• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২৪, ১০:৪৯
স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসা অনুষ্ঠিত 
ছবি : আরটিভি

স্কাউট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে মহাতাবু জলসা। এতে সাংস্কৃতিক পর্বে শিক্ষকরা দলীয় সংগীত ও কবিতা আবৃত্তি করেন। এর আগে আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার ও কোর্স লিডার খন্দকার শামসুদ্দীন আহমেদ, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, সহকারী কমিশনার নূরুল ইসলাম, জেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম রশিদসহ আরও অনেকে।

এ দিকে বিকালে সেশন পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এ সময় তিনি স্কাউট আইন-বিধি বিধান, শিশু অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ দিনের এ কোর্সে, কোর্স লিডারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার খন্দকার শামসুদ্দীন আহমেদ। শনিবার সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হবে এ কোর্স।

কোর্সে স্কাউটসের বিভিন্ন আইন বিধি-বিধান জানার পাশাপাশি দুর্যোগকালীন ঝুঁকি মোকাবেলাসহ দেশের যে কোন প্রয়োজনে স্কাউট সদস্যদের করণীয় নিয়ে হাতে কলমে অংশগ্রহণকারী শিক্ষকদের শিক্ষা দেওয়া হয়। যাতে তারা বিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীদের যথাযথভাবে শেখাতে পারেন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষক অংশ নেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে স্কাউটস সমাবেশ উদ্বোধন
স্কাউটিংয়ের মাধ্যমে যুবসমাজকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে : রাষ্ট্রপতি
‘স্কাউটিংকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে’ 
X
Fresh