logo
  • ঢাকা রোববার, ১৮ এপ্রিল ২০২১, ৫ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুন ২০২০, ১৪:৪৩
আপডেট : ২৫ জুন ২০২০, ১৫:৩৫

অভিনেত্রী শামনা কাসিমকে হুমকি

shamna kasim
ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেত্রী শামনা কাসিমকে ফোনে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এবিপির খবরে বলা হয়,কাসিমের বাবা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা কিছু ভিডিও ক্লিপ ফাঁস করার হুমকি দেয়।

তিনি বলেন, এক ব্যক্তি তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিতে ফোন করে। ওই বিষয়ে কথা বলতে গিয়ে ওই ব্যক্তি জানান, পাত্র উত্তর কেরালারর কোঝিকোড়ের বাসিন্দা। দুবাইতে তার ব্যবসা রয়েছে।

কিছুদিন পর, বিয়ের কথা এগোতে কোচিতে অভিনেত্রীর বাড়িতে ৬ জন দেখা করতে আসেন এবং পরিবার-পরিজনদের ভিডিও করেন। এরপরই, ওই ব্যক্তিরা টাকা দাবি করতে থাকেন। যখন সেই টাকা দিতে অস্বীকার করে অভিনেত্রী ও তার পরিবার, তখন তারা হুমকি-ফোন করতে শুরু করে।

২০০৭ সালে দক্ষিণী চলচ্চিত্র জগতে ক্যারিয়ার শুরু করেন শামনা। ৪০টির বেশি মালায়লাম, তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রসঙ্গত, তিন বছর আগে, অভিনেত্রীকে অপহরণ করে যৌন নির্যাতন চালিয়েছিল কোচির সমাজবিরোধীদের একটি গ্যাং।

এম

RTV Drama
RTVPLUS