logo
  • ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

রণবীরের নজর খারাপ!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৪ অক্টোবর ২০১৯, ১৮:১৮ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:২৩
বলিউড তারকা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, নজর
রণবীর সিং
বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ে করেছেন গেল বছরের নভেম্বরে। পাঁচ বছরের প্রেমের পরিণতি দেন তারা।

ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ বিয়ে হয় তাদের। কয়েক মাস পর বিয়ের এক বছর পূর্ণ করবেন এই দম্পতি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড করে নতুন করে আলোচনায় এলেন রণবীর। সেই ২০১৩ থেকে দীপিকার দিকে নজর ছিল রণবীরের। নিজেই পোস্ট দিয়ে প্রমাণ করলেন সে কথা। দুজনের একটি ছবি পোস্ট করে রণবীর লিখেছেন, কোনও ক্যাপশনের দরকার নেই।

রণবীর ৭ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোমরের দিকে তিনি তাকিয়ে আছেন। আর তা নিয়ে শোরগোল পড়েছে। কেউ কেউ বলছেন, রণবীরের নজর কত খারাপ!

রণবীরের পোস্ট করা ছবির নিচে কমেন্ট করেছেন দীপিকা। লিখেছেন, সাত বছর হয়ে গেল কিছুই পাল্টায়নি।

শীঘ্রই রণবীর-দীপিকাকে এক সঙ্গে দেখা যাবে ৮৩ ছবিতে। এতে রণবীরকে দেখা যাবে কপিল দেবের ভূমিকায়, আর দীপিকাকে দেখা যাবে কপিলের স্ত্রী রোমির চরিত্রে।

জিএ/এম 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়