• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ঝিনাইদহে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা ইমাম পরিষদের উদ্যোগে শহরের ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন–এটাই প্রার্থনা। ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকার নামাজ বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা। 
২৪ এপ্রিল ২০২৪, ২৩:২২

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।  সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় আহত আট জনের মধ্যে পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেলসহ তিনজনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয় গতকাল রাতে। সংঘর্ষে আহতদের মধ্যে আক্তার হোসেন যশোর সদর হাসপাতালে রাতে মারা যান।   স্থানীয়রা জানান, নদীপাড়া ভাংড়িপট্টিতে লোহার পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা হয়। বিকেলে এলাকার এক শিশু দোকানের জিনিসপত্র নষ্ট করছিল। এ সময় দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়।  এ ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে সজিব হোসেনকে পিটিয়ে জখম করে কয়েকজন যুবক। পরে এ বিষয়টি জানতে পেরে এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই দোকানে যায় পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল। সেখানেও বাকবিতান্ডা শুরু হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৮ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আতঙ্ক ছড়ানোর জন্য ফেলে রাখা হয় দুটি বোমা সদৃশ্য বস্তু। সেগুলো উদ্ধার করা হয়েছে।
০৯ এপ্রিল ২০২৪, ১১:২৩

পাকিস্তানি বাহিনীর সঙ্গে ঝিনাইদহে প্রথম সম্মুখযুদ্ধ
আজ ১ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীদের সঙ্গে ঝিনাইদহ জেলার বিষয়খালীতে মুক্তিযোদ্ধাদের শুরু হয় প্রথম সম্মুখ যুদ্ধ। দখলদার বাহিনী সংবাদ পায় ঝিনাইদহের মুক্তিযোদ্ধারা তাদেরকে আক্রমণ করার জন্য বিষয়খালী বাজারের বেগবতী নদীর তীরে সংগঠিত হচ্ছে। ১ এপ্রিলের এ দিনে পাকিস্তান বাহিনী যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ঝিনাইদহ দখলের উদ্দেশে এগিয়ে আসতে থাকে।  এ আক্রমণের খবর জেলার মুক্তিযোদ্ধারা আগেই পেয়ে যান। তারা যুদ্ধের অন্যতম স্থান হিসেবে বেছে নেন বিষয়খালীর বেগবতী নদীর তীরকে। পাকিস্তান বাহিনীকে এই নদীর তীরে এসে প্রবল বাঁধার মুখে পড়তে হয়। হানাদার বাহিনীকে রুখতে নদীর তীরের সেতু ভেঙে গুড়িয়ে দেয় মুক্তিযোদ্ধারা। প্রায় ৮ ঘণ্টা তুমুল যুদ্ধ হয়। নদীর তীরের সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে পাকিস্তান হানাদার বাহিনী ফিরে যায় যশোর ক্যান্টনমেন্ট অভিমুখে। যাওয়ার পথে পাকিস্তান হানাদার বাহিনী চালায় বাংলাদেশের ইতিহাসে প্রথম ভয়াবহ হত্যাযজ্ঞ। আর সেই হত্যাযজ্ঞে শহীদ হন বিষয়খালী হাইস্কুলের ৭ম শ্রেণির তরুণ মেধাবী ছাত্র গোলাম মোস্তফা।  এ ছাড়াও যারা শহীদ হন তারা হলেন বুদ্ধিজীবী মায়াময় ব্যানার্জী, নূরুল ইসলাম মুন্সী, কাশেম আলী, শামছুদ্দীন, জাহানারা বেগম, সিদ্দীকুর রহমান, আ. জব্বার, সিরাজ মিয়া, মতিয়ার রহমান, আদ্যনাথ অধিকারী, সৈয়দ আলী, হামিদ আলী খা, জিতেন্দ্রনাথ ভট্টাচার্য, আব্দুল হোসেন, গোকুল চন্দ্র, সুধির চন্দ্র সুত্রধর, আদ্যনাথ সাখারী, অনাথ বাগচী, নারায়ণ চন্দ্র বিশ্বাস, আইয়ুব মিয়া, দেবেন্দ্রনাথ বিশ্বাস, ভূষণ বাবু, নলিনী গোসাই, দীনেন্দ্র নাথ ব্যানার্জী, উকিল উদ্দিন, দুঃখু মিয়া, সদর উদ্দীন, দুখী মাহমুদ, আব্দুল কুদ্দুস, খলিলুর রহমান, কাজী নজির উদ্দিন, শমসের আলী ও বিষয়খালী গ্রামের কৃতি সন্তান মাহাতাব মুনিরসহ অসংখ্য মুক্তিযোদ্ধা।  আর তাইতো ঝিনাইদহের অমিততেজী দামাল তরুণ দল বাংলাদেশের ইতিহাসের যুদ্ধ বিজয়ের গৌরবের প্রথম মাইলফলক স্থাপন করলো এ বিষয়খালী যুদ্ধে। এই যুদ্ধের কাহিনী প্রথমে বিবিসি, ফরাসী বার্তা সংস্থা ও অষ্ট্রেলিয়া রেডিও এবিসিতে প্রচারিত হয়। এই সম্মুখ যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন যশোর সেনানিবাসের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং ইপিআরের জোয়ানরা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাবিলদারসহ স্থানীয় বিষয়খালী গ্রামের সংগ্রামী জনতা। এই দিনটি প্রতিবছর বিষয়খালী তথা ঝিনাইদহবাসী পালন করে আসছে।  বিষয়খালী শহীদদের স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ও ‘প্রথম সশস্ত্র প্রতিরোধ’ নামের মুক্তিযুদ্ধ ভাস্কর্য।  অভিযোগ রয়েছে বিষয়খালী যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, তাদের অনেকেই মুক্তিযোদ্ধা ভাতা পান না। তালিকায়ও তাদের নাম নেই।
০১ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

ঝিনাইদহে মানবপাচার মামলায় ৩ জনকে যাবজ্জীবন 
ঝিনাইদহে মানবপাচার মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মহেশপুরের নলপাড়ুয়া গ্রামের রওশনারা বেগম, ছানোয়ার হোসেন ও বাপ্পী।  রায়ের বিবরণে জানা যায়, পারিবারিক পরিচয়ের জেরে আসামিরা ঝিনাইদহ সদর থানার সোনারদাইড় গ্রামের রহিমা বেগমের বাড়িতে যাওয়া করতেন। তারা বিভিন্ন সময় বাদীর ১৩ বছরের কন্যাকে সেলাই মেশিনের কাজ পাইয়ে দেবে বলে বলতে থাকেন। ২০১১ সালের ২৮ ডিসেম্বর সকালে স্থানীয় কয়েকজনের সামনে তাদের কাছে মেয়েকে তুলে দেয় রহিমা বেগম। এরপর তিন মাস ওই মেয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। এরপর আসামিদের কাছে মেয়েকে ফেরত চাইলে তারা সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১২ সালের ১৩ মে আসামিদের বাড়িতে গিয়ে মেয়েকে ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করে। পরে ওই মাসের ৩১ তারিখে মানবপাচার আইনে মামলা করেন ভিকটিমের মা। তদন্ত শেষে সেই মামলায় পুলিশ ২০১২ সালের ৩০ জুলাই আদালতে চাজশির্ট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক রওশনারা বেগম, ছানোয়ার হোসেন ও বাপ্পীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, মামলার যে রায় হয়েছে তাতে আমরা খুশি।
২০ মার্চ ২০২৪, ১৬:৫০

ঝিনাইদহে ১২ গরুর মৃত্যুর পর অবৈধ সীসা কারখানা সিলগালা
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে অবৈধ সীসা কারখানার বিষক্রিয়ায় বুধবার আরও তিনটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই মালিকের আরও ৫টি গরু অসুস্থ হওয়ার পর তড়িঘড়ি করে কসাইদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন সময় ১০-১২টি গরু মারা গেছে। পরে পরিবেশ অধিদপ্তর খবর পেয়ে বুধবার (১৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ সীসা কারখানা সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিণাকুন্ডুর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়। অভিযানের সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান উপস্থিত ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে চারাতলা বাজারের পাশে পায়রাডাঙ্গা গ্রামের ডালিম মন্ডলের জমি ভাড়া নিয়ে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিলেন গাইবান্ধার মশিয়ার রহমান। জেলার বিভিন্ন স্থান থেকে পুরানো ব্যাটারি সংগ্রহ করে সীসা তৈরি করতেন তিনি। এই কারখানা থেকে তীব্র ঝাঝালো এসিডের গন্ধে এলাকার পরিবেশ বিপর্যয় দেখা দেয়। এ দিকে শিতলী গ্রামের আলো জোয়ারদার অভিযোগ করেন, বুধবার ওই কারখানার পাশে তার ৮টি গরু ঘাস খাচ্ছিল। বিষক্রিয়ায় তার গরুর পাল অসুস্থ হয়ে পড়ে। বাড়ি আনার পর ৩টি গরু মারা যায়। বাকি ৫টি গরু তড়িঘড়ি করে স্থানীয় ইবাদত কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়। পায়রাডাঙ্গা গ্রামের মকলেছুর রহমান জানান, এর আগে ভালকী গ্রামের খেলাফৎ ও পায়রাডাঙ্গা গ্রামের কলিম উদ্দীনসহ একাধিক কৃষকের ১০-১২টি গরু মারা গেছে। এসব গরুর দাম প্রায় ১৫ লাখ টাকা হবে। এ অবৈধ সীসা কারখানা উচ্ছেদের জন্য এলাকাবাসী বহুবার হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন ও ঝিনাাইদহ পরিবেশ অধিদপ্তরকে জানালেও তারা অদৃশ্য কারণে বন্ধ করেনি। অবশেষে বিভিন্ন সময় ১০-১২টি গরুর মৃত্যুর পর বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয়। এ বিষয়ে কারখানার পরিচালক মশিয়ার রহমান জানান, ‘তিনি ঘাটে ঘাটে টাকা দিয়ে এই কারখখানা চালিয়ে আসছিলেন। আমার টাকা সবার পকেটে আছে। তিনি দাবি করেন ৪০ জায়গায় তিনি মাসিক টাকা দিয়ে এ ব্যবসা চালিয়ে আসছিলেন।’ বিষয়টি নিয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, আমার লোকবল নেই। একটা অভিযান পরিচালনা করতে প্রায় দেড় লাখ টাকা খরচ। কিন্তু অফিসের কোন বরাদ্দ নেই। তিনি বলেন, বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ সীসা কারখানা সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৪ মার্চ ২০২৪, ০১:০৭

ঝিনাইদহে মাছচাষি হত্যায় ৫ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে মাছচাষি শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সেসময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম ও খোকনসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পরদিন মারা যান। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামি জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।
০৩ মার্চ ২০২৪, ১৫:১৪

ঝিনাইদহে ২ দিনব্যাপী কারাতে সেমিনারের উদ্বোধন
নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার-এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিনব্যাপী কারাতে সেমিনার। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়।  প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা তাদের।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

ঝিনাইদহে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান
নিবন্ধনহীন অবৈধ গাড়ির ব্যবহার রোধে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলোতে অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা ট্রাফিক বিভাগ।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিরাপদ সড়কে নিরাপদে চলাচলের লক্ষে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ নীমতলা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। এ সময় পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।  জানা গেছে, গাড়ির বেপরোয়া গতিরোধ, বৈধ কাগজপত্রহীন গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সড়ক আইন যথাযথভাবে পালনের জন্য এ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলা ট্রাফিক বিভাগ। জেলা ট্রাফিক বিভাগ মনে করছে, আইন প্রয়োগের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরাতে সচেতনাতাও বেশ জরুরি। ঝিনাইদহ ট্রাফিক বিভাগের টিআই মশিউর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করছি। এর মধ্যে ৩৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং ১২টি মামলা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। জেলা ট্রাফিক পুলিশের অভিযানে আরও উপস্থিত ছিলেন টিআই মোস্তবা, সার্জেন্ট মাজেদ. সার্জেন্ট রাসেল, সার্জেন্ট শুভ্র ও সার্জেন্ট মুরাদ।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩

ঝিনাইদহে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
ঝিনাইদহ সদর এলাকায় ফেনসিডিলসহ রাজিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে অবস্থান নেয় ডিবি। সদর উপজেলার সাধুহাটি এলাকায় জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডলের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, সেই অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি রাজিদুল ইসলাম রাজকে আটক করা হয়। পরে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০

ঝিনাইদহে অস্ত্র ও গুলি উদ্ধার
ঝিনাইদহে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামের একটি কলাবাগান থেকে ৪ অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়। বিজিবি গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারেন ৩ জন চোরাকারবারি ভোরবেলা ৫৩/১ এস পিলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই সংবাদের ভিক্তিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫৩/১ এস এর নিকট অবস্থান নেয়। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় চোরকারবারিরা বিজিবি’র অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময়, বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাজেঁর মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড অ্যামোনিশন একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ ৪টি পিস্তল উদ্ধার করে। উদ্ধারকৃত গুলি ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর, সীমান্ত এলাকায় চোরাচালানরোধে বিজিবি তৎপরতা বাড়িয়েছে।
১১ জানুয়ারি ২০২৪, ১১:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়