• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
চলতি বছর কলেজে আসন খালি থাকবে আট লাখের বেশি
চলতি বছর এসএসসি পাস করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির পরও আট লাখের বেশি আসন খালি থাকবে। তবে মানসম্পন্ন কলেজে ভর্তিতে প্রতিযোগিতা থাকবে। শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, সারা দেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। এসএসসি পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। অর্থাৎ, এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হলেও আট লাখের বেশি আসন খালি থেকে যাবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে। আগামী ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।
১৯ মে ২০২৪, ১৭:০৮

আট মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে বিশ্বের সেরা এয়ারলাইনস
সিঙ্গাপুর এয়ারলাইনসের রেকর্ড বার্ষিক মুনাফা অর্জন করায় কর্মীদের প্রায় আট মাসের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির এই এয়ারলাইনসের একজন মুখপাত্র কর্মীদের বোনাস দেওয়ার তথ্য জানিয়েছেন বলে বৃহস্পতিবার খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তিনি বলেছেন, এয়ারলাইনসের যোগ্য কর্মীদের ৬ দশমিক ৬৫ মাসের বেতনের সমান মুনাফা দেওয়া হবে। এছাড়া করোনাভাইরাস মহামারির সময় তাদের কঠোর পরিশ্রম আর ত্যাগের স্বীকৃতিস্বরূপ আরও দেড় মাসের বোনাস প্রদান করা হবে। তবে সংস্থাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপকরা অতিরিক্ত এই বোনাস পাবেন না। মুখপাত্র বলেছেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের কর্মীদের বোনাস দেওয়ার এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বার্ষিক মুনাফা-বন্টন বোনাস কাঠামোর ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। আমাদের স্টাফ ইউনিয়নও এই বোনাসের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে। মঙ্গলবার এই নগর রাষ্ট্রের সরকারি পতাকাবাহী বিমানসংস্থাটি গত তিন বছর ধরে ব্যবসায় টানা লোকসানের পর ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ২ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার আয়ের কথা জানিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস বলেছে, প্রতিষ্ঠানের মুনাফার ক্ষেত্রে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ায় যাত্রীসেবা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিঙ্গাপুর এয়ারলাইনস ও এর বাজেট বিমানসংস্থা স্কুট গত বছর ২ কোটি ৬৫ লাখ যাত্রী পরিবহন করেছে। ২০২২ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের ১২ মাসের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে যাত্রী পরিবহনের এই সংখ্যা ছয় গুণেরও বেশি। করোনাভাইরাস মহামারির সময়ের তুলনায় গত বছরে এই দুই বিমান সংস্থার যাত্রী পরিবহন প্রায় ৭৯ শতাংশ বেড়েছে। সিঙ্গাপুরের এই বিমানসংস্থার রেকর্ড মুনাফা লাভের বিষয়টি অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনসের মতোই হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অস্ট্রেলিয়ার এই বিমানসংস্থাও রেকর্ড মুনাফা অর্জনের তথ্য জানিয়েছিল। তবে সেই সময় মুদ্রাস্ফীতির চাপ এবং যাত্রী পরিবহনে বিমান সংস্থাগুলোর প্রতিযোগিতা সম্পর্কে সতর্ক করে দেয় কান্তাস। গত সোমবার সিঙ্গাপুর এয়ারলাইনস জানায়, কেবল চলতি বছরের এপ্রিলেই তারা বিভিন্ন গন্তব্যে ১৭ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশের বেশি।  সূত্র: ব্লুমবার্গ
১৮ মে ২০২৪, ১৫:৪৫

চার ম্যাচে আট উইকেট নিয়েও বিশ্বকাপ দল থেকে বাদ সাইফউদ্দিন 
নানান নাটকীয়তার পর বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।  এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেঁড়েছিলেন সাইফউদ্দিন; যার ফলে জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পেয়েছিলেন এই পেস অলরাউন্ডার।  দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই প্রথম ম্যাচে চার ওভার বল করে ১৫ রান খরচে ৩ উইকেট শিকার করেন তিনি। সিরিজে চার ম্যাচ খেলে আট উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এতে সবাই অনেকটায় নিশ্চিত ছিল, যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিমানে উঠবেন এই পেস অলরাউন্ডার।  তবে বাংলাদেশের দল ঘোষণা হবে আর চমক থাকবে না তা অসম্ভব। শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব।  জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচে সুযোগ পেয়ে ভালো করতে পারেননি তানজিম সাকিব। প্রথম ম্যাচে ২৬রান খরচ করে উইকেট পান একটি। চতুর্থ  ম্যাচে ৪২ রান খরচ করেও কোনো উইকেট পাননি তিনি। তবে বিশ্বকাপের বিমানে উঠবেন তিনি।  সাইফউদ্দিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসিবে প্রধান নির্বাচক বলেন, সবশেষ ম্যাচ গুলোতে জিম্বাবুয়ে সিরিজে ইয়োরকার ডেলিভারি করতে ব্যর্থহয়েছেন।
১৪ মে ২০২৪, ১৪:২১

টানা আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা আট দফা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম। ভরিপ্রতি এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৪ মে) সন্ধ্যায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। রোববার (৫ মে) থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ১০ হাজার ২১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পাঁচ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ মে) প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ৯ হাজার ১৬৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম  এক লাখ চার হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৩১১ টাকা ও সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ২৭৬ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে গত ১৭ দিনের ব্যবধানে দেশের বাজারে ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৯ বারই কমানো হয়েছে দাম। আজকের আগে সবশেষ টানা ৮ দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল মোট ১০ হাজার ২৬৫ টাকা। উল্লেখ্য, চলতি বছরের প্রথম চার মাসে দেশের বাজারে ১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৭ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১০ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
০৪ মে ২০২৪, ২৩:০৯

লঙ্কানদের আট উইকেটে গুঁড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচটি ছিল সিরিজ রক্ষার ম্যাচ। এই ম্যাচে লঙ্কানকের আট উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। বুধবার (৬ মার্চ) সিলেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। প্রথম ব্যাট করে স্বাগতিকদের ১৬৬ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে পাঁচ উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। এতে ব্যাটে বলে দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। ১৬৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দুজনের ব্যাটে ভর করে উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৩ রান তোলে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ২২ বলে ২৬ রান করে পাথিরানার বলে ক্যাচ আউট হন তিনি। এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাজমুল হাসান শান্ত। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগোতে থাকে টাইগাররা। হৃদয় কিছুটা ধীর গতিতে ব্যাট করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলায় শান্ত। শেষ পর্যন্ত হৃদয়ের ২৫ বলে ৩২ রান এবং শান্তর ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আট উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। শেষ বলে ছক্কা মেরে নিজের ফিফটি ও ম্যাচ জেতান অধিনায়ক শান্ত। টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে ভালো শুরু করে তাসকিন। ফার্নান্দো শূন্য হাতে ফিরলেও কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে পাওয়া প্লেতে ৪৯ রান তুলতে পারে লঙ্কানরা। ২২ বলে ৩৬ রান করে ক্যাচ আউট হন কুশল মেন্ডিস। কুশলের বিদায়ের পর পিচের বেশিক্ষণ টিকতে পারেনি কামিন্দুও। ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। চারিথ আশালাঙ্কাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা। তবে ইনিংস বড় করতে পারেন তিনি। ১১ বলে ৭ রান করে মোস্তাফিজের প্রথম শিকার হন এই লঙ্কান ব্যাটার।সামারাবিক্রমার বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন আসালাঙ্কা। তবে ১৪ বলে ২৮ রান করে মাহেদীর বলে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার। সপ্তম উইকেটে দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ পর্যন্ত শানাকার ১৮ বলে ২০ রান এবং ম্যাথিউসের ২১ বলে অপরাজিত ৩২ রানে ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।  
০৬ মার্চ ২০২৪, ২১:৪৯

আট উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ
  টাইগারদের আট উইকেটের জয় হৃদয় কিছুটা ধীর গতিতে ব্যাট করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলায় শান্ত। শেষ পর্যন্ত হৃদয়ের ২৫ বলে ৩২ রান এবং শান্তর ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আট উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।     শান্ত-হৃদয় জুটি লিটনের আউটের পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাজমুল হাসান শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে টাইগাররা।   সৌম্যর পর লিটনের বিদায় সৌম্যর বিদায়ের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেনি লিটনও। ২৪ বলে ৩৬ রান করে পাথিরানার দ্বিতীয় শিকার হন এই টাইগার ওপেনার।   ভালো শুরু পর সৌম্যর বিদায় ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য সরকার। ২২ বলে ২৬ রান করে পাথিরানাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।     পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ফিফটি জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে বাংলাদেশ।   ১৬৬ রানের লক্ষ্য পেল টাইগাররা সপ্তম উইকেটে দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ পর্যন্ত শানাকার ১৮ বলে ২০ রান এবং ম্যাথিউসের ২১ বলে অপরাজিত ৩২ রানে ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।   আসালাঙ্কাকে ফেরালেন মাহেদী সামারাবিক্রমার বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন চারিথ আসালাঙ্কা। তবে ১৪ বলে ২৮ রান করে মাহেদীর বলে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার।   মোস্তাফিজের প্রথম শিকার চারিথ আশালাঙ্কাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা। তবে ইনিংস বড় করতে পারেন তিনি। ১১ বলে ৭ রান করে মোস্তাফিজের প্রথম শিকার হন এই লঙ্কান ব্যাটার।   কুশলের পর কামিন্দুর বিদায় কুশলের বিদায়ের পর পিচের বেশিক্ষণ টিকতে পারেনি কামিন্দুও। ১০তম ওভারের তৃতীয় বলে রিশাদকে বিশাল ছক্কা হাঁকান কামিন্দু মেন্ডিস। পরের বলেই রান আউটে কাটা পড়েন তিনি। ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।   কুশল মেন্ডিসকে ফেরালেন সৌম্য কামিন্দু কিছু ধীরে ব্যাটিং করলেও দ্রুত রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। তবে এই ডান হাতি ব্যাটারকে সাজঘরে ফেরান সৌম্য সরকার। ২২ বলে ৩৬ রান করে ক্যাচ আউট হন তিনি।   পাওয়া প্লেতেই ৪৯ রান সফরকারীদের ফার্নান্দো শূন্য হাতে ফিরলেও কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে পাওয়া প্লেতে ৪৯ রান তুলতে পারে লঙ্কানরা।   তাসকিনের প্রথম আঘাত  ইনিংসের প্রথম ওভারেই দুর্দান্ত শুরু করেন টাইগার পেসার শরিফুল ইসলাম। টানা ছয় বল ডট দিয়ে মেইডিন ওভার করেন এই বাঁহাতি পেসার। পরের ওভারের তৃতীয় বলে অভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে ভালো শুরু করে তাসকিন।     বাংলাদেশ একাদশ লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।   শ্রীলঙ্কা একাদশ আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাক্কা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশানা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।   টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানো ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা।    
০৬ মার্চ ২০২৪, ২২:০৮

আট গান নিয়ে রুমনের আট মিনিটের অভিনব অ্যালবাম
দুই যুগের বেশি সময় ধরে পেশাদার সংগীতের চর্চা চালিয়ে যাচ্ছেন পার্থিব ব্যান্ডের অন্যতম সদস্য রুমন। তবে মাঝে কিছু সময়ের জন্য গান প্রকাশে অনিয়মিত ছিলেন তিনি। ২০২০ সালে ‘ঝাপসা’ গান প্রকাশের মাধ্যমে ফের নিয়মিত হন সংগীত জগতে। একের পর এক নতুন গান নিজের প্ল্যাটফর্মে প্রকাশ করতে থাকেন। এবার আট গান নিয়ে আট মিনিটের অভিনব এক অ্যালবাম প্রকাশ করলেন রুমন। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ‘অপ্রচলিত’ নামের অ্যালবামটি প্রকাশ করেন রুমন। আটটি গান নিয়ে তৈরি করে হয়েছে অ্যালবামটি। এর দৈর্ঘ্য আট মিনিট। শুধু তাই নয়, অ্যালবামটিতে আলাদা আলাদা গল্পের ভিডিও রয়েছে। আর এই অ্যালবামটি দিয়ে সবার সামনে নতুন ভাবনার পরিচয় করালেন রুমন। রুমনের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শোনা যাবে গানগুলো। রুমনের এই উদ্যোগকে স্বাগত জানাতে প্রকাশনা অনুষ্ঠানে ব্যান্ড তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন— মাকসুদুল হক, ফুয়াদ নাসের বাবু, শহীদ মাহমুদ জঙ্গী, হামিন আহমেদ, লাবু রহমান, মানাম আহমেদ, টিপুসহ অনেকেই। এ প্রসঙ্গে রুমন বলেন, এক মিনিট দৈর্ঘ্য বা তারও কম সময়ের গান থাকতে পারে। আছেও নিশ্চয়ই। কিন্তু আটটি গান দিয়ে আট মিনিটের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম পৃথিবীতে এর আগে হয়েছে বলে আমার জানা নেই। সে জন্যই অ্যালবামের নাম দেওয়া হয়েছে ‘অপ্রচলিত’। প্রকাশের জন্যও ২৯ ফেব্রুয়ারি দিনটি বেছে নেওয়ার কারণ— এটা বিশেষ দিন, চার বছর পরপরই একবার আসে। জানা গেছে, সংগীতজীবনের শুরুতে ইগনিয়াস ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকলেও পার্থিব ব্যান্ড দিয়ে শ্রোতা-দর্শকদের মনে জায়গা করে নেন রুমন। তিন দশকের বেশি সময় ধরে ব্যান্ডের রেকর্ডিং এবং স্টেজ শোর পাশাপাশি টুকটাক বিজ্ঞাপনচিত্র, নাটক ও চলচ্চিত্রের গানেও কাজ করেছেন রুমন। অ্যালবামের দৈর্ঘ্য মাত্র আট মিনিট হলেও এটি তৈরি করতে এক মাসেরও বেশি সময় লেগেছে। তবে গেল বছরের মাঝামাঝিতেই রুমনের মাথায় এই ভাবনাটা এসেছিল। সেই গল্পটা উল্লেখ করে রুমন বলেন, গেল বছরের একদিন ড্রামার ও ছোট ভাই সামিউল মাশুক এন্টনি কথায় কথায় আমাকে বলে, আমাকে গানের একটা প্রজেক্ট তৈরি করতে বলে। যেখানে সব গানের ডিউরেশন হবে এক মিনিটের। যদিও সেসময় আমি হেসে উত্তর দিয়েছিলাম, করাই যায়। তবে সত্যি বলতে কি, ব্যাপারটা তখন সিরিয়াসলি নেইনি আমি। এর বা দুই-এক মাস পর গীতিকবি বাপ্পী খান ভাইয়ের ওয়ালে একটা ছোট্ট লেখা— ‘এই মেঘলা সুন্দরী রাতে’ দেখি। লেখাটা ভীষণ ভালো লাগে। সুর করি সঙ্গে সঙ্গেই। বাপ্পী ভাইকে পাঠাতেই তিনিও ভীষণ পছন্দ করেন। এই গায়ক আরও বলেন, তখনই এন্টনির সেই ভাবনা আবার মাথায় আসে। শুরু হয় এই প্রজেক্ট। বাপ্পী ভাইয়ের ছোট ছোট লেখায় আমি একের পর এক সুর করতে থাকি। সঙ্গে যোগ হতে থাকে গালিব, মারুফ আর মেঘলার লেখা। সেই অনেকগুলো গান থেকে আটটা বেছে নিয়ে তৈরি হয় ‘অপ্রচলিত’ অ্যালবামটি। গানকে এক মিনিটে আনার জন্য কোনো লেখাকেই সামান্যতম কাটছাঁটও করা হয়নি। এতটুকুই ছিল প্রতিটি লিরিক।   ‘অপ্রচলিত’ অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো— ‘অন্য ভুবন’, ‘ঝুম’, ‘একটি প্রেমের গল্প’, ‘সে তুমি আর কে?’, ‘প্রসঙ্গ প্রিয়তম’, ‘জলের সিঁড়ি’, ‘নিদারুণ গুনগুন’ ও ‘মেঘলা সুন্দরী রাতে’। অ্যালবামটি নিয়ে রুমন আরও বলন, ‘প্রতিটি গানের আলাদা আলাদা ধাঁচের, শ্রোতা-দর্শকদের নিয়ে যাবে আলাদা ভাবনায়। কখনো জীবনের গভীরে মগ্ন, কখনো ঝুম বৃষ্টিতে বাস্তবে ফেরা। এর মধ্যেই শেষ হবে পুরো অ্যালবাম!’
০২ মার্চ ২০২৪, ১৩:৩৯

আট বছরের সম্পর্কের ইতি টানলেন সালমান!
বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। লম্বা ক্যারিয়ায়রে তার জীবনে সঙ্গিনীর অভাব ছিল না। শাহীন জাফরি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা কাইফের বহু তারকার সঙ্গে একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রেমে জড়ালেও কোনটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি।  ২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী, অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। আট বছরের ধরে সম্পর্কে ছিলেন তারা। খান বাড়িতে এক সময় থাকতেন এই বিদেশিনী। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন সালমান। কিন্তু না, এবার সেই সম্পর্কও ভাঙল সালমানের! সম্প্রতি সপরিবারে সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে দুবাই গিয়েছেন সালমান। সঙ্গে রয়েছেন ইউলিয়াও। তবে ‘ভাইজান’-এর হাবভাব দেখে অনেকের ধারণা, ইউলিয়ার সঙ্গেও সম্পর্কে ইতি টেনেছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে অভিনেতা ও তার মায়ের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়। তবে এটি ছাড়াও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ইউলিয়া। পিছনে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সলমন। বার বার পিছনে ফিরে সালমানের দিকে তাকাচ্ছেন ইউলিয়া। কিন্তু খানিক চোখ পাকিয়ে মুখ ফিরিয়ে নেন অভিনেতা। তাতেই নেটপাড়ার একাংশের ধারণা, এই প্রেমটাও টিকল না তার। গত বছর একটি টক শোতে গিয়ে সালমান খান নিজেই স্বীকার করেছেন, প্রেমে গেরো আছে আমার! যদিও নিজের বার বার প্রেম ভাঙার দায় নিয়েছেন নিজেই। তিনি সে সময় জানান, প্রেমিকাদের দোষ নয়, বরং দোষ রয়েছে তার নিজের মধ্যেই। প্রায় ৫৮-র কাছাকাছি বয়স। তার কুমারত্ব ঘুচবে কি না— প্রশ্ন অনুরাগীদের।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩০

জাবির ধর্ষণকাণ্ডে ইউজিসির আট সুপারিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা পরিদর্শনের প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৮ সুপারিশ করা হয়েছে।   সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। প্রতিবেদনের সুপারিশগুলো হলো- ১. গত ৩ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে সংঘটিত ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ন্যূনতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।  ২. বিভিন্ন সময়ে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।  ৩. জাবি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, তাই হলের আসন সংখ্যার সমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হওয়া বাঞ্ছনীয়।  ৪. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বহিরাগতদের প্রবেশের যে ৩টি রাস্তা রয়েছে তা বন্ধ করে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে পারে।  ৫. ক্যাম্পাসে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা উচিৎ এবং প্রতিটি স্থান নজরদারীর আওতায় নিয়ে আসা প্রয়োজন।  ৬. ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের অবশ্যই হলের নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য করতে হবে।  ৭. নিয়মিতভাবে শিক্ষাজীবন সম্পন্ন করা শিক্ষার্থীদের হলের সিট অবশ্যই বাতিল করে হলে অবস্থান নিষিদ্ধ করতে হবে।  ৮. বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ব্যতীত বহিরাগত কেউই হলের কক্ষে প্রবেশ এবং হলে অবস্থান কার্যকরভাবে নিষিদ্ধ করতে হবে। সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়ন করে কমিশনকে লিখিতভাবে অবহিত করার অনুরোধও জানানো হয়। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, সুপারিশগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা নেই বললেই চলে। জাবির আইনে যেগুলো মানা সম্ভব, সেগুলো আমরা অবশ্যই মানব। আর এ জন্য শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। তবে বহিরাগতদের প্রবেশের বিকল্প রাস্তা তৈরিতো এতো সহজ নয়, আমরা গেট বন্ধ করতে পারি। আমরা এ বিষয়ে ইউজিসির সহযোগিতা চাইবো। তিনি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নিপীড়ক শিক্ষক হলেও তার কোন ছাড় নেই। নিয়মের বাইরে আমি কিছুই করবো না। নিয়মে যা শাস্তি হয়, তাই দেওয়া হবে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৬

আট গোলের ম্যাচে দুর্দান্ত জয় পেল ব্রাজিল
দুবাইতে অনুষ্ঠিত হয়েছে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে ৬টি মহাদেশের ১৬টি দেশ। আসরের দ্বিতীয় দিনে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিচ সকার ফুটবলের নিয়মানুসারে ১২ মিনিট করে তিন পিরিয়ডে ৩৬ মিনিটের ম্যাচ হয়ে থাকে।  যেখানে প্রথম পিরিয়ডে ৪-২ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয় পিরিয়ডে আরও এক গোল শোধ করে ওমান। তৃতীয় পিরিয়ডে ওমানের কফিনে শেষ পেরেক ঠুকেন ব্রাজিলের এডসন হাল্ক। এতে করে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সর্বোচ্চ শিরোপাধারীরা।  এই ম্যাচে ব্রাজিলের হয়ে এডসন হাল্ক দুটি, মাউরিসিনহো, কাটারিনো এবং রদ্রিগো একটি করে গোল করেন। ওমানের হয়ে আব্দুল্লাহ আল সাউতি, আব্দুল রহমান আল ফাজারি ও খালিদ আল ওরাইমি একটি করে গোল করেন।  নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২০ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে মেক্সিকোর।  এবারের আসরে লাতিন আমেরিকা থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। বি গ্রুপে খেলছে  আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ব্রাজিল খেলছে ডি গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো।  টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়