logo
  • ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ২৭ জন, আক্রান্ত ২৮৫১ জন, সুস্থ হয়েছেন ১৭৬০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

নয়টা ছবির জন্য সুশান্ত নির্বাচিত ছিলেন, অভিনয় করেছিলেন অন্য নায়ক! 

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ জুন ২০২০, ১৪:১৭ | আপডেট : ১৮ জুন ২০২০, ১৪:৪৮
After the suicide of Bollywood's Sushant Singh Rajput, the discussion does not seem to be stopping
সুশান্ত সিং রাজপুত। ফাইল ছবি।
বলিউডের সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর যেন আলোচনা থামছেই না! ঠিক কোন কারণে তিনি আত্মহত্যার মতো পথ বেছে নিলেন তা এখন শীর্ষ আলোচনা। হতাশা? ক্লান্তি ? অভিমান? সম্পর্কের টানাপোড়ন? বিশ্বাসের ভেঙে যাওয়া? সঠিক উত্তর কেউই বলতে পারছেন না।  তার মৃত্যুর পর থেকে সামনে আসা একাধিক তথ্য বলছে বলিউড বারবার উপেক্ষা করেছে তাকে! তিনি তুখড় অভিনেতা ছিলেন, কিন্তু নামের পিছনে হেভিওয়েট কেউ ছিলেন না। তিনি দক্ষ অভিনয়শিল্পী ছিলেন ঠিকই, তবে ইন্ডাস্ট্রি বারবার তাকে অপমান করেছে। 

সম্প্রতিকালে ৯টা ছবিতে প্রথমে সুশান্ত সিং রাজপুতকে বাছাই করা হলেও, পরে নানা কারণে তার জায়গায় অন্য নায়ককে নেওয়া হয়! এটাও তার মৃত্যুর কারণ হতে পারে বলে মনে করছেন অনেকই। 

ছবিগুলোর তালিকা নিচে দেয়া হলো- 

২০১৩ সালের চলচ্চিত্র আশিকি ২। এখানে সুশান্ত সিং রাজপুতকে সরিয়ে আদিত্য রায় কাপুরকে নেওয়া হয়।

এরপর 'গোলিওঁ কী রাসলীলা রাম-লীলা' ২০১৩ সালের আরও একটি ছবি। এখানেও সুশান্তের জায়গায় নেওয়া হয় রণবীর সিংকে।

২০১৬ সালের ছবি 'ফিতুর'। এখানে সুশান্তের জায়গায় আসেন আদিত্য রায় কাপুর।

'বাজিরাও মাস্তানি' ২০১৫ সালের ছবি। এই ছবিতে সুশান্তের জায়গায় আসেন রণবীর সিং।

'বেফিকরে' ২০১৬ সালের চলচ্চিত্র। এটিতে সুশান্তের জায়গায় আসেন রণবীর সিং।

২০১৭ সালের চলচ্চিত্র 'হাফ গার্লফ্রেন্ড'। এখানে সুশান্তের জায়গায় আসেন অর্জুন কাপুর।

'রোমিও আকবর ওয়ালটার' ২০১৯ সালের এই চলচ্চিত্রে সুশান্তের জায়গায় আসেন জন আব্রাহাম।

সড়ক ২ (মুক্তির অপেক্ষায়) আছে চলচ্চিত্রটি। এখানে সুশান্তকে সরিয়ে 'ভাট' ক্যাম্প আদিত্য কাপুরকে নেন।

'সারে জহা সে আচ্ছা'  চলচ্চিত্রটি (মুক্তির অপেক্ষায়)। এখানেও সুশান্তের জায়গায় আসেন ভিকি কৌশাল।

ভক্ত ও  সমালোচকরা মনে করছেন, এতগুলো চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়া সুশান্তের আত্মহত্যার অন্যতম কারণ হতে পারে।
জিএ 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫২৫০২ ১৪৫৫৮৪ ৩৩৩৩
বিশ্ব ১৯২৮১৯২৮ ১২৩৭৭১৩৩ ৭১৮০৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়