায় ‘শনিবারের বিশেষ নাটক’।  রাত ৯টা ২০মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, মোহায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০টায়- প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহি নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।  রচনা: ও পরিচালনা- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে ‘এই মুহূর্তে বাংলাদেশ’।  রাত ১২টা ১৫মিনিটে টকশো ‘মনের কথা’।  রাত ১টা ‘মধ্যরাতের সংবাদ’। 
০৪ মে ২০২৪, ০৮:২২

আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা  ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১১টা  ২ মিনিটে  ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি, প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। সকাল ১১টা  ৩০ মিনিটে  সরাসরি অনুষ্ঠান: সুস্থ্য থাকুন। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি: তুমি আমার প্রেম। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  বিকেল ৫ টা ৩০ মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায়  শুক্রবারের বিশেষ নাটক। রাত ৯ টা ২০ মিনিটে শুক্র, শনি ও রবিবারের  ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক: ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০ টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক  নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভি, তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১ টা ২৫ মিনিটে  টকশো - ‘এই মুহূর্তের বাংলাদেশ’। রাত ১২টায় নিউজ টপ টেন। 
০৩ মে ২০২৪, ০৮:১৪

আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘বাংলার বউ’। অভিনয় করেছেন- ফেরদৌস, মৌসুমী প্রমুখ।  দুপুর ১২টায় ‘মধ্যাহ্নের বুলেটিন’।  বিকেল ৫টা গানের অনুষ্ঠান ‘আরস্টুডিও’।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘কৃষি ও কৃষ্টি’। প্রযোজনা- সাঈদ হাসান।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে ‘চায়না নিউজ’।   সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই  রাত তোমার আমার’। প্রযোজনা- শাহরিয়ার ইসলাম।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।  রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।  অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘বাহানা’।    রচনা- মাসুদ হাসান উজ্জ্বল। পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ’।  রাত ১২টায় ‘লাইভ মিউজিক স্টেশন’। প্রযোজনা- শিবলী জিয়া। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
০২ মে ২০২৪, ০৮:৩৬

আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ’। অভিনয় করেছেন মান্না, শাবনূর প্রমুখ।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর ‘সংগীতানুষ্ঠান এই রাত তোমার আমার’।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।   রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’। অভিনয় করেছেন- কায়সার আহমেদ ও আল হাজেন।   পরিচালনা- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘বাহানা’।   রচনা- মাসুদ হাসান উজ্জ্বল।  পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয়ে করেছেন- সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গোলটেবিল’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
০২ মে ২০২৪, ০৮:২৪

আরটিভিতে আজ যা দেখবেন
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘চার অক্ষরের ভালোবাসা’। অভিনয় করেছেন- ফেরদৌস, পপি প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা- সৈয়দা মুনিরা ইসলাম।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  রাত ৭টা ৫মিনিটে ‘নির্বাচিত নাটক’।  রাত ৮টায় ‘বিশেষ নাটক’। রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’। পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।  অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘বাহানা’।   রচনা- মাসুদ হাসান উজ্জ্বল।  পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গণতন্ত্র সংলাপ’।  রাত ১২টা ১৫মিনিটে লাইভ ‘উন্নয়নে বাংলাদেশ’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।  
৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৩

আরটিভিতে আজ যা দেখবেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯ টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা  ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘মিস ডায়না’। অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী প্রমুখ। বিকাল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’। সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান  ‘প্রশ্ন করুন’। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। রাত ৮টায় নির্বাচিত নাটক। রাত ৯ টা ২০ মিনিটে  শুক্র, শনি ও রবিবারের ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০ টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমু রোজা খন্দকার, তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১ টা ২০ মিনিটে  টকশো ‘কেমন বাংলাদেশ চাই’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’। 
২৯ এপ্রিল ২০২৪, ০৮:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়