• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষক শাকিল উদ্দিন আহমেদ মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০২০, ০০:৪৩
corona, DU,
অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ফুসফুসে ইনফেকশন ছিল। তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

তিনি আরও বলেন, অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী একটি কলেজে অধ্যাপনা করছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh