• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতা দিবসের নাটক ‘ধাঙড়’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১৫:০৩
স্বাধীনতা দিবস, নাটক, ‘ধাঙড়’, আফরান নিশো, জাকিয়া বারী মম
নাটকের চরিত্রে জাকিয়া বারী মম।

১৯৭১ এর কোন এক সকালে ঠাণ্ডার মধ্যে ধাঙড় বস্তির সামনের ফুটপাতে বসে থাকে পাচু। অপেক্ষা আবাসিক বাড়িগুলোর বাথরুম অথবা সেফটি ট্যাংক পরিষ্কারের। হঠাৎ করে একটি আর্মি জিপ এসে থামে তার সামনে। জীপে তোলা হয় পাচু সহ বসে থাকা আরও একজনকে। ভয়ে ভয়ে দুরু দুরু বুকে তারা যেতে তাকে। তাদেরকে নিয়ে যাওয়া হয় পাকসেনাদের ক্যাম্পে। সেখানে থাকা বন্দীদের মলমূত্র পরিষ্কার করার জন্য। খুব খারাপ লাগে পাচুর। কিন্তু না করলে তো দিবে বেয়োনেট দিয়ে খোঁচা। অনিচ্ছা সত্ত্বেও পাচু এই কাজ করতে লাগলো। এভাবেই চলে যাচ্ছিলো পাচুর জীবন।

আচমকা ক্যাম্প নিয়ে আসা হয় অনিন্দ্য সুন্দরী পরীর মতো একটি মেয়েকে। তাকে দেখেই পাচুর বুকের মধ্যে হুহু করে উঠে। পাচু চোখের কোনা দিয়ে সবার অগোচরে মেয়েটিকে লক্ষ্য করে। এলোমেলো চুল, এলোমেলো শাড়ি। চোখে মুখে অত্যাচারের চিহ্নের অবসাদগ্রস্ত মেয়েটি পড়ে পড়ে ঝিমায়- এমনই গল্পে নির্মিত হয়েছে আরটিভির স্বাধীনতা দিবসের নাটক।

বিশেষ এই নাটকটির নাম ‘ধাঙড়’। নাটকটিতে পাচু চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, আর জুলেখা চরিত্রে জাকিয়া বারী মম। রচনায় ছিলেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

২৬ মার্চ রাত ৮টায় জনপ্রিয় টেলিভিশন আরটিভিতে নাটকটি দেখানো হবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরোধে সন্তান হত্যার পর নাটক সাজান মা
আপাতত আমাকে আর একটু তৈরি হওয়ার সুযোগ দিন : অমি
জিমের ‘মেঘবালিকা’
‘সিনেমার পাশাপাশি নাটকেও ভালো গান হচ্ছে’
X
Fresh