• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে অস্ত্র ও গুলি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ১০:২৮
বিজিবি
ছবি : সংগৃহীত

ঝিনাইদহে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামের একটি কলাবাগান থেকে ৪ অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারেন ৩ জন চোরাকারবারি ভোরবেলা ৫৩/১ এস পিলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই সংবাদের ভিক্তিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫৩/১ এস এর নিকট অবস্থান নেয়। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় চোরকারবারিরা বিজিবি’র অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময়, বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাজেঁর মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড অ্যামোনিশন একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ ৪টি পিস্তল উদ্ধার করে।

উদ্ধারকৃত গুলি ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর, সীমান্ত এলাকায় চোরাচালানরোধে বিজিবি তৎপরতা বাড়িয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে মাসফিয়ার ইতিহাস
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান
৫ বলে ওভার!
X
Fresh