logo
  • ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬

ইতালিতে ঘরবন্দি শ্বেতা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ মার্চ ২০২০, ১১:৩২ | আপডেট : ২৫ মার্চ ২০২০, ১২:০৪
শ্বেতা পণ্ডিত
শ্বেতা পণ্ডিত
করোনাভাইরাসের ভয়াল থাবা  ইতালিতে। আর সেখানেই  ঘরবন্দি বলিউডের জনপ্রিয় গায়িকা শ্বেতা পণ্ডিত। এই মুহূর্তে ইতালিতে নিজের স্বামীর সঙ্গে বন্দি রয়েছেন তিনি।

এ ব্যাপারে শ্বেতা জানান, ১০০০ বা ২০০০ নয়, করোনাভাইরাসের সংক্রমণের জেরে ইতালিতে কমপক্ষে ৮০০০ মানুষের মৃত্যু হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ কানে আসে এখানে। যা সব সময় সহ্য করা যায় না। তিনি এবং তার স্বামী ঘরের ভেতর রয়েছেন বলেই এখনও সুস্থ থাকতে পারছেন। খবর জি-নিউজের।

শ্বেতা আরও বলেন, ইতালি সরকার যখন থেকে লকডাউন ঘোষণা করে, তার অনেক আগে থেকেই ঘরে বন্দি রয়েছেন তারা। ফলে এই রোগ হলে, কতটা ভয়াবহ অবস্থায় মানুষ পৌঁছে যেতে পারেন, তা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন গায়িকা।

প্রসঙ্গত, ইতালির টাস্কানিতে শ্বশুরবাড়ি শ্বেতা পণ্ডিতের। আর সেখানেই স্বামী ইভানো ফুসির সঙ্গে ঘরে বন্দি রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা।

এম

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৮ ৩০
বিশ্ব ৭২১৫৮৪ ১৪৯১২২ ৩৩৯৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়