• ঢাকা সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
logo
হামলার ১৪ দিন পরেও নেওয়া হয়নি ব্যবস্থা, প্রশাসনিক ভবনে তালা  
জাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। রোববার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৌহিদ সিয়ামের সঞ্চালনায় বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদসহ ১৪, ১৫ ও ১৭ জুলাই হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকল শিক্ষককে তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করতে হবে এবং অতিদ্রুত তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে; নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ ও হলে পুনর্বাসনের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে; লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে। এ সময় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী ফারহানা ফারিনা বলেন, গণঅভ্যুত্থানের তিন মাস হতে চলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিযুক্ত শিক্ষকরা ক্লাস নিচ্ছেন ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা চলছে এমন ছাত্রলীগ কর্মীরাও ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন। এভাবে চলতে থাকলে আমাদের ক্যাম্পাসে এই আওয়ামী দোসররা পুনর্বাসিত হবে। কোনো নিয়ম কানুন মেনে গণঅভ্যুত্থান হয়নি। তাই নিয়মের দোহাই দিয়ে আওয়ামী দোসরদের পুনর্বাসন আমরা মেনে নেবো না। এ সময় জাবি শাখার সমন্বয়ক মেহেরাব সিফাত বলেন, একজন খুনি কখনো শিক্ষক হতে পারেনা। বশির আহমেদ ও তার সহযোগীরা বিগত আন্দোলনের মতো এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার পাঁয়তারা করেছে। কিন্তু আমরা এই আন্দোলনে সফল করেছি। যাদের হাতে শিক্ষার্থীদের রক্ত তারা কোন ধরনের প্রশাসনিক পদে থাকা মানে শহিদদের সাথে বেইমানি। অবিলম্বে তাদের অব্যাহতি দিতে হবে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যাতে পুনর্বাসিত হতে না পারে সে ধরনের ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উপাচার্যের কাছে তুলে ধরেন এবং দাবি পূরণের লিখিত আশ্বাস না দিলে সন্ধ্যায় অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। আন্দোলকারীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান অনুষদের ডিনের অব্যাহতি চেয়েছেন। যাদের বিরুদ্ধে মামলা চলছে তাদের বিষয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। আমি তাদের বলেছি, বিশ্ববিদ্যালয় একটা নিয়মে চলে। সিন্ডিকেটে এ বিষয়ে আলোচনা হবে। নিয়ম অনুযায়ী যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় তার চেষ্টা করা হবে। আরটিভি/এমকে-টি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান রাবি ছাত্রদলের আহ্বায়কের
রাবিতে ছাত্র রাজনীতি সংস্কারে ছাত্রদল ও শিবির এক টেবিলে
রাবিতে শিক্ষকদের পাঠদান মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি শিক্ষার্থীদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পাহাড়ের বনে অবমুক্ত করা হয়। সাপটি বার্মিজ পাইথন প্রজাতির বলে জানা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ড্রেন থেকে সোসাইটি ফর স্ন্যাকস অ্যান্ড স্ন্যাকবাইট অ্যাওয়ার্নেস (থ্রিএসএস) গ্রুপের সদস্যরা সাপটি উদ্ধার করেন। জানা যায়, সোহরাওয়ার্দী হলের পাশে ড্রেনের মধ্যে সাপটিকে দেখতে পান হলের শিক্ষার্থীরা। পরে সোসাইটি ফর স্ন্যাকস অ্যান্ড স্ন্যাকবাইট অ্যাওয়ার্নেস (থ্রিএসএস) গ্রুপের সদস্যদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করেন। এ বিষয়ে থ্রিএসএস গ্রুপের সদস্য রাতুল শাহরিয়ার প্রীতম বলেন, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী হলে এসে ড্রেনের মধ্যে সাপটি দেখতে পাই। পরে সাপটি উদ্ধার করে পাহাড়ে বনে অবমুক্ত করেছি। উল্লেখ, পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপগুলোর মধ্যে একটি এই বার্মিজ পাইথন। এই প্রজাতির অজগর লম্বায় ১৬ ফুট পর্যন্ত হয়ে থাকে।   আরটিভি/এসএইচএম  
রাবির শহীদ সোহরাওয়ার্দী হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলাম।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি এ পদে যোগদান করেন।    যোগদান করে তিনি বলেন, হলে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখব। যথাযথ নিয়ম মেনেই হলে শিক্ষার্থীরা সিট বরাদ্দ পাবে। কোনো ধরনের বৈষম্য থাকবে না। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। ড. আরিফ ২০০৪ সালে প্রভাষক হিসেবে দর্শন বিভাগে যোগদান করেন এবং ২০১৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১২ সালে তিনি 'বার্ট্র্যান্ড রাসেলের সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারা এবং এর বর্তমান প্রাসঙ্গিকতা' বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়া তার দর্শন শাস্ত্রে ডজন খানেক গবেষণা প্রকাশনা রয়েছে। যোগদানকালে সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, দর্শন বিভাগে অধ্যাপক আক্তার আলী ও অধ্যাপক আসাদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ/এআর 
নির্যাতিত ছাত্রদল নেত্রীকে ‘ছাত্রলীগ বানিয়ে’ হয়রানির অভিযোগ
আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভয়াবহ নির্যাতনের বর্ণনা তুলে ধরে এবং সম্প্রতি ছাত্রলীগ নেত্রীর তকমা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জান্নাতুল নওরীন উর্মী নামের এক ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। জান্নাতুল নওরীন উর্মী বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা ২০২০ সালের ১ মার্চ রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার ওপর হামলা করেছিল। হামলাকারীরা হলেন- ববি'র সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহীন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফিরোজ এবং পঞ্চম ব্যাচের হাফিজ ও আসাদুজ্জামান আসাদ। তারা জ্যামিতি বক্সের কাটা কম্পাস দিয়ে আমার বুকে ও গলায়সহ শরীরের বিভিন্ন স্থানে ফুটো করে দেয়। যে চিহ্ন এখনও শরীরে রয়েছে গেছে। আওয়ামী লীগের শাসনামলে বিচার চেয়ে পাইনি। এমনকি নিয়মিত পড়াশুনাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগ থেকে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়নি। তখন ববি'র ছাত্রদলের পক্ষ থেকে আমার প্রতি কোনো ভূমিকা নেয়া হয়নি। সেই সময় ববি ছাত্রদলের কমিটিতে সভাপতি রেজা ও সাধারণ সম্পাদক হাসিব দায়িত্বে ছিল। তিনি বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর পুনরায় পরীক্ষার বিষয়ে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে দেখা করি। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলি ‘মাথা নয় মেধা চাই, ছাত্রদলে চাঁদাবাজ ও মাদকাসক্তদের কোনো স্থান নেই। ’ এতে ক্ষিপ্ত হন কয়েকজন। কেননা গত ৮ অক্টোবর বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী  মিনহাজ সাগরকে চাঁদাবাজির অভিযোগে ববি’র ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর তার রেজাল্ট স্থগিত রয়েছে। ‘মিনহাজ সাগর’ তার ফেসবুক আইডিতে আমাকে নিয়ে অশ্লীল ভাষায় লেখালেখি করেছেন। যে কারণে সাইবার নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ববি’র ক্যাম্পাসে এই মিনহাজ সাগর এখনও কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তার প্রধান সহযোগী হলেন- বাংলা বিভাগের ৮ম ব্যাচের গোলাম রসুল, লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের আব্দুর রহিম, সমাজ বিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের মুজাহিদসহ একটি মদদদাতা চাঁদাবাজ চক্র। এই চক্রটি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে বুধবার (৬ নভেম্বর) আমার বিরুদ্ধে ববি’র উপাচার্য বরাবর ‘নিষিদ্ধ সংগঠন (ছাত্রলীগ) এর সন্ত্রাসী কর্মীদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে’ শিরোনামে একটি আবেদন পত্রে শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর নেয়। সেই আবেদনে উল্লেখ করা হয়- ছাত্রলীগ কর্মীদের নিয়ে আমি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করি। অথচ আমি ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত এবং জীবন থেকে লেখাপড়া বঞ্চিত হওয়ার উপক্রম অবস্থায় রয়েছি। উর্মী বলেন, খোঁজ নিয়ে জানতে পারি, আবেদন পত্রটি ছিল ‘ছাত্রলীগের পুনর্বাসন ও ছাত্র রাজনীতি চাই না’ এই শিরোনামে। এ আবেদনে স্বাক্ষর নিয়ে উপরের পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে। স্বাক্ষরকারী শিক্ষার্থী ইমরান হোসেন, আরিফুল ইসলাম আমাকে উপরের পৃষ্ঠা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মুঠোফোনে একাধিক শিক্ষার্থীর কাছ থেকে জানতে পারি- আবেদন পত্রটি পরিবর্তন করা হয়েছে। যার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। এ সময় তিনি দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র পূর্বক ববি উপাচার্য বরাবর অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে স্বাক্ষরকারীদের মধ্যে প্রকাশ্যে ৩ জনসহ আরো ৮ শিক্ষার্থী মুঠোফোনে বলেছেন- তাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে প্রতারণা পূর্বক স্বাক্ষর নিয়েছে। আবার কারও স্বাক্ষর বিশ্বস্ততার সুযোগে নেওয়া হয়েছে। আরটিভি/এএএ/এআর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পোস্টারিং 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পোস্টার লাগিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করেন।  হাসিনা সরকার পতনের আগে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের কার্যক্রম কালেভদ্রে দেখা যেত। বিভিন্ন সময়ে 'নিষিদ্ধ ছাত্রলীগের' মারধরের শিকারও হয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সরকার পতনের পর ক্যাম্পাসে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে তাদের।  নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল জানায়, তাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান, সদস্য সচিব আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য আব্দুর রহিম সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। পোস্টার সাঁটানো শেষে বিপ্লব ও সংহতি দিবস ও এই দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।  আরটিভি/এএএ/এআর
শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে ‘আপাতত’ কার্যক্রম না করার নির্দেশ
ক্যাম্পাসে দলীয় ব্যানারে ‘আপাতত’ কোনো ধরনের কার্যক্রম না করার নির্দেশ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবোত্তর পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনো ধরনের কার্যক্রম না করার জন্য বলা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিপ্লব পরবর্তী সময়ে ইতোমধ্যে ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে এ কাজগুলো চালিয়ে যেতে চাই। যেকোনো ধরনের সংঘাত এড়াতে সাময়িক সময়ের জন্য দলীয় ব্যানারে ক্যাম্পাসে কোনো কাজ যাতে না করা হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আরটিভি/এএএ   
যবিপ্রবির চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, কর্মচারী সাময়িক বরখাস্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক কর্মচারী সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া কর্মচারী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামান। আর ভুক্তভোগী শিক্ষার্থী হলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত কর্মচারীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। লিখিত অভিযোগ, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে সোমবার অভিযুক্ত মনিরুজ্জামান ভুক্তভোগী শিক্ষার্থীর পেছনে সিটে বসেছিলেন। এক পর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ছাত্রীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পরে ওই শিক্ষার্থী মঙ্গলবার সকালে তার সহপাঠীদের বিষয়টি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নিচে নামান। এ সময় তার সহপাঠী শিক্ষার্থীরা তাকে (মনিরুজ্জামান) চড় থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আরটিভি/এএএ 
রাবিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি প্রথম বারের মতো এবার রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপকমিটির একসভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের উপকমিটির সভায় সর্বসম্মতভাবে ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিলে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তিসংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ছাড়াও রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তও গৃহীত হয় সভায়। এ বিষয়ে জানতে চাইলে কলা অনুষদ অধিকর্তা অধ্যাপক বেলাল হোসেন জানান, আজকে উপকমিটির সভায় যে সকল সিদ্ধান্ত এসেছে তা নভেম্বরে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় সুপারিশ করা হবে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তবে সাধারণত এসব সিদ্ধান্ত অপরিবর্তিতই থাকে। আরটিভি/এফএ/এসএ