logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

দীর্ঘদিনের নিয়ম ভাঙতে বাধ্য হলেন অমিতাভ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ মে ২০১৯, ২১:৩৪ | আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৪০

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন অসুস্থ। সে কথা টুইট করে জানিয়েছেন এই অভিনেতা। আর এতটাই অসুস্থ যে দীর্ঘদিনের নিয়ম ভাঙতে বাধ্য হয়েছেন তিনি। ৩৭ বছর ধরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করলেও গতকাল সে রীতি পালন করা সম্ভব হয়নি। বিষয়টি আগেই জানিয়েছেন অভিনেতা। 

এছাড়া অমিতাভ বচ্চনের অফিসিয়াল ব্লগ থেকে জানা যায়, অসুস্থ থাকার কারণেই তিনি ভক্তদের সঙ্গে দেখা করতে পারছেন না। তিনি বেশ শারীরিক অসুস্থতা নিয়ে আছেন। এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারছেন না। সবকিছুর জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি।

এমন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবার পর তা ভাইরাল হয়। প্রিয় তারকার জন্য অনেক ভক্তই দোয়া প্রার্থনা করে রিটুইট করেছেন।

উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নিজের বাড়ি জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করার এই রীতি দীর্ঘ ৩৭ বছর ধরে চলে আসছে। তাই দীর্ঘদিনের রীতি ভাঙার কারণে অমিতাভের অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

খুব শীঘ্রই অমিতাভ বচ্চনকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’  সিনেমায়।

 

জিএ/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়