• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে ঈদে মেয়ে জামাইকে কাপড় ও সেমাই কিনে দিতে না পারায় জাহানারা বেগম (৬৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহানারা বেগম ওই গ্রামের মো. বজির উদ্দিনের স্ত্রী। জানা গেছে, অভাবের কারণে ঈদুল ফিতরে মেয়ে ও মেয়ের জামাইকে নতুন কাপড় কিনে দিতে পারেননি জাহানারা। এ নিয়ে সোমবার রাতে স্বামী বজির উদ্দীনের সঙ্গে তার সঙ্গে ঝগড়া হয়। এরপর গভীর রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। জাহানারার বড় ছেলে জাহাঙ্গীর আলম বলেন, সংসারে অভাবের কারণে ঈদে জামাই, মেয়ে ও নাতিদের নতুন কাপড় দিতে পারেননি মা। এ জন্য একাধিকবার আফসোস করেছেন তিনি। গত রোববার মেয়েকে বলেই ফেলেছিলেন, এমন জীবন রাখবো না। আজ তাই করলেন। বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় জাহানারা বেগমের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  
১৬ এপ্রিল ২০২৪, ১৯:৪২

ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে ‘রাজকুমার’
ঈদুল ফিতর উপলক্ষে এবার সারা দেশের প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পেয়েছে প্রায় ডজন খানেক সিনেমা। মুক্তি পাওয়া সিনেমাগুলোর মাঝে দর্শকদের চাহিদা ও  দর্শকপ্রিয়তার শীর্ষে আছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। ঈদের দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ঈদের দিন থেকেই হাউসফুল যাচ্ছে  সিনেমাটি। অনেক সিনেমাপ্রেমীই টিকিট না পেয়ে ফিরে গেছেন। দর্শকদের চাপে অনেক হলেও বেড়েছে শো সংখ্যা। এদিকে স্টার সিনেপ্লেক্স থেকে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘গ্রীন কার্ড’ ও ‘আহারে জীবন’র দর্শক চাহিদা না থাকায় প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয়েছে। আর ঐ দুই সিনেমা নামিয়ে বাড়িয়ে দেয়া হয়েছে ‘রাজকুমার’র শোর সংখ্যা।  স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং অফিসার মেজবাহ উদ্দিন বলেন, সিনেপ্লেক্সে রাজকুমারের চাহিদা লক্ষণীয়। আশা করছি, এর শো আরও বাড়বে।  অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং চারটি থিয়েটারে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’। কিন্তু মুক্তির দুই দিনের মধ্যে ছবিটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্ক শাখা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েব সাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়ার সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের ‘রাজকুমার’।  ‘রাজকুমার’র দিয়ে এমন সাড়া পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ছবির প্রযোজক আরশাদ আদনান। তিনি  বলেন, দেখুন আমরা কত হল পাব এসব ভেবে সিনেমা বানাইনি। আমরা আন্তর্জাতিকভাবে মুক্তির লক্ষে সিনেমা নির্মাণ করেছি। শাকিব খানকে দিয়ে বিশ্ববাজার ধরতে চেয়েছি আমরা। বাংলা সিনেমা আর পিছিয়ে নেই, এটি প্রমাণ করতে চাই। দেশের মতো বিদেশেও বাণিজ্যিক সফলতা পাবে রাজকুমার। আমি শতভাগ আত্মবিশ্বাসী।   দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে 'রাজকুমার'। জানা যায়, ২১২ টি সিনেমা হলের মধ্যে এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে সিনেমাটি। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান,  মাহিয়া মাহি, আরশ খান, , ডা.এজাজ।   
১৪ এপ্রিল ২০২৪, ২০:৪৭

ঈদে স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিঠি লিখে আত্মহত্যা
জামালপুরে ঈদের দিন স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পেরে স্বামী হাসান আলী (২৬) নামের এক যুবক চিঠি লিখে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকালে জেলার বকশিগঞ্জে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী রহাসান আলী ওই এলাকার রহমত আলীর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান হাসান আলী। শুক্রবার স্ত্রী আফরোজা বেগমকে শ্বশুর বাড়ি থেকে আনার কথা ছিল। সকাল  ১১টা পর্যন্ত তিনি শ্বশুর বাড়িতে না যাওয়ায় আফরোজা বেগম নিজেই বাড়ি চলে এস দেখেন ঘরের দরজা বন্ধ। এ সময় ঘরের বেড়ার ফাঁক দিয়ে আফরোজা দেখেন তার স্বামী আড়ার সঙ্গে ঝুলছেন। তার চিৎকারকে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। চিঠিতে হাসান আলী লিখেছে, ‘মা-বাবা তোমরা ক্ষমা করে দিও। আমি মরার পরে আমার বউ বাচ্চাকে দেখে রেখো। আমি জানি আমার বউ আমার সাথে রাগ করছে। ঈদে সবাই গুছ (গোস্ত) খাইছে, কিন্তু আমি বউকে গুছ খাওয়াইতে পারি নাই। আমি আমার বউয়ের মুখ ঈদের দিন বেজার (মন খারাপ) দেখছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আফরোজাকে আমি অনেক ভালবাসি, তাকে ও আমার সন্তানকে দেখে রেখো। স্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, আফরোজা তোমার জীবন স্বাধীন করে দিলাম। তোমার জীবনে কেউ নাই। বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
১৩ এপ্রিল ২০২৪, ০২:১৬

ঈদে এবারই প্রথম স্বস্তিতে মানুষ রেলভ্রমণ করেছে : রেলপথমন্ত্রী
রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, এবারই প্রথম ঈদে মানুষ স্বস্তিতে রেলভ্রমণ করেছে। রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি। কালোবাজারি সিন্ডিকেটের অনেকেই ধরা পড়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  মেহেরপুরে রেললাইন নির্মাণে ধীরগতি প্রশ্নে মন্ত্রী বলেন, মুজিবনগর রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। রেললাইন মেহেরপুর শহর হয়ে গাংনী উপজেলা থেকে ভেড়ামারা বা মিরপুর পর্যন্ত বর্ধিত করতে রেলের সচিব, ডিজিসহ বিশেষজ্ঞদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরও স্থানীয় সংসদ সদস্যকে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন মন্ত্রী।  এ সময় মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগরসহ অনেকে।
১৩ এপ্রিল ২০২৪, ০০:৫৪

ঈদে ভালো নেই ওমর সানী
চলছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতি বছর মুক্তি দেওয়া হয় নতুন নতুন চলচ্চিত্র। এবার ঈদে ডজনখানেক বাংলা সিনেমা মুক্তি পেলেও শেষ পর্যন্ত এ তালিকায় থেকে বাদ পড়েছে চিত্রনায়ক ওমর সানী অভিনীত ‘ডেডবডি’ সিনেমা। এতে অনেক দিন পর ঈদে প্রেক্ষাগৃহে আর আসা হলো না তার। সিনেমাটির মুক্তি ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন এই নায়ক। দেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে দেখা যায় ওমর সানী বলেছেন, এমনিতেই আমাদের হলসংখ্যা কম। এবার ঈদে আবার আট-দশটি সিনেমা মুক্তি পাচ্ছে। এতগুলো সিনেমার মধ্যে ‘ডেডবডি’ মুক্তি দিয়ে কোনো লাভ নেই। এটি এমন সিনেমা, যা ৮০-৯০টি হলে মুক্তি পাওয়া উচিত। এদিকে ২৯ বছর পর মৌসুমীকে ছাড়া ঈদ করছেন ওমর সানী। পরিবারের সদস্য ছাড়া এবার ঈদ করার ব্যাপারে এ চিত্রনায়ক বলেন, ছেলে ফারদিন দুবাই, বউমা কানাডায়। মৌসুমী ও মেয়ে ফাইজা আছেন যুক্তরাষ্ট্রে। তারা সবাই প্রয়োজনেই দেশের বাইরে অবস্থান করছে। ফলে বাধ্য হয়েই আমাকে এখানে ঈদ করতে হচ্ছে। প্রায় ২৯ বছর পর এবারই প্রথম মৌসুমীকে ছাড়া ঈদ করছি। তবে প্রযুক্তির এই যুগে বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। এমনি প্রতিদিনই ভিডিও ফোনে সবার সঙ্গে কথা হয়। প্রসঙ্গত, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকেই।
১২ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

ঈদে ১৭২ মোটরসাইকেল দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, মৃত্যু ৩
ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ও আশেপাশের এলাকায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় এসব মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ঈদের ছুটিতে বন্ধ থাকায় রাস্তাঘাট এমনিতেই ফাঁকা হয়ে যায়। এই সুযোগে মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি আরও জানান, গতকাল (বুধবার) রাত ১২টা থেকে আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টা পর্যন্ত দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরমধ্যে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরো অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা জানান, আমরা ঢাকা মেডিকেলের পক্ষ থেকে প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। তিনজনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
১২ এপ্রিল ২০২৪, ০৯:৩৪

ঈদে ভক্তদের চমকে দিতে মান্নাতের ব্যালকনিতে শাহরুখ
বলিউড বাদশা শাহরুখ খান। তার জন্মদিন, ঈদ কিংবা নতুন সিনেমা মুক্তি যাই হউক সব সময়ই এই কিং খানের বাসা মান্নাতের সামনে দেখা যায় ভক্তদের ভিড়। এবার ঈদেও তার ব্যাতিক্রম হয়নি। মান্নাতের সামনে ঈদের দিন ভক্তরা তাদের প্রিয় নায়ককে একবার দেখতে ভিড় জমায়। আর কিং খানও তাদের হতাশ করেনি। সবার সঙ্গে হাত উঁচিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  বৃহস্পতিবার (১১ মার্চ) শাহ্রুখ খান একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে হাত উঁচিয়ে ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সেই ভিডিওর ক্যাপশনে এই নায়ক লিখেছেন, সবাইকে ঈদ মোবারক এবং ধন্যবাদ আমার দিনটিকে এত বিশেষ করে তোলার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন।  প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছর পর গেল ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।  
১১ এপ্রিল ২০২৪, ২০:০৩

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সীমান্ত সড়কের লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।  স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। দুপুর ৩টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংগ্নী বাজার এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে পড়ে যান।  পুলিশ আরও জানায়, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১১ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

ঈদে মাকে অনেক বেশি মিস করি : দীঘি
শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশকিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। চলছে ঈদুল ফিতরের আমেজ সর্বত্র। কেমন কাটল দিঘীর ঈদ? ঈদ নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো তার।   আরটিভি : ঈদ কোথায় করছেন? দীঘি: খুব সহজভাবেই ঈদ কাটছে আমার। আমি এখন পর্যন্ত ঢাকার বাইরে ঈদ করিনি। প্রতিবারই পরিবার, বন্ধুদের সঙ্গে ঢাকাতেই করেছি। এবারও করেছি। বাসায় আত্মীয়রা এসেছিল। বাসাতেই আড্ডা দিয়েছি সবার সঙ্গে। আরটিভি : ছোটবেলায়  ঈদ কেমন কাটত?   দীঘি : ছোটবেলার ঈদের দিনের পরিকল্পনাগুলোর কথা মনে পড়লে এখন হাসিই পায়। কিন্তু অন্যরকম এক ভালোলাগাও কাজ করে মনের মধ্যে। কত সহজ-সরল আর ভাবনাহীন ছিল শৈশবের ঈদ। সকালে গোসল সেরে বড়দের সালাম দিয়ে শৈশবের ঈদ শুরু হতো। বড়দের সালাম দিয়ে সালামির জন্য দাঁড়িয়ে থাকতাম! সালামি নিয়ে সে কত কত স্মৃতি, কত কী কিনতাম! তখন একমাত্র সালামির টাকাগুলোকেই নিজের টাকা মনে হতো। এ ছাড়া তেমন টাকাই হাতে পেতাম না। তাই সালামি হাতে পেয়েই নানান পরিকল্পনায় বসতাম। যদিও শেষ পর্যন্ত তেমন কিছুই করা হতো না সালামির টাকা দিয়ে।  আরটিভি : তারকা দীঘির ঈদ কীভাবে কাটে? দীঘি :  নায়িকা হওয়ার আগে থেকেই আমি ঈদে বাসাতেই থাকি। ঈদের পরের দিন কাছের কিছু বন্ধুদের সাথে আড্ডা দিই। তবে মজা লাগে যখন ভক্তরা এসে সেলফি নেয়। বিষয়টি আমি খুব ইনজয় করি। নায়িকা হিসেবে যতটা না আমাকে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে তারা সেই ছোট্ট দীঘিকে।  আরটিভি : ঈদে কোন বিষয়টি কষ্ট দেয়? দীঘি : ঈদ মানে আনন্দ, পরিবারের সবার সাথে যতই মজা, আনন্দ করি না কেন ঈদে আমারকে খুব কষ্ট দেয় একটি বিষয়। সেটি হলো আমার মা। কারণ, ঈদে আমার সঙ্গে আমার মা থাকে না। বড় হওয়ার পর মায়ের সাথে আর ঈদ করা হয়নি। শৈশবে ঈদের দিনে মায়ের হাতের রান্না খেতাম মজা করে। জগতের সব মায়ের মতো আমার মাও রান্না করতেন অনেক মজা করে। আজ মা নেই। তাই এখন ঈদের দিনের সব রান্না আমিই করি। ঈদে মাকে অনেক বেশি মিস করি।
১১ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

ঈদে তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি মা : শুভ
চলতি বছর জানুয়ারিতে মাকে হারিয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। অভিনেতার মা-ই ছিলেন তার সব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই মাকে নিয়ে ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন শুভ। এবারের ঈদ মাকে ছাড়াই পালন করছেন তিনি।   তাই ঈদের দিন মাকে স্মরণ করে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন শুভ। ঈদের আনন্দের মাঝে মায়ের শূন্যতা অনুভব করছেন এই অভিনেতা। তাই নিজের ফেসবুকে মাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন শুভ।   পাঠকদের সুবিধার জন্য শুভর পোস্টটি হুবহু তুলে ধরা হলো— স্ট্যাটাসে শুভ লিখেছেন, ‘যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় ৩ মাস, এখনও বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেনো হয়ে গেল। পেশায় অভিনয় শিল্পী হয়েও ‘আমি ঠিক আছি’নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।   তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা, আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডরা বলল এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮-৯ বছর নোটিশ করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম, কিন্তু আমাদের ঐ কমেডিটা করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না। তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারাক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারাক।’  
১১ এপ্রিল ২০২৪, ১৫:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়