logo
  • ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

ঈদের তৃতীয় দিন আরটিভির পর্দায় যা থাকছে

অনলাইন ডেস্ক
|  ১৩ আগস্ট ২০১৯, ১৬:৩১ | আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৬:৫৯
ঈদের তৃতীয় দিন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায় যেসব আয়োজন থাকছে তা নিচে তুলে ধরা হলো। 

সকাল ১০টা ৫ মিনিটে সিসিমপুর সরাসরি। 

সকাল ১০টা ৪০ মিনিটে বাংলা ছায়াছবি  ‘নিঃষ্পাপ মুন্না’। পরিচালনা বদিউল আলম খোকন। অভিনয়ে শাকিব খান, সাহারা, মিশা প্রমুখ।

দুপুর ২টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। রচনা পলাশ মাহবুব এবং পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, শফিক খান দিলু, হিমে হাফিজ, সিদ্দিক মাস্টার প্রমুখ।

দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘বর্তমান’। পরিচালনায় কাজী হায়াত। অভিনয়ে নায়ক মান্না, মৌসুমী, ডিপজল প্রমুখ।

বিকেল ৫টা ৪৫ মিনিটে একক নাটক ‘হ্যাসট্যাগ মিটু’। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মেহজাবিন চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, তানিম মৃধা, মুশফিক ফারহান প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আনমাইন্ডফুল’। রচনায় আশরাফুল চনচল। পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, শখ, হান্নান শেলী, শামীম জামান, শিল্পী সরকার অপু, কাজল সুবর্ণা প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘ক্ষণিকের আলো’। রচনা পান্থ শাহরিয়ার। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অপি করিম প্রমুখ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : আলিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর
---------------------------------------------------------------------

রাত ৯টা ৩৫ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হেভিওয়েট মিজান’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, আরফান আহমেদ, শাহনাজ খুশি, আহসান হাবীব নাসিম, সাজু খাদেম, নাবিলা ইসলাম, মাসুদ হারুন প্রমুখ।

রাত ১০টায় একক নাটক ‘কে আঁকে অন্য ছবি’। রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। অভিনয়ে জাকিয়া বারী মম, ফারহান আহমেদ জোভান, অপর্ণা ঘোষ প্রমুখ।

রাত ১১টা ৫ মিনিটে বউ কাহিনি অরিজিনাল সিরিজ-এর একক নাটক ‘মিস্টার পরিষ্কার’। রচনা ফাহাদ আল মুক্তাদির। পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

রাত ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘শঙ্খিনী’। রচনা মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলু, রিচি সোলায়মান প্রমুখ।

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়