logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা মোকাবিলায় ১ কোটি রুপি দিলেন দেব

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৮ মার্চ ২০২০, ২০:২৯
দেব
ছবি সংগৃহীত

টালিউডের সুপারস্টার দেব। তিনি একজন সাংসদও। করোনাভাইরাস মোকাবিলায়   ভারত জুড়ে সরব রাজনীতিবিদ থেকে শোবিজ তারকা।

শুটিং-এ পায়ে চোট পেয়েছেন দেব। চিড় ধরেছে পায়ের আঙুলে। তাই অনেকদিন থেকেই গৃহবন্দি এই নায়ক। এদিকে করোনার জেরেও এখন কোয়ারেন্টিনে তিনি।

অন্যদিকে নিজের সংসদীয় এলাকায় করোনা মোকাবিলায়  সচেতন এই তারকা সাংসদ। ঘাটালের মানুষের যাতে অসুবিধে না হয় সেজন্য করোনা মোকাবিলায় প্রয়োজনীর সামগ্রী কেনার জন্য নিজের সাংসদ তহবিল থেকে কোটি টাকা দান করলেন করেছেন দেব।

ভারতীয় গণমাধ্যমের খবর,  গেল বৃহস্পতিবার তার তহবিল থেকে এই টাকা প্রদান করা হয়েছে। শুধু ঘাটালবাসীই নয়, স্বাস্থ্যকর্মীদের দিকেও নজর রেখেছেন সাংসদ। ঘাটাল এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে প্রত্যেকে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনোরকম কমতি না থাকে, সেই জন্যই নিজের সাংসদ তহবিল থেকে এই টাকা প্রদান করেছেন দেব।

পাশাপাশি করোনা মোকাবিকায় প্রয়োজনীয় টেস্ট কিট এবং যাবতীয় সরঞ্জাম কেনার জন্য সাংসদের এই অনুদান থেকে টাকা ব্যয় করা হবে বলে জানা গেছে।

এম

 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়