• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

হজযাত্রীদের জন্য ‘উড়ন্ত ট্যাক্সি’ চালু করবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ১০:২৪
হজযাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি
ফাইল ছবি

হজযাত্রীদের পরিবহনের জন্য ‌‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনা করেছে সৌদি আরব। জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহনের জন্য এই সেবা চালু করা হবে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইনস। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।

সাউদিয়া গ্রুপের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে।

তবে কবে থেকে এই ‘উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজ ভিসা : মেয়াদ বাড়ল আবেদনের
গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায়
হজের খরচ আগামী বছর আরও কমবে : ধর্মমন্ত্রী
লাল ফ্রক পরা শিশুটি এখন দেশের জনপ্রিয় অভিনেত্রী
X
Fresh