• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
উড়ন্ত হায়দরাবাদকে মাটিতে নামাল মোস্তাফিজের চেন্নাই
চলতি আইপিএলে শুরুটা দুর্দান্ত করলেও সবশেষ দুই ম্যাচে হারের তিতো স্বাদ পায় চেন্নাই সুপার কিংস। তবে নিজেদের নবম ম্যাচে উড়তে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই। রোববার (২৮ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে রুতুরাজের ৯৮ রানের অনবদ্য ইনিংস আর মিচেলের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে হায়দ্রাবাদকে ২১৩ রানের লক্ষ্য দেয় চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের পেসারদের আগুনে বোলিং তোপে ৭ বল বাকি থাকতেই ১৩৪ রানেই গুটিয়ে যায় এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা দলটি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় হায়দ্রাবাদ। দলীয় ৪০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। ৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ট্রাভিস হেড। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইমপ্যাক্ট সাবে খেলতে নামা আনমোলপ্রিত সিং। দ্বিতীয় ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি। ৯ বলে ১৫ রান করে আউট হন আরেক ওপেনার অভিষেক শর্মাও। এরপর নিতিশ কুমারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এইডেন মারক্রাম। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৫ বলে ১৫ রান করে নিতিশ আউট হলে ২৬ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন মারক্রাম। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দ্রাবাদকে চেপে ধরেন মোস্তাফিজ-পাথিরানারা। কিন্তু আবদুল সামাদকে সঙ্গে নিয়ে লড়াই করতে থাকেন হেনরিক ক্লাসেন। তবে ইনিংস বড় করতে পারেননি তারা। ২১ বলে ২০ রান করে ক্লাসেন আউট হলে ১৮ বলে ১৯ রান করে তাকে সঙ্গ দেন আব্দুল সামাদ। শেষদিকে সামাদকে নিজের শিকার বানান শার্দুল ঠাকুর। এরপর আর লড়াইয়ে ফেরা হয়নি তাদের। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তুষার ডিশপান্ডে। এ ছাড়া মোস্তাফিজ ও পাথিরানা দুটি করে উইকেট পেয়েছেন। এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ১২ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আজিঙ্কা রাহানে। এরপর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রুতুরাজ। তাদের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে চেন্নাই। ২৭ বলে ফিফটি তুলে নেন চেন্নাই দলপতি। অপরপ্রান্তে ২৯ বলে ফিফটি তুলে নেন মিচেল। এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি কিউই এই ব্যাটার। ৩২ বলে ৫২ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। অন্যপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন গায়কোয়াড়। তবে সেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে ফেরেন ডানহাতি এই ব্যাটার। ৫৪ বলে ৯৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ধোনির ২ বলে ৫ রান এবং শিভাম ডুবের ২০ বলে ৩৯ রানের ক্যামিওতে ভর করে ৩ উইকেটে ২১২ রানের পুঁজি পায় চেন্নাই।
২৯ এপ্রিল ২০২৪, ১২:০৯

তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
ডিপিএলের চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার লিগে উঠেছিল তারা। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে দারুণ এক জয়ে চলতি মৌসুমের শিরোপার অনেকটাই নিশ্চিত করে ফেলেছে শান্ত-লিটনরা।  সোমবার (২২ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯.৩ ওভারেই ১৭৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনী ৫ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি। এদিন আবাহনীর হয়ে নিয়মিত খেলা নাঈম শেখকে বিশ্রাম দিয়ে লিটন দাসকে খেলানো হয়। বিশ্রাম থেকে ফিরেই লিটন দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। দলীয় ৩৫ রানে ওপেনার এনামুল হক বিজয় আউট হয়েছেন।  এরপর শান্ত ও আফিফের কেউই ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয় ও লিটন মিলে গড়েন ৬২ রানের জুটি। তাওহীদ ২৭ বলে চার ও ৫ ছক্কায় ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নিয়েছেন। পরে জাকির আলী অনিক ২ রানে আউট হলেও লিটন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। যদিও কিছুটা স্লো ব্যাটিং করেছেন এই ব্যাটার। ১০৬ বলে ৭ চারে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সানজামুল ইসলাম ও শেখ মেহেদী হাসান দুটি করে উইকেট নিয়েছেন। নাজমুল অপু নেন একটি উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের গতির কাছে খেই হারায় প্রাইম ব্যাংকের টপ অর্ডার। ৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। তামিম ইকবাল (১), পারভেজ হোসেন ঈমন (০) ও শাহাদাত হোসেন দিপু (৪) রানে আউট হলে চাপে পড়ে যায় দলটি। যদিও চতুর্থ উইকেট মুশফিক ও জাকির হাসান মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছেন। মুশফিক ৪৪ রানে আউট হতেই ১১২ রানের জুটি ভাঙে তাদের।  স্কোরবোর্ডে আরও ১২ রান যোগ করে অধিনায়ক জাকিরও আউট হন। তার আগে ৭০ বলে ৮ চার ও ১ ছক্কায় খেলেছেন ৬৮ রানের ইনিংস। জাকিরের আউটের পর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। তাতেই ৩৯.৩ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।  আবাহনীর জয়ের নায়ক শরিফুল ২৭ রান খরচায় নেন তিনটি উইকেট। তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও তানভীর আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সাইফউদ্দিন নেন একটি উইকেট।  
২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৪

চার উইকেট নিয়ে আইপিএলে উড়ন্ত সূচনা মোস্তাফিজের
চলমান আইপিএলের চেন্নাই সুপার কিংসের একাদশে মোস্তাফিজকে একাদশে জায়গা পাবেন কিনা তা নানা সন্দেহ ছিল অনেকেরই। তবে লঙ্কান পেসার পাথিরানার ইনজুরিতে কপাল খোলে ফিজের। আসরের উদ্বোধনী ম্যাচের একাদশে সুযোগ পান এই টাইগার পেসার। তার পর যা করে দেখালেন এক কথা অবিশ্বাস্য। প্রথম ম্যাচে চার উইকেট শিকার করেছেন তিনি। শুক্রবার (২২ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরু। কোহলি এক প্রান্তে থাকলেও বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস। পঞ্চম ওভারে বোলিংয়ে মোস্তাফিজকে বোলিংয়ে আনেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়। তার আস্থার প্রতিদানও দিয়েছেন এই কাটার মাস্টার। প্রথম বল ডট হলেও পরের বলে বাউন্ডারি হজম করেন তিনি। তৃতীয় বলে ডু প্লেসিসকে ক্যাচ আউট করেন এই বাঁহাতি পেসার। ২৩ বলে ৩৫ রান করে ফিজের অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে রাচিনের হাতে তালুবদ্ধ হন এই ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে চলতি আসরের প্রথম উইকেটটি পকেটে ঢুকিয়ে এই বাংলাদেশি পেসার। একই ওভারের শেষ বলে রজত পাতীদারকে শূন্য রানে আউট করেন মোস্তাফিজ। এতে জোড়া উইকেট শিকার করে চেন্নাইকে খেলায় ফেরান তিনি। ষষ্ঠতম ওভারে দ্বীপক চাহারের বলে ডাক আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। এতে দলীয় ৪২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বেঙ্গালুরু। এরপর বেঙ্গালুরু শিবিরে হাল ধরেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে এই রান মেশিনকে বেশিক্ষণ পিচে থাকতে দেননি ফিজ।  ১২তম ওভারের দ্বিতীয় বলে কোহলিকে ক্যাচ আউট হন তিনি। ২০ বলে ২১ রান করেন কোহলি। এক বল পরেই অজি অলরাউন্ডার ক্যামরুন গ্রিনকে বোল্ড আউট করেন ফিজ। এতে দুই ওভার চার উইকেট তুলে নেন এই বাংলাদেশি। ম্যাচের ১৭তম ওভারে নিজের তৃতীয় ওভারে বল করতে আসেন তিনি। উইকেট না পেলেও মাত্র ৭ রান দিয়ে ওভার শেষ করেছেন। বোলিং কোটার শেষ ওভারে দুটি ক্যাচের সুযোগ তৈরি করলেও তা লুফে নিতে ব্যর্থ হয় চেন্নাই ফিল্ডাররা। এতে চার ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন এই টাইগার পেসার।
২২ মার্চ ২০২৪, ২২:৩৯

বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দশম আসরে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছেন তিনি। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্তভাবে ফিরে এসেছেন মাশরাফী। প্রথম ম্যাচেই শিকার করেছেন পাঁচ উইকেট। বৃহস্পতিবার (২১ মার্চ) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন মাশরাফী। আগুনে বোলিংয়ে পাঁচ উইকেট শিকার করে প্রতিপক্ষকে একাই বিধ্বস্ত করেছেন এই টাইগার পেসার। ১৩৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। চলমান ডিপিএলের শুরু থেকে ছিলেন না মাশরাফী। চতুর্থ রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। প্রীতম কুমারকে নিজের বলে তালুবন্দী করে সাজঘরে ফেরান মাশরাফী।  এরপর একে একে শিকার করেন সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজ রাব্বিকে। পেয়ে যান ফাইফার। সবমিলিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ১৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফীর দলের প্রয়োজন ১৩৭ রান। জবাব দিতে নেমে ভালো শুরু করেছে লিজেন্ড অব রূপগঞ্জ। ওপেনিং জুটি থেকে আসে ৪৪ রান। ৪৪ বলে ১৫ রান করে ইমরানুজ্জামান আউট হলে ৩৩ বলে ৩৬ রান করে তার দেখানো পথে হাঁটেন তৌফিক খান তুষার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান ৭ রান এবং শুভাগত হোম ১ রানে ব্যাট করছেন।
২১ মার্চ ২০২৪, ১৩:৪১

গাজী টায়ার্সকে হারিয়ে লিগে উড়ন্ত সূচনা শেখ জামালের
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুভসূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্সকে ৬ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। সোমবার (১১ মার্চ)সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল শেখ জামাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানেই গুটিয়ে যায় তারা। জবাব দিতে নেমে ছয় উইকেটে ও ১১০ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সোহান-ইয়াসিররা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খায় শেখ জামাল। ২৬ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। তবে ফজলে রাব্বিকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন সাইফ হাসান। তবে এক রানের ব্যবধানে দুজনেই মারুফ মৃধার শিকার হয়ে ফেরেন সাজঘরে। সাইফ ৪৫ ও রাব্বি আউট হন ৩১ রানে। দ্রুত সময়ে দুই উইকেট হারালেও খুব একটা বেগ পোহাতে হয়নি শেখ জামালকে। অধিনায়ক সোহান ও ইয়াসির আলীর অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে ১১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। সোহান ৩৯ বলে ৩১ এবং ইয়াসির ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে গাজী টায়ার্সের শুরুটা অবশ্য দারুণ হয়। উদ্বোধনী জুটিতে ৭৬ রান এনে দেন আশিকুর রহমান শিবলী ও ইফতিখার হোসেন ইফতি।  সেই জুটি ভেঙে শেখ জামালকে ব্রেকথ্রু এনে দেন টিপু সুলতান। এরপর তাসের ঘরের মতো ধসে পড়ে গাজী টায়ার্সের ব্যাটিং লাইনআপ।  ১৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৮৯ রান করে শিবলী অপরাজিত থাকলেও ১৬৭ রানে অলআউট হয় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। শেখ জামালের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন টিপু। এ ছাড়াও রিপন মণ্ডল দুটি এবং শফিকুল ইসলাম, আরিফ আহমেদ ও সাইফ হাসান নেন একটি করে উইকেট।
১১ মার্চ ২০২৪, ১৬:৪৬

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা
যুক্তরাষ্ট্রে বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমান আকাশে উড়ার পরপরই এর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৭ মার্চ) সান ফ্রান্সিসকো বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটির চাকা খুলে বিমানবন্দরে পার্ক করে রাখা কয়েকটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এতে গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়।  বিমান থেকে চাকা খুলে পড়ার একটি ভিডিও এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে।  ভিডিতে দেখা যায়, বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি মাটি থেকে আকাশে উড়ার কয়েক সেকেন্ড পরই হঠাৎ করে বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিমানটির প্রধান ল্যান্ডিং স্ট্রাটসে (পেছন দিকে) দুইপাশে ছয়টি করে চাকা থাকে। যদি কোনো চাকা খুলে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাতেও যেন বিমানটি স্বাভাবিকভাবে অবতরণ করতে পারে, সেভাবে এটি তৈরি করা হয়েছে। চাকা খুলে পড়ার পর বিমানটি দ্রুত লস অ্যাঞ্জেলসের দিকে যায় এবং সেখানে সফলভাবে অবতরণ করে। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এর আগে, গত জানুয়ারিতে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি বিমানের অংশ মাঝ আকাশে খুলে পড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর টানা ১৯ দিন বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের সব বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সূত্র: এএফপি
০৮ মার্চ ২০২৪, ১৭:৫৬

হজযাত্রীদের জন্য ‘উড়ন্ত ট্যাক্সি’ চালু করবে সৌদি
হজযাত্রীদের পরিবহনের জন্য ‌‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনা করেছে সৌদি আরব। জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহনের জন্য এই সেবা চালু করা হবে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরও পড়ুন : ১০০ দিনে ২৪ হাজার মৃত্যু, নেতানিয়াহু বললেন থামানো যাবে না   ইতোমধ্যে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইনস। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি। সাউদিয়া গ্রুপের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে। তবে কবে থেকে এই ‘উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। 
১৪ জানুয়ারি ২০২৪, ১২:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়