logo
  • ঢাকা রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০ ফাল্গুন ১৪২৬

নায়ক সাইমনের যত প্রিয়

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৫ জানুয়ারি ২০২০, ১৩:৩৫
সাইমন সাদিক
সাইমন সাদিক
ঢালিউডের হ্যান্ডসাম নায়ক সাইমন সাদিক। গুণী চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আবির্ভাব তার। এই পরিচালকের 'জ্বী-হুজুর' ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক সাইমনের। ক্যারিয়ারের দ্বিতীয় ছবি 'পোড়ামন'-এ অভিনয় করে দারুণ সফলতা পান সাইমন।

আর 'জান্নাত' ছবিতে অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন তিনি। বর্তমানে প্রায় হাফ ডজন ছবিতে কাজ করছেন সাইমন। এই নায়কের প্রিয় সব বিষয় তুলে ধরছে আরটিভি অনলাইন। পাঠক এক নজরে দেখে নিন সাইমনের যত প্রিয়।

শখ- ঘুরতে যাওয়া

অবসর- আড্ডা

প্রিয় লেখক- পড়ি না!

প্রিয় খাবার- ঝাল সব খাবার

পছন্দের ড্রেস- জিনস,টি শার্ট

ভ্রমণ/ ঘোরাঘুরি- কলিজার শহরে (কিশোরগঞ্জ)

প্রিয় ব্যক্তিত্ব- বাবা

প্রিয় অভিনেতা- সালমান শাহ

প্রিয় অভিনেত্রী- শাবনূর

প্রিয় সিনেমা- জীবন সংসার

প্রিয় বচন- নিজেকে ভালোবাসুন

প্রিয় সুগন্ধি- নিদিষ্ট নাই

সানগ্লাস ব্র্যান্ড- যেটা মানায়

ঘড়ি- যেটা মানায়

প্রিয় মুহূর্ত- শুটিং

প্রিয় ফুল- সব ফুল

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়