• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
নবগঙ্গা থেকে উদ্ধার ৯ বছরের শিশুর মরদেহে ধর্ষণের আলামত
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া ৯ বছরের এক শিশুর মরদেহ ময়নাতদন্তকালে ধর্ষণের আলামত পাওয়া গেছে।  শুক্রবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস।  এর আগে গত বুধবার (১ মে) ইটভাটায় বাবার জন্য দুপুরের খাবার দিতে এসে নিখোঁজ হয় শিশুটি। পরদিন বৃহস্পতিবার (২ মে) দুপুরে কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস ইট ভাটায় বাবাকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং মরদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ শিশুটির স্বজনরা সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। শুক্রবার রাতে মরদেহটির ময়নাতদন্ত শেষ হয় এবং চিকিৎসক জানান যে, শিশুটির মরদেহে ধর্ষণের আলামত রয়েছে।  এ ব্যাপারে খোঁজ নিতে যোগাযোগ করা হয় নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌসের সঙ্গে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শনিবার (৪ মে) ল্যাব টেষ্ট করে কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করা হবে।   
১৮ ঘণ্টা আগে

বেইলি রোডে আগুন / ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  শুক্রবার (১ মার্চ) সকাল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সিআইডির একটি টিম সকাল থেকে ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। সিআইডির পাশাপাশি পিবিআইয়ের দলকেও দেখা যায় আলামত সংগ্রহ করতে। এদিকে ঘটনাস্থল ঘিরে রেখেছে র‍্যাব ও পুলিশ। বেইলি রোডের যান চলাচল বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ৯টা ৫৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরবর্তীতে ইউনিট বাড়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ৩ প্লাটুন সাধারণ আনসার ছাড়াও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১ প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়। তারা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করে। এ ছাড়াও উদ্ধার কার্যক্রমে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও। একপর্যায়ে ১৩ ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, এ ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।   
০১ মার্চ ২০২৪, ১২:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়