• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কুয়েতে প্রবাস বাংলার বিশেষ সম্মাননা ও সাহিত্য বিতরণ 

আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬
প্রবাস বাংলা
সংগৃহীত

কুয়েতে প্রবাস বাংলা মিডিয়ার উদ্যোগে বাংলা ভাষার চর্চা ও শিক্ষাদানে অবদান রাখায় বিশেষ সম্মাননা ও সাহিত্য বিতরণ করা হয়েছে।

সম্প্রতি কুয়েত সিটির রাজধানী হোটেলে প্রবাস বাংলার উদ্যোগে সম্পাদক আ ক ম আজাদের সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় বাংলা ভাষার চর্চা ও শিক্ষাদানে অবদান রাখায় বিশেষ সম্মাননা ও সাহিত্য বিতরণ করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো. রুহুল আমিন নুর, ইঞ্জিনিয়ার মো. আলমগীর, মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদারসহ অনেকে।

বিশেষ সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন- মাওলানা মুস্তাকুর রহমান, মো. শওকত আলী, এ কে এম শামসুদ্দোহা, আল-আমিন রানা, কবি সঞ্জীব চন্দ্র ভদ্র।

অনুষ্ঠানে বাংলা ভাষার চর্চা ও লালনে রেমিটান্স যোদ্ধাদের সামাজিক উন্নয়ন, চরিত্র গঠন, দেশাত্মবোধক, সমাজ সংস্কার মূলক দি পাথফাইন্ডার পাবলিকেশন্স এর বাংলা বই উপহার দেওয়া হয়।

কুয়েতে বৃষ্টি মুখর সন্ধ্যায় কবিতা আবৃতি এবং ইসলামী সংগীতে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন কবি ও শিল্পীগণ।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh