• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাসিনের, স্ক্রিনশট ভাইরাল
পরকীয়া, ম্যাচ গড়াপেটা, মারপিটসহ ভারতের পেস বোলার মোহাম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। থানায় একাধিক ফোন রেকর্ডিং ও স্ক্রিনশট দিয়ে অভিযোগও করেছিলেন হাসিন। তবে সব কিছুই অস্বীকার করেন শামি। বর্তমানে আলাদা থাকছেন তারা। তবে এখনও আইনত ডিভোর্স হয়নি তাদের। পরিবারকে দেখার জন্য এখনও হাসিনকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা দেন শামি। এবার নতুন করে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শামির আরও কিছু চ্যাট স্ক্রিনশট শেয়ার করেছেন হাসিন।  সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, নানান ধরনের যৌন উসকানিমূলক কথা বলছেন শামি। কখনো আবদার করছেন স্তন্যপানের, কখনো আবার কোনো নারীকে বিকিনি পরে আসার কথা বলছেন। যৌন সম্পর্কের নানান ধাপ নিয়েও আলোচনা করছেন। যদিও এগুলো শামির ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ দিতে পারেননি হাসিন। এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে শামি লিখলেন, ‘ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও। আমাকে আর আমার মেয়েকেও দাও। পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে। ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও।’ শামির পোস্টে দুই ভাগে বিভক্ত হয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা। হাসিনের পক্ষ নিয়ে অনেকেই বলছেন, ‘স্পষ্টই সব দোষ শামির। শাস্তি হোক ওর; শামি ভালো ক্রিকেট খেলে ঠিকই। ভালো মানুষ নয়। এই চ্যাটগুলোই তার প্রমাণ।’ শামি ভক্তরা আবার উল্টো কথাও বলছেন। একজন লিখেছেন, ‘এই মেয়েটার আরও বেশি টাকা চাই। আবার অসভ্যতা শুরু করেছে।’  অন্যজনের মন্তব্য, ‘এগুলো শামি পাঠিয়েছে প্রমাণ কই। তুমি তো নিজেও লিখতে পারো। ফোন নম্বর যেভাবে সেভ করা, তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে।’ উল্লেখ্য, কেকেআরে খেলার সময় চিয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেম হয় শামির। এরপর ২০১৪ সালে বিয়ে করেন তারা। এরপর থেকে যেকোনো ইভেন্টে শামির সঙ্গে তাকে দেখা যেতো। ২০১৫ সালে তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তবে এরপরই তাদের সম্পর্কের অবনতি ঘটে। বর্তমানে আলাদা থাকছেন তারা।
২১ এপ্রিল ২০২৪, ১০:১৮

গুরুতর আহত হয়ে হাসপাতালে ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। ভারতের এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গেছে, বাড়িতে খাট থেকে পড়ে কোমরের হাড় ভেঙে গেছে তার। বর্তমানে উৎপলেন্দু চক্রবর্তীর বয়স ৭৬।  একটি সূত্র জানায়, বুকে এবং ফুসফুসে সংক্রমণও রয়েছে উৎপলেন্দু চক্রবর্তীর। দীর্ঘদিন ধরে এই নির্মাতাকে দেখাশোনা করছেন অর্ঘ্য মুখোপাধ্য়ায়। তিনিই হাসপাতালে ভর্তি করেছেন উৎপলেন্দু চক্রবর্তীকে।   ডিজিটাল এক্সরে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, খাট থেকে পড়ে যাওয়ায় উৎপলেন্দু চক্রবর্তীর ফিমার বোনে চিড় ধরেছে।  দীর্ঘদিন ধরেই দুই মেয়ে— ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা শতরূপা এবং স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই উৎপলেন্দু চক্রবর্তীর। বর্তমানে অসুস্থতা আর অর্থাভাবে নানানমুখী কষ্টে ভুগছেন এই নির্মাতা।   বর্তমানে ঠিকভাবে হাঁটাচলার শারীরিক ক্ষমতাও নেই উৎপলেন্দু চক্রবর্তীর। তিনি ‘চোখ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। অথচ, সেই নির্মাতার থেকে এখন বিচ্ছিন্ন তার সিনেমার জগতের মানুষেরাও।   গত দেড় বছর ধরে ভারতের রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটে একাই থাকেন নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। দুই-তিন আগে রিজেন্ট পার্কের সেই বাড়িতেই খাট থেকে পড়ে যান বর্ষীয়ান এই নির্মাতা। এরপরেই তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। এখন উৎপলেন্দু চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে রাজ্য সরকারই।  সূত্র : আনন্দবাজার 
১০ এপ্রিল ২০২৪, ১৪:৪৩

গুরুতর আহত নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি
শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘বহুরূপী’ সিনেমার শুটিং সেটে কোমরে গুরুতর আঘাত পান তিনি।   ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত কয়েক দিন ধরে কলকাতার ব্যারাকপুরে ‘বহুরূপী’ সিনেমাটির শুটিং চলছে। গতকাল ফ্লোরে শিবপ্রসাদ ও অভিনেতা আবীর চ্যাটার্জি শুটিং করছিলেন। থ্রিলার ঘরানার সিনেমাটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্ট্যান্ট রয়েছে।  অন্য একজন অভিনেতার সঙ্গে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল শিবপ্রসাদের। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান তিনি।   সিনেমাটির ইউনিটের একটি সূত্র জানায়, শিবপ্রসাদকে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে।  প্রসঙ্গত, যৌথভাবে ‘বহুরূপী’ সিনেমাটি নির্মাণ করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ। কলকাতার আগে বোলপুরে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ করেছেন তারা। সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে আবীর এবং ঋতাভরী চক্রবর্তী। আগামী পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।   সূত্র : জি বাংলা
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৭

গুরুতর আহত কোয়েল মল্লিক
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক গুরুতর আহত হয়েছেন। ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেত্রী। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে,  রোবাবার (৩১ মার্চ) নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিরিজের নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন। অন্য একটি ভারতীয় গণমাধ্যমে পরিচালক অরিন্দম শীল জানান, ঘটনা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে, কোয়েল হাত নাড়াতে পারছিল না। তখনই সন্দেহ হয়েছিল কোয়েলের হাত ভেঙেছে। এক্সরে রিপোর্ট আসার পর দেখা গেলো, প্রাথমিক সন্দেহ সঠিক। হাতের হাড় ভেঙে গেছে কোয়েল মল্লিকের। আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কোয়েল মল্লিক। অভিনেত্রী জানিয়েছেন, বিকাশ কাপুরের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। ২০১৯ সালে মুক্তি পায় ‘মিতিন মাসি’। গত বছর মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় পার্ট ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই সিরিজ। মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার প্রমুখ। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। কলকাতাসহ নেপালগঞ্জের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণের কাজ হবে।
০১ এপ্রিল ২০২৪, ১৬:১৭

গুরুতর আহত ইমন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় ‘অপারেশন জ্যাকপট’। ১৯৭১ সালে নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত সেই গেরিলা অভিযানের বীরত্বের গল্প এবার উঠে আসছে সিনেমার পর্দায়। ‘অপারেশন জ্যাকপট’ নামেই নির্মিত হচ্ছে সিনেমাটি। এর অর্থায়ন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।  চলতি বছরের শুরুৎর দিকে বিএফডিসিতে শুরু হয়েছিল ছবিটির শুটিং। পালাক্রমে বর্তমানে সুন্দরবনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। আর এই লোকেশনে শুটিং করতে গিয়েই গুরুতর আহত হয়েছেন নায়ক ইমন। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির আরেক অভিনেতা জয় চৌধুরী। সুন্দরবন থেকে আরটিভিকে জয় বলেন, সকালে একটি শট ছিল যেখানে জাহাজ থেকে লাফ দিতে হবে ইমন ভাইয়ের। সেই শট দিতে গিয়েই জাহাজের নোঙরে পা লেগে বেশ জখম হয়েছে। প্রাথমিক ভাবে আমরা যা যা করার করেছি। তবে পায়ের অবস্থা বেশ একটা ভালো নয়।  ঐতিহাসিক ঘটনায় ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যদিও ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে ছবি নির্মাণে প্রথম উদ্যোগ নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। প্রায় আড়াই বছর ধরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চিত্রনাট্য তৈরি করেন। এমনকি প্রাক প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সিনেমাটি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। গত কয়েক বছরে এ নিয়ে অসংখ্য প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা। মন্ত্রণালয় বদল হওয়ার সাথে সাথে ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ থেকে সরিয়ে দেয়া হয় গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমকে।  চূড়ান্তভাবে এই ছবি নির্মাণের দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস ও বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল, ইমন, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী, অমিত হাসান, পল্লব, ইশতিয়াক আহমেদ রুমেল, নিপুণ, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, ড্যানি সিডাক, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর।
১৮ মার্চ ২০২৪, ১৩:৪৫

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস
গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এদিন ভোরে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার ডান হাত ভেঙে যায়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।  
১৫ মার্চ ২০২৪, ১৮:৪৩

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত চালক
জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে নাক ফেটে গুরুতর আহত হয়েছেন ট্রেনচালক মো. আতিকুল ইসলাম (৪২)। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।  আহত ট্রেনচালক আতিকুল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত এসআই হানিফ মিয়া। তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বোকাইনগর এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ শুরু করে দুর্বৃত্তরা। পাথর এসে ট্রেনচালক মো. আতিকুল ইসলামের নাকে লাগে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রেনচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।
১৪ মার্চ ২০২৪, ০৪:১৯

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ৪ দিন আগে গুরুতর জখম ব্যক্তির মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় দুপক্ষের সংঘর্ষে গুরুতর জখম হুমায়ুন ঠাকুর (৫০) চারদিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৯ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হন। তিনি লোহাগড়া পৌরসভাধীন কচুবাড়িয়া গ্রামের মৃত মো. নিরু মিয়া ঠাকুরের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। তিনি বলেন, সংঘর্ষের ঘটনার পরদিন বুধবার (৬ মার্চ) থানায় একটি মারামারির মামলা হয়, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার পরে পুলিশ লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের ফারুক শেখের ছেলে হায়াতুর শেখ ও হিরু শেখের ছেলে হামীম শেখকে গ্রেপ্তার করেছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।  প্রসঙ্গত, এক ভ্যান চালককে মারধরের জেরে গত মঙ্গলবার রাতে ঢাকা কাউন্টারের সামনে উপজেলার রাজাপুর ও কচুবাড়িয়া এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল্লাহ ঠাকুর ওরফে শিপলা ও তাঁর বাবা হুমায়ুন ঠাকুর ও রুমান কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। হুমায়ুন ঠাকুরের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
০৯ মার্চ ২০২৪, ১৬:৪৮

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মিঠুন ব্রেন স্ট্রোক করেছেন বলে জানা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিঠুন। শুটিং চলাকালীন ফ্লোরের মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।  পরে সেখানেই বসে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে।  হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়— ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুনের। ইতোমধ্যে এমআরআই করা হয়েছে এই অভিনেতার। তার চিকিৎসায় বিশেষ দলও গঠন করা হয়েছে। পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে মিঠুনেরও।    প্রসঙ্গত, মিঠুন অভিনীত ও  নির্মিতব্য ‘শাস্ত্রী’ সিনেমার প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই সিনেমায় মাধ্যমেই প্রায় ১৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে মিঠুন ও দেবশ্রী রায় জুটিকে। এটি নির্মাণ করছেন পথিকৃৎ বসু। চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।  সূত্র : আনন্দবাজার   
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৩

ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
পটুয়াখালীর মহিপুরের লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনছার উদ্দিন মোল্লা সস্ত্রীক হামলার শিকার হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই পায়ের হাটু পর্যন্ত থেতলে দিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় আনসার উদ্দিনের স্ত্রীর ওপরও হামলা চালানো হয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তার পরিবারের দাবি করেছেন।  আহত আনছার উদ্দিন মোল্লা বলেন, ওই ইউনিয়নের তাহেরপুর থেকে আলীপুরস্থ বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজু ও হেলেন কিলার বিউটিসহ আরও কয়েকজন হামলা চালিয়েছে।  কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমশাদ সায়েম পুনাম বলেন, তার দুই পা ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  আনসার উদ্দিন মোল্লার বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা জানান, পূর্বপরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনিসহ তার পরিবারকে আওয়ামী রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপিসহ বিভিন্ন দল থেকে আগত নব্য আওয়ামী লীগার দাবিদার নির্বাচনের পর এ পর্যন্ত ২৫-৩০টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় বারেক মোল্লা সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।   মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।      
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়