• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
ইতিহাস গড়লেন বাঁধন
নতুন এক ইতিহাস গড়লেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এখন থেকে দেশে তিনিই একমাত্র মা, যিনি পেয়েছেন সন্তানের পূর্ণ অভিভাবকত্ব। এর আগে কোনো নারী এককভাবে সন্তানের অভিভাবকত্ব পাননি। সোমবার (২২ এপ্রিল) হাইকোর্টের এক আদেশে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পান আজমেরী হক বাঁধন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।  এদিন নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০-এর ১৯(খ) ধারা অনুসারে কোনো নাবালক সন্তানের বাবা জীবিত থাকা অবস্থায় অন্য কারও পক্ষে সেই নাবালকের অভিভাবক হওয়ার সুযোগ নেই। আইনের এই ধারাটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কেন তা সংবিধানের ২৬, ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা এক রুলে জানতে চেয়েছেন হাইকোর্ট।  আদালত প্রাঙ্গণে আইনজীবী সারা হোসেন বলেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার সন্তানের অভিভাবকত্ব পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে আর কোনো উদাহরণ নেই যে নারীরা সন্তানের অভিভাবকত্ব পাচ্ছেন। তিনি আরও বলেন, এটা  অনেক বড় একটা অর্জন। এই একটি ঘটনা ছাড়া আর কাউকে অভিভাবকত্ব দেওয়া হচ্ছে না। উচ্চ আদালতের এই রুল জারির খবরে দারুণ খুশি বাঁধন। তিনি বলেন, এই অর্জনটা শুধু আমারই থাকুক তা চাই না। চাই বাংলাদেশের সব মেয়ের অধিকার থাকুক তার সন্তানের ওপর। ২০১৮ সালের ৩০ এপ্রিল ঢাকার দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক ইসরাত জাহান একমাত্র কন্যাসন্তান মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব দিয়েছিলেন বাঁধনকে।  সে সময় বাঁধন এই রায়ের মাহাত্ম্য পুরোপুরি বুঝতে পারেননি।  সময়ের সঙ্গে বদলেছে তার অনুধাবন শক্তি। বুঝতে পেরেছেন এ রায়ের গুরুত্ব।  বাঁধন বলেন, আদালত যখন রায়টি দিয়েছিলেন, সে সময় এর গুরুত্ব ততটা বুঝতে পারিনি। বাচ্চার সব দেখভাল আমিই করতাম, তাহলে আমি কেন তার অভিভাবক হতে পারব না। সন্তানের দায়িত্ব তার বাবা কখনো পালন করেনি। এমনকি আদালতে সেটা প্রমাণও করতে পারেনি। আর তাই আদালত অভিভাবকত্বের ভার আমার ওপরেই দিয়েছিলেন। অভিভাবকত্ব আইন নিয়ে এই অভিনেত্রী বলেন, সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে বাবা বেঁচে থাকতে কখনো মাকে এ দায়িত্ব দেওয়া হয় না। যদি বাবা না পান সে ক্ষেত্রে দাদা-চাচা, এমনকি নানা-মামারা অভিভাবকত্ব পান। অনেক পরে আসে মায়ের নাম। যে কারণে আমারটা ব্যতিক্রমী একটা রায় ছিল। বাঁধন বলেন, আমাদের প্রচলিত আইনে একটা লুপ হোল কিন্তু আছে, মাকে অভিভাবকত্ব দেওয়া যাবে, তবে যে শর্তগুলো পূরণ করতে হবে সেটা খুবই কঠিন। কাস্টডি আর অভিভাবকত্ব এক নয়। অভিভাবকত্ব সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আমাদের আইনে বাবা ন্যাচারাল গার্ডিয়ান, অভিভাবকত্বের প্রশ্নে দূর-দূরান্ত পর্যন্ত মায়ের অস্তিত্ব নেই আসলে। এসব জায়গায় অনেক সংশোধনী আনা প্রয়োজন বলে আমার মনে হয়। পঞ্চম শ্রেণি পড়ুয়া সায়রা এখন বুঝতে শিখেছে। সারাক্ষণ থাকে মায়ের আশেপাশেই। সময় পেলে মা-মেয়ে একসঙ্গে ঘুরে বেড়ায় দেশ-বিদেশও। মায়ের এই অর্জন নিয়ে মেয়ের কোনো ধারণা আছে? বাঁধন বলেন, সায়রার অত ধারণা নেই। সে শুধু জানে তার মা তাকে কাছে রাখার জন্য লড়াই করেছে এবং জিতেছে। সঙ্গে এটাও জানে, তার মা একজন ফাইটার। 
২৪ এপ্রিল ২০২৪, ১৯:১০

পুলিশ অফিসার বাঁধন, টিজারেই বাজিমাত (ভিডিও)
আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি।  এবার পুলিশ হয়ে পর্দায় আসছেন বাঁধন। আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সিনেমাটির এক মিনিট চার সেকেন্ডের টিজার। যা রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।      রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, আর রহস্য উদ্ঘাটনের চেষ্টা— এমনই ঝলকে সামনে এলো ‘এশা মার্ডার : কর্মফল’র টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দেন বাঁধন। সিনেমায় খুনসহ ধর্ষণের কথা উঠে আসে। মূলত  চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।    ‘এশা মার্ডার : কর্মফল’ নির্মাণ করছেন সানী সানোয়ার। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন কপ ক্রিয়েশন ও বিঞ্জ। আর সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির।  এ প্রসঙ্গে বাঁধন বলেন, এএসপি লিনা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে, গল্পটা যেহেতু আমার দারুণ লেগেছে তাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস দর্শক টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন। সিনেমাটির লেখক ও নির্মাতা সানী সানোয়ার বলেন, এই টিজারে পুরো চলচ্চিত্রের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করেছি। যেটা দেখে দর্শক সিদ্ধান্ত নিতে পারেন, এশা মার্ডার তারা দেখবেন কি, দেখবেন না। যদিও গান, ট্রেলারসহ আরও অনেক কিছু এখনও বাকি রয়েছে।    প্রসঙ্গত, ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমায় বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন—পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।  
২০ মার্চ ২০২৪, ১৯:৫৩

এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে বাঁধন
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে বসতে যাচ্ছেন বাঁধন।   আগামী ২৯ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫তম আসর। দেশটির সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাঁধন। শুধু তা-ই নয়, তিনি হতে যাচ্ছেন জুরি প্রধান।     বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে বাঁধন বলেন, এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ সম্মানিত বোধ করছি। এমনিতে আমি আমার কাজ ‘রেহানা’ ও ‘খুফিয়া’ নিয়ে বিভিন্ন দেশের উৎসবে ভ্রমণ করেছি। ওটা একধরনের অভিজ্ঞতা। আর জুরি হওয়া আরেক অভিজ্ঞতা। এটা আমাকে সমৃদ্ধ করবে।  চলচ্চিত্র উৎসবটির ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক সিনেমা। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতেই মূলত প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বাঁধন।  বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা সিনেমাগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন বাঁধন ও তার জুরিবোর্ড।   এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। এই উৎসবে অফিশিয়াল জুরিদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির পর্দা নামবে আগামী ৭ মার্চ। এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’-এও  জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।   
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬

ওই সময়ে তিনি আমার জীবন রক্ষা করেছেন : বাঁধন
আজমেরী হক বাঁধন। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বাঁধন। তবে একদিনে আজকের এই জায়গায় পৌঁছাননি তিনি। অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।     ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম করেছেন বাঁধন। তবে সব প্রতিকূলতা পেছনে ফেলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। দেশের সীমানা ছাড়িয়ে গেছে তার খ্যাতি। কিন্তু বাঁধনের জীবনের এই দুঃসময়ে আশীর্বাদ হয়ে পাশে দাঁড়িয়েছিলেন  একজন মানুষ। আর সেই মানুষকেই এবার সবার সামনে পরিচয় করালেন বাঁধন।   শুক্রবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দেন বাঁধন। এতে দেখা যায়, এক নারীর সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।  পাঠকদের সুবিধার জন্য বাঁধনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— তিনি আমার জীবনরক্ষাকারী। তাকে ছাড়া আজকের বাঁধন হতে পারতাম না। মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীন তাকে শিক্ষক হিসেবে পাই। তখন বিডি৭-এর মেধাবী শিক্ষার্থী ছাড়া আর কিছুই ছিলাম না।  যখন আমার জীবন দুর্বিষহ হয়ে উঠে, জোরপূর্বক আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়, আমি রিহ্যাবে ছিলাম, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়ও গিয়েছিলাম। আমার কাছে তারা (অজানা) অস্বস্তিকর ছিলেন। কিন্তু তিনি এমনই একজন ব্যক্তি যে, আমার সবখানে ছিলেন। আমি বলতে চাচ্ছি না, তিনি কী করেছেন। কিন্তু তিনি শুধু আমাকে রক্ষা করেছেন। ওই সময়ে তিনি আমার জীবন রক্ষা করেছেন। আজ আমি যা করছি, তা তার এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার প্ল্যাটফর্মের কারণে। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।  প্রসঙ্গত, বাঁধন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। তার নির্মিত এই সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। এতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন— টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বিসহ অনেকেই। 
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়