• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
সুনামগঞ্জে পরকীয়া সন্দেহে ও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। ঘটনার পর ঘাতক স্বামী রহমত আলী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ মে) রাত সাড়ে ১১ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় সুরমা নদীরপাড়ে এই ঘটনা ঘটে।  নিহত গৃহবধূর নাম সুমা আক্তার (১৯), তিনি সুরমা ইউনিয়নের বেরিগাওঁ গ্রামের রহমত আলীর দ্বিতীয় স্ত্রী। বিশ্বম্ভপুর উপজেলার মতুরকান্দি গ্রামের কিশোরগঞ্জ মহল্লার মৃত গোলাপ মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, রহমত আলী ও সুমা আক্তার এক বছর আগে প্রেম করে বিয়ে করেন। গত ৪ মাস যাবত সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায় ভাড়ায় বসবাস করেন। স্ত্রীর পরকীয়া সন্দেহের ও পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত।  বুধবার রাত সাড়ে ১১ সুরমা নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে রড দিয়ে মাথায় আঘাত ও বুকে ছুরি দিয়ে আঘাত করে স্ত্রী সুমাকে হত্যা করে স্বামী রহমত আলী। এরপর মরদেহ বনের মধ্যে রেখে আসেন৷ নিহতের মায়ের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রহমত আলীকে বুধবার রাতেই আটক করে। মরদেহ ও হত্যাকান্ডে ব্যবহৃত রড ও ছুরি উদ্ধার করে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস সদর থানায় সংবাদ সম্মেলনে জানান, পরকীয়া সন্দেহের ও পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুমাকে বুধবার রাতে সুরমা নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে রড ও ছুরি দিয়ে হত্যা করেছে স্বামী রহমত আলী। তাকে গ্রেপ্তার করে হত্যাকান্ডে ব্যবহৃত রড ও ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের কথা সে স্বীকার করেছে।     
১১ ঘণ্টা আগে

যেসব অভিযোগে মামলা হচ্ছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একাধিক মামলা হবে। মিল্টনের বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে। বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন আটকের পর রাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হারুন অর রশীদ। হারুন অর রশীদ বলেন, অভিযোগের বিষয়ে মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সব কিছু তদন্ত করা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা জঘন্য অপরাধ। প্রমাণ মিললে ছাড় দেওয়া হবে না। ডিবিপ্রধান আরও বলেন, মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, শিশুদের ওপর হামলা, আত্মীয়-স্বজনকে মারপিট এবং টর্চার সেল, সব কিছুই মামলার মধ্যে আসবে। আশ্রমের কার্যক্রম চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিল্টনের লোকজন সেখানে রয়েছে, স্বাভাবিকভাবেই আশ্রমের কার্যক্রম চলবে। এর আগে, মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। প্রসঙ্গত, অসহায়-দুস্থদের সেবায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামে একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন মিল্টন সমাদ্দার। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা। জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি-বেসরকারি নানান পুরস্কার।
০২ মে ২০২৪, ০১:৪৩

ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে আটক করেছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা। তাকে আটকের আগে বিষয়টি অবহিত করা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।  বুধবার (২৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়। অপরাধ প্রমাণিত হলে উপ-প্রতিরক্ষামন্ত্রীর বড় অংকের জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২০২২ সালে প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির প্রতিষ্ঠিত গ্রুপ দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ) ইভানভকে 'রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলিতে নির্মাণের সময় দুর্নীতির পরিকল্পনায়' অংশগ্রহণের জন্য অভিযুক্ত করেছিল। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, গত আট বছর ধরে তৈমুর ইভানভ রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বেও ছিলেন তিনি। 
২৪ এপ্রিল ২০২৪, ১১:২৪

প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
নরসিংদীর পলাশে ৭ম শ্রেণিতে পড়ুয়া মাদরাসার এক ছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাকিব মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত সাকিব মিয়া কুমারটেক গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।  তথ্যটি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সাকিব মিয়া মাদরাসায় পড়ুয়া ওই কিশোরীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে সম্প্রতি কথা বলার জন্য ওই কিশোরীকে একই গ্রামের কারিমা (৩৫) নামের এক নারীর ফাঁকা বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে সাকিব মিয়া। পরে সেখান থেকে ওই কিশোরী দৌড়ে পালিয়ে যায়।  তিনি আরও জানান, লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি মেয়েটির পরিবার। তবে গত ১৬ এপ্রিল ফের ওই কিশোরীকে কুপ্রস্তাব দিলে বিষয়টি সামাজিকভাবে জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত সাকিব মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে বলেও জানান ওসি।
২২ এপ্রিল ২০২৪, ১৬:২০

শিল্পী সমিতির নির্বাচন / আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নিয়ে এফডিসিতে উৎসবের আমেজ বইছে। এরইমধ্যে ডিপজলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন সাদিয়া মির্জা নামে এক অভিনেত্রী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, সাদিয়া মির্জা নামে ওই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলকে ৬ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর চিঠি দিয়েছি।  এদিকে সঠিক কারণ দর্শাতে না পারলে ডিপজলের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার খসরু। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত হলে ডিপজলের প্রার্থিতা বাতিল হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সাধারণ সম্পাদক পদে থাকা নিপুণ আক্তারের। এ নিয়ে মিশা-ডিপজল প্যানেলের চিত্রনায়ক আলেকজান্ডার বোকে প্রশ্ন করলে তিনি জানান, একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে আমরা চাই সুষ্ঠ নির্বাচন। এমন অভিযোগ আমরা অন্য প্যানেল থেকেও পেয়েছি, কিন্তু তাতে আমরা গুরুত্ব দেয়নি।   তিনি আরও বলেন, ডিপজল ভাই এমনিতেই দানবীর। সবাইকে টাকা-পয়সা দান করে থাকেন। এটা নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিষয়টি সুখকর হবে না। তবে বিষয়টি নিয়ে কলি-নিপুণ প্যানেলের কেউ মুখ খোলেননি। কথা বলতে চাননি মিশা-ডিপজল পরিষদের অন্য সদস্যরাও।   নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হবে। দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। পরে ভোট গণনা শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে।  
১৮ এপ্রিল ২০২৪, ২০:১১

মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শুটিং ইউনিটের প্রোডাকশন ম্যানেজারকে। কলকাতার বাকখালিতে ঘটেছে ঘটনাটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  ছবির ইউনিট সূত্রে খবর, শনিবার মধ্যরাতে কলকাতা থেকে বকখালি পৌঁছান ওই রূপটানশিল্পী। প্রোডাকশন ম্যানেজারের কথামতো টিম হোটেলেই ওই নারীর থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু নির্যাতিতা ভারতীয় পুলিশের কাছে জানিয়েছেন, ভোরের দিকে তিনি তন্দ্রা অনুভব করেন। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়।  এরপরই মাঠে নামে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গ্রেফতার করে অভিযুক্ত ওই প্রোডাকশন ম্যানেজারকে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত কলকাতার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার কাজও সেরেছে পুলিশ। এরপর গতকাল সোমবার আদালতে তোলা হয় অভিযুক্তকে। বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন তার। 
১৬ এপ্রিল ২০২৪, ২৩:১২

চিত্রনাট্য চুরির অভিযোগে কড়া জবাব দিলেন ‘ময়দান’র নির্মাতারা
ঈদুল ফিতর উপলক্ষে ভারত জুড়ে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ময়দান’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। এদিকে সিনেমাটি মুক্তির আগেই চিত্রনাট্য চুরির অভিযোগে নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছেন কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার।  মহীশূরের একটি জেলা আদালতের দারস্থ হয়েছিলেন অনিল। তার অভিযোগের ভিত্তিতেই ‘ময়দান’র মুক্তিতে স্থগিতাদেশও জারি করে আদালত। এবার সেই অভিযোগের কড়া জবাব দিলেন সিনেমাটির নির্মাতারা।   ‘ময়দান’ সিনেমার অন্যতম প্রযোজক বনি কাপুর। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তার প্রযোজনা সংস্থা ‘বেভিউ প্রজেক্ট এলএলপি’র তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।  সেখানে নির্মাতারা দাবি করেছেন— তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই রায় দান করেছে। আমাদের কথা শোনা হয়নি।  ওই বিবৃতিতে লেখা রয়েছে, সিনেমা মুক্তির পর এ রকম কোনো রায় দেওয়া হলে মনে রাখতে হবে সেটাই বেআইনি। একই সঙ্গে নির্মাতারা জানান, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক হাই কোর্টে মামলা করতে চলেছেন তারা। অনিলের দাবি, ১৯৫০ সালে ফুটবল দলের বিশ্বকাপ না খেলাকে কেন্দ্র করে তিনি একটি গল্প লেখেন। ২০১০ সালে গল্পটি সেটি মুম্বাইতে রেজিস্ট্রেশন করান তিনি। জানা গেছে, চিত্রনাট্য লেখার পর ২০১৯ সালে ‘ময়দান’ সিনেমার সহ-পরিচালক সুখদাস সূর্যবংশী তাকে মুম্বাইতে ডেকে পাঠান। অনিল তাকে সম্পূর্ণ গল্পটিও শোনান। সেসময় অনিলকে নাকি বলা হয়েছিল, সিনেমাটি তৈরি হলে আমির খান প্রযোজনা করবেন। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। অনিল আরও দাবি করেন, ‘ময়দান’ সিনেমার ট্রেলার এবং অভিনয়শিল্পীদের সাক্ষাৎকার পড়ে তিনি এখন বুঝতে পেরেছেন, যে তার শোনানো গল্প থেকেই নির্মিত হয়েছে সিনেমাটি। গণমাধ্যমকে তিনি বলেন, বুঝেছি, ওরা মূল গল্পের কিছুটা পরিবর্তন করেছেন মাত্র। বাকিটা সবটাই আমার। অনিল নাকি তার গল্পের নাম রাখেন ‘পদকন্দুক’। বর্তমানে দুইপক্ষ ‘ময়দান’-এ নামায় খেলা যে জমে উঠেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দিন শেষে কোন দল জয় নিশ্চিত করে সেটাই এখন দেখার অপেক্ষায় প্রহর গুনছেন নেটিজেনরা।  সূত্র : আনন্দবাজার   
১২ এপ্রিল ২০২৪, ০৯:২৬

হিলিতে বিজিবির থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটক ১
দিনাজপুরের হিলিতে সরকারি কাজে বাধা এবং বিজিবির কাছ থেকে ভারতীয় পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে লিটন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।  আটককৃত আসামি লিটনের দাবি তার কাছে কোন প্রকার ভারতীয় পণ্য ছিলো না। পরিবারসহ স্থানীয় কয়েকজনের দাবি পূর্বে বিজিবির সদস্য ওমর আলীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এ ঘটনা ঘটিয়েছে বিজিবি।  এ বিষয়ে হাকিমপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন বিজিবি সদস্য নায়েক ওমর আলী। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের জিরো পয়েন্টে ডিউটিতে থাকাকালীন সময়ে পাসপোর্টধারী এক মহিলা যাত্রী ভারত থেকে নিয়ম বহির্ভূত দুটি ব্যাগে ভারতীয় পন্ডস বিউটি ক্রিম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ওই যাত্রীকে ব্যাগে থাকা পণ্যের বিষয়ে জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে পারে না। পরে ওই ব্যাগ দুটিতে থাকা ৫৮ কেজি পন্ডস ক্রিম হিলি বন্দর শুল্ক অফিসে পাঠানোর সময় আসামি লিটন আমার পথরোধ করে। সরকারি কর্তব্য পালনে বাধা দিয়ে পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে গিয়ে আঘাত পাই। পরে অন্য কর্তব্যরত বিজিবি সদস্যদের সহযোগিতায় আসামিকে আটক করা হয়। লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার কারণে লিটন নামে এক যুবককে গতকাল বুধবার আটক করা হয়েছিলো। তার নামে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, গতকাল (৩ এপ্রিল) বিকেলে ২০ বিজিবির সদস্যরা লিটন নামে একজনকে আটক করে থানায় মামলা দায়ের করেন। আমরা সকল প্রস্তুতি শেষ করে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
০৪ এপ্রিল ২০২৪, ২১:৩৮

ছাত্রলীগ নেতাকে মারধর, চাঁদা দাবির অভিযোগে আরেক নেতা আটক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিডি অফিসের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান।  আটক অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।   গুরুতর আহত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  রায়হান আহমেদ জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে। এ সময় অনিক খোঁজ খবর নেওয়ার প্রসঙ্গে কথা বলেন। তবে কথার একপর্যায়ে তাকে হঠাৎ করে মারতে শুরু করে। অনিক ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে অনেক সময় ধরে তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর জেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিস থেকে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক তার লোকজন নিয়ে রায়হানের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে এবং অনিককে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
০৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৪

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
রাজবাড়ীতে ভালোবেসে পালিয়ে বিয়ের দেড় বছর পর বাবার বাড়ি থেকে মোছা. স্বর্ণা (১৮) নামের এক তরুণী মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী মো. সোহেল মৃধা (২১) এর বিরুদ্ধে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) এ ঘটনায় মামলা হলে সোহেল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মৃত স্বর্ণা রাজবাড়ী সদরের জৌকুড়া গ্রামের মো. মুন্নাফ মৃধা ওরফে বোনা মৃধার মেয়ে। সোহেল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান জানান, দেড় বছর আগে সোহেল ও স্বর্ণার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে স্বর্ণা সোহেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে দুজন বিয়ে করেন। বিয়ের পর থেকে সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। ১৫-১৬ দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তখন স্বর্ণা রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। সোমবার (১ এপ্রিল) বেলা ১১ টার দিকে সোহেল শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে স্ত্রী স্বর্ণার সঙ্গে সুন্দর ব্যবহার করে সেখানে অবস্থান করে। বিকেল সাড়ে ৩ টার দিকে স্বর্ণার রুমের ভিতরে ডাকচিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন রুমের ভিতরে গিয়ে স্বর্ণার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। সে সময় স্বর্ণার স্বামী সোহেল ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা স্বর্ণাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার স্বর্ণার মা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বর্ণাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তার দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ওড়না উদ্ধার করে জব্দ করা হয়েছে।
০২ এপ্রিল ২০২৪, ২৩:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়