• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সুজানার যত প্রিয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০২০, ১২:২০
সুজানা জাফর, প্রিয়
সুজানা জাফর। ফাইল ছবি

অপরূপ সৌন্দর্য তাকে খুব অল্প সময়ে দর্শক হৃদয়ের জায়গা করে দেয়। মডেলিং, নাটক, মিউজিক ভিডিও তিন মাধ্যমেই সফলতা পেয়েছেন। তবে বর্তমানে মিডিয়াতে খুব একটা সরব নন। নিজের ব্যবসা নিজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবুও বিশেষ দিনের নাটকে তার উপস্থিতি দেয়া যায়। তিনি বহু তরুণের ক্রাশ। তিনি সুজানা জাফর। আরটিভি অনলাইনের অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো এই মডেলকন্যার প্রিয় যত বিষয়।

শখ- বৃদ্ধাশ্রম ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে সময় কাটানো। রান্না করা।

অবসর- বাসায় যতক্ষণ ফ্রি থাকি, গোছগাছ, রান্না

প্রিয় লেখক- সমরেশ মজুমদার, হুমায়ূন আহমেদ

প্রিয় খাবার- কাচ্চি বিরিয়ানি।

পছন্দের ড্রেস- যখন যেটা পরি সেটাই প্রিয় হয়।

ভ্রমণ/ ঘোরাঘুরির প্রিয় দেশ- দুবাই। সুইজারল্যান্ড।

প্রিয় কিছু লোকেশন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আসাদ নগর।

প্রিয় ব্যক্তিত্ব- আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং আমার বাবা।

প্রিয় অভিনেতা/অভিনেত্রী- এখনকার মধ্যে কেউ নাই। আগে ছিলেন আফজাল হোসেন ভাই ও বিপাশা হায়াত, অভিনেত্রী শমী কায়সার।

প্রিয় মুভি- চিলড্রেন অব হ্যাভেন। এই মুভিটা বারবার দেখতে চাই।

প্রিয় গান- আয়নাতে ওই মুখ দেখবে যখন।

প্রিয় বই-সাতকাহন।

প্রিয় বচন- পরনিন্দা না করে মানুষকে ভালোবাসো।

প্রিয় সুগন্ধি- চ্যানেল, গুসি।

সানগ্লাস ব্র্যান্ড-টমফোর্ড, ডলসি এন্ড গাবানা

ঘড়ি- রোলেক্স, কোচ।

প্রিয় মুহূর্ত- সুবিধা-বঞ্চিতদের সঙ্গে থাকা ও পরিবারের সঙ্গে থাকার মুহূর্ত।

প্রিয় ফুল- বেলি।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা, রুপালি পর্দায় রজনীকান্তের জীবনী
বাবুল গোমেজ থেকে যেভাবে হয়ে উঠলেন জনপ্রিয় জাম্বু
জনপ্রিয় তামিল সুরকার-সংগীতশিল্পী প্রবীণ কুমার আর নেই
হঠাৎ এক ফ্রেমে শোবিজের জনপ্রিয় তারকা সুন্দরীরা
X
Fresh