• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ফেরদৌস-জয়ার ‘পুত্র’ আসছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৪৮

আগামী ৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক ফেরদৌস ও জয়া আহসান অভিনীত ‘পুত্র’ ছবিটি। অটিস্টিক শিশুদের সমস্যা ও তার প্রতিকারের উপায় নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। ফেরদৌস-জয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সেঁউতি, ডলি জহুরসহ অনেকে। এই ছবিতে জয়াকে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।

জয়া বলেন, দেশে সচরাচর এমন গল্প নিয়ে ছবি তৈরি হয় না। কাজটি করে বেশ ভালো লেগেছে। ছবিটি থেকে দর্শকরা অনেক তথ্য পাবেন।

ফেরদৌস বলেন, অটিস্টিক শিশুদের নিয়ে তৈরি ছবিতে প্রথম কাজ করেছি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। দায়বদ্ধতা থেকেই ছবিটিতে অভিনয় করেছি। এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। এই ছবির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা আরো বলেন, আমাদের দেশে এখনো প্রতিবন্ধী শিশুদের অবহেলার চোখে দেখা হয়। তাদের দিয়ে কিছু হবে না—এমন ধারণা পোষণ করা হয়। কিন্তু সেটা ভুল। ভালোবাসা পেলে, সুযোগ পেলে প্রতিবন্ধীরাও হয়ে উঠতে পারে সমাজের প্রতিনিধি। সচেতনতামূলক এই ছবিতে কাজ করেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।

এম/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়ন প্রত্যাহার করলেন এমপিপুত্র গোলাম মূর্তজা
তীব্র গরমে গোপনে তৃষ্ণার্তদের পাশে দাঁড়ালেন ইরফানপুত্র
মসজিদে পুত্রের আজানে উচ্ছ্বসিত নায়ক সাইমন
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
X
Fresh