logo
  • ঢাকা মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬

ভারতে গাইবেন তপু

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ জুন ২০১৯, ২১:২০ | আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৪
সঙ্গীত শিল্পী তপু আহমেদ

‘একটা গোপন কথা’, ‘এক পায়ে নুপুর’, ‘মন ভালো নেই’, এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী তপু আহমেদ।

কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে পহেলা জুলাই সন্ধ্যা সাতটায় লাইভ চ্যাট কনভারসেশন ও মিউজিক্যাল শোতে অংশ নিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। এই শোতে ভক্ত ও অনুসারীদের সঙ্গে কথা বলবেন ও গাইবেন তপু। পাশাপাশি তিনি সঙ্গীত আয়োজনে থাকছেন ভারতের শিল্পী অনুরাগ হালদার।

ফাইভ ম্যাড ম্যান, এ.এইচ.পি ও নিউজ জি ২৪ এর সম্মিলিত প্রচেষ্টায় হবে এই মিউজিক্যাল সন্ধ্যা। অনুষ্ঠানের নাম তপু লাইভ ফিচারিং অনুরাগ হালদার।

তপু আহমেদ গান ভিন্ন ঘরানার গান। এবার এই গান দিয়ে মুগ্ধ করবেন ভারতীয়দের।  ভারতীয় বাঙালি গায়ক অরিজিৎ সিং বাংলাদেশের বিভিন্ন কনসার্টে তপু আহমেদের গান গেয়েছেন।

 

জিএ/এম  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়