• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়ার পর আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ফিরে পেয়েছেন বাবর আজম। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে বাবরের দ্বিতীয় অধ্যায়। তবে এই সিরিজে বাবরকে বিশ্রামে রাখতে চান হেড কোচ আজহার মাহমুদ। বুধবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের সামনে এমনটিই বলেছেন পাকিস্তানের নতুন হেড কোচ। তিনি বলেন, আবর্তন কৌশলের অংশ হিসেবে বাবরকে বিশ্রাম দেয়া হতে পারে। তবে সিরিজের প্রথম থেকেই দলে থাকবেন শাহিন আফ্রিদি। বাবরকে বিশ্রামে পাঠানোর বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন পাকিস্তান কোচ। অবস্থা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।  আজহার বলেন, বাবর আজম বিশ্রামে থাকতে পারেন, তবে তা নির্ভর করবে পরিস্থিতির ওপর। সিদ্ধান্ত নেয়ার সময় আমরা সব দিক দেখবো।’ এর আগে গুঞ্জন উঠে, নিউজিল্যান্ডের বিপক্ষে ফিটনেস সমস্যার কারণে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না শাহিন আফ্রিদি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আজহার।  তিনি বলেন, শাহিন আফ্রিদি পুরোপুরি ফিট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ তিনি এড়িয়ে যেতে পারেন বলে খবর শুনেছি। তবে এটি গণমাধ্যম থেকে এসেছে এবং অবশ্যই এটি আমাদের কাছ থেকে আসেনি। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির অবসর ভেঙে পাকিস্তান দলের ফেরায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আজহার। তিনি মনে করেন, পাকিস্তান দল এখন সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ। যে কারণে এই সিরিজ জয়ের আশা করছে পাকিস্তান।    
১৭ এপ্রিল ২০২৪, ১৬:৫২

ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত নাদাল!
গত মাসে ইন্ডিয়ানা ওয়েলসের মতো টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলতে প্রস্তুত নন বলেই এমনটা করেছিলেন তিনি। এবার মন্টে কার্লো ওপেন থেকেও নিজের নাম সরিয়ে নিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। এর আগে, ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে গিয়ে চোটে পড়েন নাদাল। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। ইন্ডিয়ানা ওয়েলস দিয়ে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি। মন্টে কার্লো ওপেনে খেলার কথা থাকলেও তা-ও সম্ভব নয় বলে দাবি তার।  সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্প্যানিয়ার্ডের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে জানাতে হচ্ছে, মন্টে কার্লো মাস্টার্সে আমি খেলতে পারব না। শরীর একদমই সায় দিচ্ছে না।’ নাদাল বলেন, ‘যেসব টুর্নামেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ, সেগুলো খেলতে যদি প্রতিদিনের প্রস্তুতিতে নিজেকে নিংড়েও দিই, তবু সত্যটা হলো আমি এখন খেলতে পারব না।’  তিনি যোগ করেন, ‘এসব ইভেন্টে খেলতে না পারা আমার জন্য কত কঠিন ব্যাপার, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ব্যাপারটা মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। এখন শুধু নিকট ভবিষ্যতে তাকিয়ে প্রেরণাটা ধরে রেখে পরিস্থিতির উন্নতি হওয়ার অপেক্ষা করতে পারি।’ এদিকে মন্টে কার্লো ওপেনকে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবেই দেখেন নাদাল। তাই আগামী ২৬ মে থেকে অনুষ্ঠেয় ফ্রেঞ্চ ওপেনে নাদাল খেলবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ১৫:৩৮

বিজ্ঞাপন দেখে মেডিকেলে ভর্তি, ৪২ শিক্ষার্থীর স্বপ্নপূরণ অনিশ্চিত
রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা।  শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা ২০২০-২১ সেশন এবং ২০২১-২২ সেশনে এই মেডিকেল কলেজের পত্রিকায় বিজ্ঞাপন দেখে কলেজে ভর্তি হয়। পরবর্তীতে তারা জানতে পারে কলেজটি বিএমডিসির অনুমোদন নেই এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারেনি এখনও প্রতিষ্ঠানটি।  শিক্ষার্থীরা আরও বলেন, এ বিষয়ে সুরাহার জন্য শাহ মখদুম মেডিকেল কলেজের চেয়ারম্যান মো. জিল্লার রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের (সাবেক সচিব) এবং ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাধীনকে জানালে তারা বলে কলেজের অধিভুক্তি ও অনুমোদন রয়েছে। এরপর তারা একের পর মিথ্যা আশ্বাস দিয়ে কয়েক ধাপে উন্নয়ন ফি নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে জনে জনে ১২ থেকে সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেই। এতে ৪২ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ২১ টি মামলা করেছেন। সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা দ্রুত মাইগ্রেশনের দাবি জানান সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে। 
২৩ মার্চ ২০২৪, ১৬:১৪

সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে রাফির ‘অমীমাংসিত’ মুক্তি অনিশ্চিত
তরুণ নির্মাতা রায়হান রাফী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। আগামী ২৯ ফেব্রুয়ারি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছিল এটি। ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত এই ফিল্মটির ৪০ সেকেন্ডের টিজার প্রকাশের পর অন্তর্জালে আলোচনা উঠে, ফিল্মটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মাণ করা হয়েছে।  ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মের মুক্তি স্থগিত করার ব্যাপারটি নিশ্চিত করেছেন আইস্ক্রিনের পরিচালক রিয়াজ আহমেদ। রিয়াজ বললেন, ২৯ ফেব্রুয়ারি কনটেন্টটি মুক্তি দিতে আমরা প্রস্তুত না। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত আর কবে মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’? এমন প্রশ্নে রিয়াজ জানিয়েছেন, এই ব্যাপারে আজ একটি মিটিং আছে। পরে এই প্রসঙ্গে আলোচনা করতে পারব।  একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মূলত এই কন্টেন্ট ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এটার সেন্সর করার প্রয়োজন। এমন একটিও চিঠি দেওয়া হয়েছে এই ওটিটি কর্তাদের। এখন আইস্ক্রিন  ‘অমীমাংসিত’কে সেন্সর বোর্ডে জমা দেবে। তারপর মুক্তির তারিখ নির্ধারণ হবে। ১২ ফেব্রুয়ারি ৪০ সেকেন্ডের টিজার প্রকাশের করা হয় ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির। যেখানে একটি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়। সেগুলো এরকম- ‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি ডাকাতি কেস...’; ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’; ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’; ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন...’। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ‘অমীমাংসিত’ আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছে।  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়