logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

নায়িকা হতে চাননি দীপিকা!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৫ জানুয়ারি ২০২০, ১৬:০৫
দীপিকা পাড়ুকোন
ছবি সংগৃহীত
বলিউডের নম্বর ওয়ান নায়িকা দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ওম শান্তি ওম ছবির মধ্যে দিয়ে দর্শকের মনজয় করে নেন।

প্রথম ছবির পর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ধীরে ধীরে বলিউডের একজন অপরিহার্য শিল্পীর আসনে নিতে সক্ষম হয়েছেন।

তবে দীপিকার নাকি নায়িকা হওয়ার কোনও ইচ্ছেই ছিল না। প্রথমে ভেবেছিলেন বাবা প্রকাশ পাড়ুকোনের মতোই ব্যাডমিন্টন খেলবেন তিনি।

কিন্তু ‘লাভ আজ কাল’-এ জনপ্রিয়তা পাওয়ার পরই রোমান্টিক চরিত্রে দীপিকাকে কাস্ট করতে শুরু করেন পরিচালকরা।  ‘বচনা অ্যায় হাসিনো’ থেকে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়।

সে সম্পর্ক ভেঙে গেলেও ‘রণবীর’ নামটা থেকে যায় তার জীবনে। রণবীর সিংয়ের সঙ্গে সুখে সংসার করছেন নায়িকা। এছাড়া তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গেও অভিনয় করেছেন দীপিকা।

তার অভিনীত ‘পিকু’ ছবিটিও বাজিমাত করে। যোগ্যতাই দীপিকাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। এই মুহূর্তে ‘ছপাক’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন নায়িকা।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়