logo
  • ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ২৫ অগ্রহায়ণ ১৪২৬

কুয়েতের হাসাবিয়ায় ৩৫ হাজার বাংলাদেশির ঈদুল আজহার নামাজ আদায়

কুয়েত প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১১ আগস্ট ২০১৯, ২০:১২ | আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২০:২১
বাংলাদেশি প্রবাসী, ঈদুল আজহা
ছবি: সংগৃহীত
কুয়েতের হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে একসঙ্গে প্রায় ৩৫ হাজার বাংলাদেশি প্রবাসী পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

স্থানীয় সময় সকাল পাঁচটা ৪০ মিনিটে এই নামাজের জামাত অনুষ্ঠিত হয়। দেশটির বেশ কয়েকটি মসজিদে ঈদের জামাতে বাংলা খুতবা পাঠ করা হয়।

এসব মসজিদের মধ্যে আছে- কুয়েতের খারেজা বিন জায়েদ, সালেহ আল ফাদালা, উসমান বিন আফফান, সালেহ আল নামাশ, আতিকী, ওমর বিন খাত্তাব (রঃ), নাদী ফুরুসিয়া, নাসের বেদাইন।

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল দেশটির বিভিন্ন অঞ্চলে হলেও বেশির ভাগ প্রবাসী হাসাবিয়া অঞ্চলে বসবাস করেন।

প্রতি বছরের মতো এই বছরও অঞ্চলটি বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা একসঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করতে পেরে আনন্দিত।

ত্যাগের মহিমার কথা স্মরণ করে কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা তাদের সাধ্যমতো দুম্বা ও গরু কুরবানি দিয়েছেন।

কে/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • প্রবাস এর সর্বশেষ
  • প্রবাস এর পাঠক প্রিয়