logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

এক নাটকে স্বামী-স্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:২২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬
ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গেল বছর শিহাব শাহীন পরিচালিত ‘বিনি সুতার টান’ নাটকে ছেলে আয়াশকে নিয়ে অভিনয় করেন। ছোট্ট আয়াশের অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়।

bestelectronics
এবার নাট্যাঙ্গনে স্বামীর সঙ্গে নাম লেখালেন অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। তবে অভিনয়ে না, নাটকের গল্প লিখেছেন তিনি। নাম 'তুমি বললে'। এটি পরিচালনা করেছেন মাহমুদুর হাসান হিমি।

নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির। প্রথমবারের মতো অপূর্ব স্ত্রীর লেখা নাটকে অভিনয় করলেন।

এ ব্যাপারে অপূর্ব বলেন, সত্যিই অদিতির গল্প বলার ধরন খুব ভালো, আমার স্ত্রী বলে বলছি না। আমি চাই, সে নিয়মিত লেখুক। বাকিটা ওর ইচ্ছা। এ নাটকটির শুটিংও হয়েছে বেশ ভালো। আশা করি দর্শকদের পছন্দ হবে।

আসছে ভালোবাসা দিবসে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানা গেছে। 

এম/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়